স্বরচিত কবিতা - নীলদরিয়ার ভালোবাসা
আমি বলেছিলাম কবিতা নিয়ে পোস্ট লিখতে গেলে টপিকের কিন্তু কোন অভাব হবে না, ভালোবাসা নিয়ে যদি আপনি কবিতা লিখতে চান সেই ক্ষেত্রে হাজারো কবিতা লিখে ফেললেও যেন আবেগের সীমান্ত থাকবে না।
কারণ ভালোবাসা থাকে মনে, আর যেই মন ভালোবাসায় ভরপুর থাকে সে মনে ভালোবাসার কবিতা লিখলে সমাপ্ত করা যাবে না। আমি আজ পর্যন্ত অনেক ভালোবাসার কবিতা লিখেছি। লিখতেও কিন্তু ভালই লাগে। একেকটা কবিতার ভালোবাসার ছন্দ গুলো এক এক রকম। তবে কি কবিতা লিখা সমাপ্ত হয়ে গেছে!! না না, বরঞ্চ আরো নতুন নতুন অনুভূতি নিয়ে কবিতা লিখছি।
সত্যি বলতে কবিতা লিখতে আসলে অনেক বেশি ভালো লাগে, আর যারা কবিতা লেখায় অভ্যস্ত তাদের কাছে তো জাস্ট কিছু সময়ের ব্যাপার। যাইহোক নীলদরিয়ার ভালোবাসা নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......
নীলদরিয়ার ভালোবাসা |
---|
শিশির ভেজা ঘাসে,
সূর্য কিরন দেখব দুজন
তুমি থেকো পাশে ৷
হাঁটবো দুজন একা,
মিষ্টি আলোয় ঝিলিমিলিয়ে
সূর্য দিবে দেখা।
অনেক ভালোবেসে,
বেলি ফুল আর গন্ধরাজ
সুঘ্রাণ ছড়াবে হেসে।
সুখ বিলাসী হয়ে,
হাসবো দুজন বাসবো ভালো
অমর হবো রয়ে।
তোমার হাতে হাত রেখে,
ভালোবাসার এই মধুর মুহূর্ত
প্রকৃতি দেখতে চেয়ে থেকে।
উড়াবে তার ডানা,
আজ হারাবো দুজন মিলে
নেই তো কারো মানা।
হেসে হেসে যেন ডাকে,
মুখ ফুটে বলে যেন শুধু
তোমার আমার ভালবাসা
এভাবেই চিরদিন থাকে ।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
@tipu curate
;) Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Upvoted 👌 (Mana: 0/6) Get profit votes with @tipU :)
খুবই সুন্দর একটি কবিতা রচনা করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। লাইনের শব্দগুলো কম থাকায় আবৃত্তি করতে বেশ ভালো লেগেছে আমার কাছে। এই জাতীয় কবিতাগুলো আবৃত্তি করতে ভালো লাগে এবং এই দেখে নতুন কবিতার লেখার প্রতি উৎসাহ জাগে।
আপু প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করছেন।কবিতাগুলো আলাদা আলাদা বিষয় নিয়ে লিখাতে পড়তে ভীষণ ভালো লাগে। আপনি নীলদরিয়ার ভালোবাসা নিয়ে চমৎকার একটি কবিতা শেয়ার করলেন। কবিতাটি চমৎকার হয়েছে।অনেক ভালো লাগলো কবিতাটি পড়ে। ধন্যবাদ আপনাকে সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।
নীল দরিয়ার ভালোবাসা, অসাধারণ এই কবিতাটি পড়ে মুগ্ধ হলাম। আপনি এত সুন্দর ভাবে কবিতাটি লিখেছেন। কবিতার ভাষা ছিল অসাধারণ। পড়ে তাই অনেক বেশি ভালো লেগেছে আমার।
অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। আপনার লেখা কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছ। কবিতাটি পড়ে অনেক মজা পেয়েছি আপু।আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে আবারও একটি নতুন কবিতা আমাদের উপহার দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনিও কবিতা লিখতে অনেক বেশি পছন্দ করেন এটা খুবই ভালো ব্যাপার। আপু আসলে ভালবাসাগুলো এমনই হয় ভালবাসাকে নিয়ে স্বপ্ন দেখতে বেশ ভালো লাগে। ভালোবাসার মানুষের হাতে হাত রেখে সারাটা জীবন একসাথে চলতে পারলে তো বেশ ভালো হবে। অসংখ্য ধন্যবাদ আপু আপনার স্বরচিত নীলদরিয়ার ভালোবাসা কবিতাটি পড়ে ভালো লাগলো।
আপু খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতাগুলো আমি পড়ি। আমার অনেক ভালো লাগে আপনার কবিতা গুলো ।অসাধারণ থাকে আপনার কবিতার ভাষাগুলো। অনেক ধন্যবাদ আপু আপনার স্বরচিত কবিতা নীল দরিয়ার
ভালোবাসা আমাদের মাঝে শেয়ার করার জন্য।