আমার লেখা কবিতা// নীল আকাশে মেঘের খেলা
আসসালামুআলাইকুম/আদাব
মোঃ আলিফ আহমেদ
নীল আকাশে ভেসে চলে,
সাদা মেঘের কুয়াশা গুলো ।
কে যেন তুলি হাতে এঁকে যায়,
রুপকথার জলছবি দল গুলো ।
একটুখানি রোদ, একটুখানি ছায়া,
মেঘগুলো যেন খেয়ালি বাড়ার ভালোবামার মায়া।
কখনো তারা হাত ধরে হাঁটে,
আবার হঠাৎ হারিয়ে যায় নীল ঐ আকাশ মাঝে ।
ওই মেঘের ভাঁজে লুকিয়ে থাকে,
ভালোবাসার বৃষ্টি গুলো ,
কেউ যেন গ্রাম থেকে চেয়ে আছে,
শীতল ভালোবাসা ছড়িয়ে তাদের মাঝে।
এক মেঘ দেখে মনে পড়ে তুমি,
চুপচাপ বসে থাকা বিকেলের নুমি।
তুমি বলেছিলে,মেঘের নিচে দাঁড়ালে,
ভালোবাসা বৃষ্টির মতো নেমে আসবে আমার কলে।
বাতাসে ওড়ে তোমার ওড়না,
আমি তাকিয়ে থাকি আকাশ পানে।
তুমি আছো কি না,
সেই মেঘের আড়ালে।
একসময় নামে ধীরে ধীরে,
বৃষ্টিরা তোমার নামে ভেজা,
আমার চোখের কোনে জমে থাকে
না বলা কিছু কথা।
নীল আকাশে মেঘের খেলা,
তোমার গল্প, আমার মেলা।
যতবার দেখি, ততবার ভাবি,
নীল আকাশে বুঝি শুরু হলো মেঘের খেলা।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সুন্দর সুন্দর কবিতা গুলো লিখলে এবং কবিতা গুলো পড়লে আমার মনটা একেবারে ভালো হয়ে যায়। কারণ আমি কবিতা লিখতে এবং পড়তে দুটোই অনেক বেশি ভালোবাসি। বিভিন্ন টপিক নিয়ে যদি সুন্দর করে কবিতা লেখা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে। আপনার লেখা আজকের কবিতাটা যতই পড়ছিলাম, আমার কাছে তো ততই খুব ভালো লাগছিল।
বিভিন্ন রকম টপিক নিয়ে কবিতা লেখা হলে খুব ভালো লাগে পড়তে। আর যদি এরকম সুন্দর কবিতা হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। আমি কবিতা লিখতে অসম্ভব পছন্দ করি, আর কবিতা পড়তেও আমার কাছে খুব ভালো লাগে। আপনার কবিতার প্রত্যেকটা লাইন ছন্দের সাথে ছন্দ মিলিয়ে অনেক বেশি সুন্দর করে লিখেছেন। কবিতাটা যতই পড়ছিলাম, ততই খুব ভালো লাগছিল।
নীল আকাশের সৌন্দর্যতায় বিমোহিত থাকে বরাবরই সবাই। সেই নীল আকাশ ভীষণ ভালো লাগে। সেই নীল আকাশের রূপ রেখা এবং সৌন্দর্যের রূপ নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন।কবিতার মধ্যে নীল আকাশের সৌন্দর্য পরিপূর্ণতা পেয়েছে। দারুন লিখেছেন কবিতাটি।
নীল আকাশের সৌন্দর্য নিয়ে আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতায় প্রত্যেকটি লাইনে সুন্দর একটি ছন্দ রয়েছে। আপনার কবিতাটা পড়ে আমার অনেক বেশি ভালো লেগেছে ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
একেবারে অসাধারণ একটি বিষয় নিয়ে আজকে আপনি আপনার এই কবিতা শেয়ার করেছেন৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে খুব ভালোই লাগলো। এই কবিতার লাইনের সামজ্ঞস্যতা আপনি খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন৷ তার মধ্যে সবগুলো লাইন আমার অনেক ভালো লেগেছে৷ তার মধ্যে কিছু লাইন হলো