পুন্য ।

in আমার বাংলা ব্লগ3 months ago

image.png

image source

মানুষ তার জীবনের সবটা কাটায় সুখের উদ্দেশ্যে। হয়তো কেউ কেউ পায় কেউ কেউ পায়না। কিন্তু ছোট বড় সবারই একটা উদ্দেশ্য হচ্ছে তার জীবনকে সুখময় করা। এই সুখকে নিজের করার উদ্দেশ্যে কত ভালো খারাপ কাজে লিপ্ত হই। যদিও সেটা আমরা খানিক ভালো থাকার উদ্দেশেই করে থাকি কিন্তু আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা সবাই এই বর্তমান দুনিয়ার কথা চিন্তা করি। আসলে আমরা হয়তো সবাই ভিন্ন ভিন্ন ধর্মের অনুসারী কিন্তু সব গুলো ধর্মের মূল উদ্দেশ্য কিন্তু একটাই " শান্তি" , এই হচ্ছে মূল বিষয়। সত্যি বলতে ধর্ম যেটাই হোক , এটার মূল উদ্দেশ হচ্ছে পৃথিবীর শান্তি।

মানুষে মানুষে শান্তি বিরাজ করানো। কারোর সাথে যাতে কারোর হিংসা বিদ্বেষ না থাকে। মানুষ আসলে দিন দিন স্বার্থপর হচ্ছে , সত্যি বলতে আমরা আসলে নিজেদের শান্তির কথা নিয়েই পরে আছি। তবে সত্যিই কি আমরা শান্তি খুঁজে পাই ? আসলে কিন্তু না , যদি আমাদের মধ্যে সত্যিই কোনো মনুষত্ব থেকে থাকে তাহলে আমরা নিজেদের সুখে সুখী না হয়ে বরং অন্যের সুখে সুখী হবো। সত্যি বলতে এটাই হচ্ছে মনুষত্ব। একটা কথা আছে "ভোগে নয় , ত্যাগেই প্রকৃত সুখ" কথাটা সত্যিই যথার্থ। কেননা প্রকৃত মানুষ কোনোদিন ও অন্যের সাহায্যের জন্য পিছপা হবে না।

মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ হয়না। প্রকৃত মানুষ হওয়ার জন্য মনুষত্বের প্রয়োজন। যেটা কিনা আমাদের অনেকের মধ্যেই অনুপস্থিত। এই জীবন সত্যিই অনেক ছোট একটা জীবন। তাছাড়া এক মুহূর্তেরও ভরসা নেই এই জীবনে। আর ছোট একটা জীবনেই যদি আমাদের সমাজে একজন ঘৃণিত ব্যক্তি হিসেবে মনে রাখে তাহলে ব্যাপারটা কতই না লজ্জার। এর থেকে লজ্জার আর কিছু আছে বলে আমার মনে হয়। আমার মতে এই ছোট একটা জীবনে যত ভালো কাজ করে যেতে পারবো ততই আমাদের জন্য মঙ্গোল জনক। প্রথমত আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন আবার দ্বিতীয়ত , সমাজ আমাদের সব সময় স্মরণ করবে।

সত্যি কথা হচ্ছে আমাদে এই জীবনটা সম্পূর্ণই একটা পরীক্ষা। এই পরীক্ষার যারা পাস করবে তারাই কেবল জান্নাতে যেতে পারবে। আর প্রতিটা ধর্ম সেটাই বলে। প্রতিটা ধর্মের মূল বিষয়টা হচ্ছে শান্তি। পৃথিবীতে যাতে শান্তি বিরাজমান থাকে। আমরা যদি সেই বিধান গুলো মেনে চলি তাহলেই আমাদের পৃথিবীতে সুখ চলে আসবে। এবং আমাদের জীবনটা সার্থক হবে। প্রতিটা মানুষের উদ্দেশ্যে হওয়া উচিত অন্যের জন্য জীবন বিলিয়ে দেয়া। এতে যেমন আমাদের মানুষের মানুষের ভাতৃত্ব বন্ধন বাড়বে তেমনি এই ছোট এই জীবন সার্থক ভাবে শেষ করে যেতে পারবো। এটাই তো চাওয়া , এর থেকে আর বেশি চাওয়া কি হতে পারে ?

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 months ago 

আসলেই আমাদের জীবনটা হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে যার যার ধর্মীয় রীতিনীতি মেনে জীবনযাপন করতে হবে। তাছাড়া মানবধর্ম হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। বিনা স্বার্থে মানুষের উপকার করতে পারলে,এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। মোটকথা পরকালে ভালো থাকতে হলে, বেঁচে থাকতে বেশি বেশি পূণ্যের কাজ করতে হবে এবং এর কোনো বিকল্প নেই। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 months ago 

আপনার কথার সাথে আমি একমত, মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না এর জন্য মনুষ্যত্বটা থাকার অনেক বেশি প্রয়োজন। আপনি আপনার কনটেন্টে খুব সুন্দর করে মানুষের মানবতা নিয়ে এবং জীবন সম্পর্কে অনেক সুন্দর কিছু কথা লিখেছেন যেগুলো পড়ে সত্যি ই মনটা ফুরফুরি হয়ে গেল। ধন্যবাদ আপনাকে আপু।

 3 months ago 

ক্লাস নাইন টেনের একটা বাংলা বইয়ে মোতাহার হোসেন চৌধুরীর লেখা বই পড়া নামের একটি গল্পে পড়েছিলাম, মানুষ এর ঘরে জন্ম নিলেই মানুষ নামে পরিচিতি পাওয়া যায় কিন্তু প্রকৃত অর্থে মানুষ হতে গেলে মনুষ্যত্বের প্রয়োজন হয়। আসলেই আমাদের সব ধর্মের মানুষের একটাই লক্ষ্য হওয়া উচিত যেন মানুষে মানুষে আমাদের শান্তি বিরাজ করে অশান্তির বেড়াজাল যেন আমাদের আশেপাশেও না আসে। আর আমাদের উচিত ক্ষণিকের দুনিয়ায় ভালো সব কাজ করে যাওয়া যাতে মানুষ আজীবন মনে রাখে। সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপু। আমাদের উচিত ভালো কাজের দিকে সর্বদা অগ্রসর হওয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.17
JST 0.032
BTC 63626.54
ETH 2727.44
USDT 1.00
SBD 2.56