পরিশ্রম সাফল্যের চাবিকাঠি
আসসালামুআলাইকুম/আদাব
জীবনে সফলতা অর্জন করতে চাইলে কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কখনোই সফলতা অর্জন করা যায় না। যে জাতি যত বেশি উন্নত যত বেশি উন্নতশীল হয়েছে, সে জাতি তত বেশি পরিশ্রমশীল ছিল। যার কারণে পরিশ্রমের কারণেই তারা উন্নত হতে পেরেছে। আসলে অলস মস্তিষ্ক যেন শয়তানের কারখানা। যে জাতি অলসতার নিয়ে থাকবে সে জাতি কখনোই উন্নতি করতে পারবে না। সে জাতি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। হয়তো অর্থ সম্পদের পাহাড় রয়েছে। তারপরেও যে মানুষ পরিশ্রম করবে না, বসে বসে খাবে, সেই পাহাড়ের পরিমাণ অর্থ একদিন শেষ হয়ে যাবে। তাইতো পরিশ্রমকে সফল্যের চাবিকাঠি বলা হয়েছে। কারণ পরিশ্রম করলেই জীবনের সফলতা আসবে। জীবনের নতুন কিছু সৃষ্টি করতে পারবে, এবং জীবন উন্নত হবে। তাই পরিশ্রম ছাড়া কখনোই সফলতা অর্জন করা যায় না।
কষ্টের পরেই যেমন সুখ আসে, তেমনই পরিশ্রমের পরেই সফলতা আসে। পরিশ্রম করলেই সফলতা আসবেই। কঠোরভাবে যদি পরিশ্রম করা হয় এবং সেই পরিশ্রমটা যদি সঠিক জায়গায় করা হয়, তাহলে জীবনে সফলতা আসবেই। জীবনটা অনেক বেশি উন্নত হবে, কারণ সঠিক জায়গা বুঝে যদি আমরা পরিশ্রম করি, তখন সেই পরিশ্রম কখনোই বৃথা যাবে না। পরিশ্রমের ফলাফল আমরা পাবই। তাই আমাদের মনের ভিতর সঠিক চিন্তাধারা নিয়ে পরিশ্রম করতে হবে। আসলে পরিশ্রম ছাড়া কখনোই সফলতা অর্জন করা যায় না। কোন কিছু আমরা এমনি এমনি অর্জন করতে পারবো না। সুখ আমাদের জীবনে এমনি হেসে হেসে আসবে না। সুখে আমাদের অর্জন করতে হবে। আর সুখের দেখা বা শান্তির অর্জনের করতে হলে আমাদের পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে হবে। একসময় যখন আমরা পরিশ্রম করে সফলতা অর্জন করব। তখন আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো। তাই পরিশ্রমই জীবনের সাফলতা বয়ে নিয়ে আসে।
আমাদের সমাজে অনেক সম্মানী ব্যক্তি রয়েছে। তারা নিজেরা সম্মানী হয়েছে তাদের পরিশ্রমের কারণে। তারা কঠোরভাবে সাধনা করেছে এবং সঠিক জায়গায় পরিশ্রম করেছে। যার কারণে তাদের জীবন উন্নত হয়েছে। তার সাথে তারা সম্মানীয় হয়েছে। আসলে সম্মান অর্জন করতে হলেও আমাদের কঠোর পরিশ্রম করে উন্নত হতে হবে। আর এই উন্নত হতে হবে সৎ ভাবে এবং সঠিকভাবে। যদি আমি অসৎভাবে অর্থ উপার্জন করে উঁচু ব্যক্তি এবং উচ্চ মর্যাদা দাবি করি, তাহলে সেই ব্যক্তি হয়তো উচ্চ ধনী ব্যক্তি হবে। কিন্তু সে সম্মান অর্জন করতে পারবে না। তাই আমাদের পরিশ্রমের মাধ্যমেই সততার সাথে উন্নত করতে হবে। তাহলেই আমাদের জীবন যেমন উন্নত হবে তেমনি আমরা সম্মান অর্জন করতে পারব।
আমরা যদি সঠিক সময়ে সঠিকভাবে কঠোর পরিশ্রম করি, তাহলে আমাদের জীবনে সফলতা আসবেই। আর সফলতা অর্জন করতে হলে আমাদের পরিশ্রম করতে হবে। আর এই পরিশ্রম করতে হবে সৎ ভাবে এবং কঠোরভাবে। যদি আমরা সময় এখুন হেসে খেলে পার করে দেই, তাহলে একদিন আমরা আফসোস করবো।তখন আমরা উন্নত হতে পারব না, তখন আফসোস করব, এই সময়টার জন্য। তাই পরিশ্রম করতে হবে সঠিক সময় বুঝে এবং সঠিকভাবে। যদিও আমরা সঠিক সময়ে সঠিকভাবে পরিকল্পনা নিয়ে কঠোর পরিশ্রম করি, তাহলে আমাদের জীবনে সফলতা আসবেই। কারণ পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। আর এই চাবিকাঠিকে সঠিক সময়ে সঠিকভাবেই পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে হবে।🖤✨।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | রাইটিং ✨ |
মডেল | এম-৩১ |
ক্যাপচার | @alif111 |
অবস্থান | সিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ। |
https://twitter.com/AhmedAlif135308/status/1854125171151696150?t=Goyvdhca_R5CS-iCRigCDw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া পরিশ্রম ছাড়া কেউ কখনো সফলতা অর্জন করতে পারে না। যতই অর্থ থাকুক না কেন বসে বসে খেলে সব শেষ। আর পরিশ্রমী ব্যক্ত কখনো ব্যর্থ হয় না। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ভালো লাগলো আপনার লেখা আজকের এই রাইটিং। যে কোন সাফল্যের পেছনে পরিশ্রম নিহিত। যে যত বেশি পরিশ্রম করবে সেখানেই সাফল্যতা রয়েছে রয়েছে ভালো কিছু রেজাল্ট। তাই পরিশ্রমের কোন বিকল্প নেই।
এটা সত্যি বলেছেন ভাই কষ্টের পরেই সব সময় সুখ আসে তবে সেই সুখ আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়। যত বেশি পরিশ্রম করে সে তত বেশি সফল হয়। তবে সেই পরিশ্রম সঠিক ওয়েতে করতে হবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
হ্যাঁ ভাই পরিশ্রম করলে সফলতা পাওয়া যায়। একটি মানুষ যখন কষ্ট করে পরিশ্রম করে যখন সফলতা পায় তখন অন্যরকম ভালো লাগে। আর প্রত্যেক সফলতার পিছনে পরিশ্রম এবং কষ্ট আছে। আর পরিশ্রম হচ্ছে একটি মানুষের সৌভাগ্যের চাবিকাঠি। শিক্ষণীয় একটি পোস্ট করেছেন আমাদের মাঝে।
অবশ্যই পরিশ্রম সফলতার চাবিকাঠি। কেউ আপনাআপনি কোন কাজে সফল হয় না। সফলতার জন্য ব্যাক্তিকে ত্যাগ,পরিশ্রম ও কষ্ট করতে হয় তবেই সফলতা পায়।ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু কথা তুলে ধরে আজকের পোস্ট টি করার জন্য।