পঞ্চগড় ভ্রমণ -১🚀
হেলো বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে একটি ভ্রমন পোস্ট আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে শুরু করি আজকের ব্লগটা।
বন্ধুরা কয়েকদিন আগেই আমি আমার সব থেকে বর লং জার্নি শেষ করে এসেছি।কুষ্টিয়া টু পঞ্চগড় সেটার যাত্রা নিয়ে লিখবো আজ শেয়ার করবো কিভাবে আমি গিয়েছিলাম।প্রথমে আমি আমাদের কুষ্টিয়া থেকে ট্রেনে যায়।দুই দিন আগেই অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম।তাই ৩০ তারিখ রাত ১২:৩৪ মিনিটে আমার ট্রেন ছিল।আমি বাসা থেকে রাত ১০ টাই বের হয়।
সোজা চলে যায় পোড়াদহ, বন্ধুরা ট্রেনের টিকিট এর মুল্য ছিলো পোড়াদহ টু পার্বতিপুর ২৯৫ টাকা ২০ টাকা ভ্যাট যোগ করলে ৩১৫ টাকা হয়।আমি পোড়াদহ গিয়ে অপেক্ষা করতে থাকি ট্রেনের যে ট্রেনে যাব তার নাম ছিল সিমান্ত এক্সপ্রেস। এদিকে সবাই দেখি ট্রেনের জন্য অপেক্ষা করছে আমি অপেক্ষা না করে পোড়াদহ স্টেশনে ঘুরাঘুরি করতে শুরু করলাম।
মাঝে মাঝেই এই স্টেশনে ঘুরতে আসি কারণ পাশেই রয়েছে সব থেকে বড় কাপুরের বাজার। তো অপেক্ষার পড়ে ট্রেন আসলো ২০ মিনিট লেইট করে।এখানে আবার ১০ মিনিট মতো দারাবে।আমি ট্রেনে উঠে গেলাম গিয়ে ছিট খুজতে শুরু করলাম।গিয়ে দেখি আমার ছিটে আরেকজন বসে আছে।আসলে আমাদের দেশে ট্রেন যাত্রার এই সমস্যা টা সমাধান হবে না ৫০% মানুষ টিকিট ছাড়া ট্রেনে উঠে বসে থাকে যখন টিটি আসবে তাদের হাতে কিছু টাকা দিলে তারা আর টিকিট চাইবে না ফলে এই টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে যাচ্ছে না।মানুষের পকেটেই থেকে যাহ।খোদা মহাফেজ বাকিটা দ্বিতীয় পর্বে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি ট্রেনের মাধ্যমে পঞ্চগড় ঘুরতে গিয়েছিলেন, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আসলে, ট্রেন ভ্রমণ আমার কাছে অনেক বেশি নিরাপদ একটি ভ্রমণ মনে হয়। আপনি একদম সুন্দর ভাবে আপনার গন্তব্যে পৌঁছাতে পারছেন, জেনে বেশ ভালো লাগলো আমার কাছে। তবে, আমাদের দেশের ট্রেন গুলো সময় মতো পৌছায় না, এটা আমার কাছে ও অনেক বেশি বিরক্তিকর মনে হয়।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
আপনি কুষ্টিয়া থেকে পঞ্চগড় ট্রেনে করে গিয়েছেন দেখে বেশ ভালো লাগলো। আসলে ট্রেন জার্নিটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনি ট্রেনে করে কুষ্টিয়া থেকে পঞ্চগড় গিয়েছিলেন এবং আমাদের মাঝে সেটা শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসলেই আমাদের দেশে অধিকাংশ মানুষরাই ট্রেনে টিকিট ছাড়াই উঠে অন্যদের সিটে বসে থাকে। যেটা সত্যি নিন্দনীয় কাজ। টিকেট না করলে সেই টাকাটি আসলেই সরকারি কোষাগারে পৌঁছায় না পকেট থেকেই শেষ হয়ে যায়। যাই হোক পঞ্চগড় ভ্রমণের প্রথম পর্ব পড়াদহ রেল স্টেশন সম্পর্কে জানতে পারলাম। পরের পর্বগুলোতে আশা করি বিস্তারিত জানতে পারবো। অপেক্ষায় রইলাম পরের পর্বের।
অবশ্যই ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
বাংলাদেশের এই সমস্যা টা প্রচুর। অসংখ্য মানুষ টিকিট ছাড়াই ট্রেন ভ্রমণ করে। যেটা মোটেই ঠিক না। আপনার ট্রেন বেশ রাতে ছিল। পোড়াদহ স্টেশনে কয়েকবার গিয়েছি। আপনার পঞ্চগড় ভ্রমণের পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকলাম।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।