আমার লেখা কিছু অনু কবিতা
আসসালামুআলাইকুম/আদাব
মোঃ আলিফ আহমেদ
জীবনের পাতায় হাজারো স্মৃতি,
শুধু তোমায় নিয়ে।
তোমার সাথে কাটানো,
সেই দিনগুলো মনে পড়ে আমার গভীরভাবে।
স্মৃতিময় সেই দিনের কথা,
ভাবি আমি একা নিরবে,
যদি ফিরে পেতাম সেই দিনগুলো,
বেঁধে রাখতাম হৃদয় মাঝে।
কষ্টের পরে সুখ আসবে,
এটাই আমি জানি।
তাই তো তোমার ভালোবাসার,
কষ্ট সহ্য করেছি আমি হাসিমুখে।
কষ্টগুলো সহ্য করে,
পাব ভালোবাসা গভীরভাবে।
সেই অপেক্ষায় রয়েছি আমি,
তোমার পথ চেয়ে।
কি সুখ পেলে তুমি,
আমায় কাঁদিয়ে।
তোমার ব্যথা সহ্য করতে,
পারি না আমি কোন কিছুতে।
তোমার ব্যথাগুলো আমায়,
কাঁদায় প্রতিটি ক্ষণে।
তাইতো আমি নীরবে,
কাঁদতে থাকি গভীরভাবে।
মনের মাঝে তোমায় নিয়ে,
স্বপ্নের ঘর সাজিয়েছিলাম আমি খুব যত্ন করে।
তোমার সাজানো সেই ঘরটি রেখেছিলাম,
আমি হৃদয় মাঝে।
ভালোবেসে আসবে তুমি,
আমার সেই ঘরে।
তাইতো তোমার অপেক্ষায়,
রয়েছি আমি পথ চেয়ে।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
![]() |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://twitter.com/AhmedAlif135308/status/1904194101475697010?t=l1dc_78T0RC9NjURdh-EWw&s=19
https://twitter.com/AhmedAlif135308/status/1904243975852351847?t=kcTQUMbS2skpnp_RcvxSEA&s=19
https://twitter.com/AhmedAlif135308/status/1904245121752740058?t=bbYo8htfQCuqc4ym-l9joQ&s=19
https://twitter.com/AhmedAlif135308/status/1904245506978791448?t=ncQAtoq7iCkFuqV_D1fDwA&s=19
https://twitter.com/AhmedAlif135308/status/1904246279632511142?t=BL3BHOExsNZmjzsLGVfeeA&s=19
https://twitter.com/AhmedAlif135308/status/1904247959451283856?t=PFwbG8yTDdzbLzVQeA4WBA&s=19
https://twitter.com/AhmedAlif135308/status/1904248243040702601?t=KnwPjUUKwoehYMnYiUZOHA&s=19