গ্রামের মেলার ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast month

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

আজকে আমি আমার মামা বাড়িতে এসেছি, মামা বাড়িতে এসেছি মূলত মামাদের গ্রামে খুবই সুন্দর একটি মেলার আয়োজন করা হয়েছে। আর এই মেলাটি হয়েছে মাহফিলকে কেন্দ্র করে। প্রতিবছর মামাদের গ্রামের মাহফিলের আয়োজন করা হয়। আর সেই মাহফিলকে কেন্দ্র করে আমরা আত্মীয়-স্বজন সকলেই বেড়াতে আসি। তো মেলার মাহফিলে বেড়াতে এসে বিকালে আমি মেলাতে এসেছিলাম। তাই আপনাদের মাঝে মেলার সৌন্দর্যময় পরিবেশের কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে।

ফটোগ্রাফি🖼️ -১👇

IMG_20250116_205142.jpg

IMG_20250116_205130.jpg

মাহফিলকে কেন্দ্র করে দাওয়াতের ব্যবস্থা থাকে, আর সেখানে দুপুরে খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকে। তাই আমি মাহফিলে আসলাম এবং আমাদের মামা বাড়িতে এই আয়োজন করার হয়েছিলো,তাই আমাদেরও দাওয়াত করেছিল। দুপুরের খাবার সেখানে খেলাম, সেই মুহূর্তেই ফটোগ্রাফি করেছি।

অবস্থান

ফটোগ্রাফি🖼️ -২👇

IMG_20250116_205208.jpg

IMG_20250116_205157.jpg

গ্রাম্য মেলা মানেই পাপড় খাওয়ার মুহূর্ত। আর গ্রামের এই মেলাতে জনপ্রিয় হল পাপড় সকলেই এই পাপড় খায়। তেলের ভিতরে এই পাপড় দেওয়ার সাথে সাথে অনেক বড় হয়ে যায়। আর এই মুচমুচে পাপড় খেতে অনেক মজা। তাই আমি পাপড় কিনলাম। তবে আজকের এই পাপড় ছিল ১৫ টাকা করে।

অবস্থান

ফটোগ্রাফি🖼️ -৩👇

IMG_20250116_205229.jpg

IMG_20250116_205220.jpg

তারপরে মেলাতে দেখতে পেলাম বিভিন্ন রকমের নারিকেলের নাড়ু বিক্রি করা হচ্ছে। আর এই নারিকেল স্পেশাল নাড়ু গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। তবে এই নারিকেলের নাড়ু গুলো এর আগে কখনো খাওয়া হয়নি। তাই দেখতে পেয়ে খেতে খুব ইচ্ছা করলো।

অবস্থান

ফটোগ্রাফি🖼️-৪👇

IMG_20250116_205302.jpg

IMG_20250116_205241.jpg

তারপরে দেখতে পেলাম মেলাতে বিভিন্ন রকমের চানাচুর বিক্রি করা হচ্ছে। বিশেষ করে ঝাল চানাচুর আমার খেতে খুবই ভালো লাগে। তাই আমি এই ঝাল চানাচুড় কিনলাম। আর ছোট ভাইবোনদের খাওয়ালাম।

অবস্থান

ফটোগ্রাফি🖼️-৫👇

IMG_20250116_205340.jpg

IMG_20250116_205328.jpg

তারপরে দেখতে পেলাম মেলাতে বিভিন্ন রকমের আচার বিক্রি করা হচ্ছিল। আর এই আচার গুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। বিশেষ করে বিভিন্ন রকমের আচার ছিল। বিশেষ করে খেজুরের আচারও দেখতে পেলাম। আরে এই আচারগুলোর ফটোগ্রাফি করলাম।

অবস্থান

মেলাতে কাটানো মুহূর্তগুলো সত্যি অনেক আনন্দদায়ক ছিল। অনেকদিন পর গ্রামে ছোট মেলাতে বিভিন্ন রকমের মুহূর্ত উপভোগ করেছি। সেই মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করার করলাম। আশা করছি ফটোগ্রাফি দেখে আপনাদের ভালে লাগবে। 🖤✨।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি ✨
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  
 last month 

GridArt_20250117_225523883.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

গ্রামের মেলার অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এই ফটোগ্রাফি গুলো দেখতে। গ্রামের মেলা মানেই তো হচ্ছে অনেক বেশি মজা আনন্দ। আর শীতের সময় খুব ভালো লাগে। দারুন দারুন ফটোগ্রাফি গুলো নিয়ে হাজির হলেন আমাদের মাঝে। দেখে অনেক ভালো লাগলো।

 last month 

আমি তো মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আপনার প্রত্যেকটি ফটোগ্রাফির দিকে। খুব যত্ন করে তুলেছেন মনে হচ্ছে প্রত্যেকটি ফটোগ্রাফি। আসলে ভালো ফটোগ্রাফার না হলে এ ধরনের চমৎকার ফটোগ্রাফি করা যায় না। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last month 

মাহফিলকে কেন্দ্র করে খুব সুন্দর গ্রাম্য মেলার আয়োজন করা হয়েছে। এধরনের মেলাগুলোতে কখনো যাওয়া হয়নি। পাপড় ভাজা দেখে তো খুবই লোভনীয় লাগছে। আপনি গ্রাম্য মেলার খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন। অনেক কিছুই রয়েছে দেখছি মেলায়। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month 

গ্রাম‍্য মেলাগুলো এখনও আগের মতোই শহরের সেরকম ছোয়া এখনও লাগেনি। দারুণ করেছেন গ্রাম‍্য মেলার ফটোগ্রাফি গুলো ভাই। অনেক দিন হলো এমন মেলায় যাওয়া হয়না। দেখে বেশ ভালো লাগল। সবমিলিয়ে দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96556.01
ETH 2826.36
SBD 0.69