গ্রামের মেলার ফটোগ্রাফি
আসসালামুআলাইকুম/আদাব
আজকে আমি আমার মামা বাড়িতে এসেছি, মামা বাড়িতে এসেছি মূলত মামাদের গ্রামে খুবই সুন্দর একটি মেলার আয়োজন করা হয়েছে। আর এই মেলাটি হয়েছে মাহফিলকে কেন্দ্র করে। প্রতিবছর মামাদের গ্রামের মাহফিলের আয়োজন করা হয়। আর সেই মাহফিলকে কেন্দ্র করে আমরা আত্মীয়-স্বজন সকলেই বেড়াতে আসি। তো মেলার মাহফিলে বেড়াতে এসে বিকালে আমি মেলাতে এসেছিলাম। তাই আপনাদের মাঝে মেলার সৌন্দর্যময় পরিবেশের কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে।
মাহফিলকে কেন্দ্র করে দাওয়াতের ব্যবস্থা থাকে, আর সেখানে দুপুরে খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকে। তাই আমি মাহফিলে আসলাম এবং আমাদের মামা বাড়িতে এই আয়োজন করার হয়েছিলো,তাই আমাদেরও দাওয়াত করেছিল। দুপুরের খাবার সেখানে খেলাম, সেই মুহূর্তেই ফটোগ্রাফি করেছি।
গ্রাম্য মেলা মানেই পাপড় খাওয়ার মুহূর্ত। আর গ্রামের এই মেলাতে জনপ্রিয় হল পাপড় সকলেই এই পাপড় খায়। তেলের ভিতরে এই পাপড় দেওয়ার সাথে সাথে অনেক বড় হয়ে যায়। আর এই মুচমুচে পাপড় খেতে অনেক মজা। তাই আমি পাপড় কিনলাম। তবে আজকের এই পাপড় ছিল ১৫ টাকা করে।
তারপরে মেলাতে দেখতে পেলাম বিভিন্ন রকমের নারিকেলের নাড়ু বিক্রি করা হচ্ছে। আর এই নারিকেল স্পেশাল নাড়ু গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। তবে এই নারিকেলের নাড়ু গুলো এর আগে কখনো খাওয়া হয়নি। তাই দেখতে পেয়ে খেতে খুব ইচ্ছা করলো।
তারপরে দেখতে পেলাম মেলাতে বিভিন্ন রকমের চানাচুর বিক্রি করা হচ্ছে। বিশেষ করে ঝাল চানাচুর আমার খেতে খুবই ভালো লাগে। তাই আমি এই ঝাল চানাচুড় কিনলাম। আর ছোট ভাইবোনদের খাওয়ালাম।
তারপরে দেখতে পেলাম মেলাতে বিভিন্ন রকমের আচার বিক্রি করা হচ্ছিল। আর এই আচার গুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। বিশেষ করে বিভিন্ন রকমের আচার ছিল। বিশেষ করে খেজুরের আচারও দেখতে পেলাম। আরে এই আচারগুলোর ফটোগ্রাফি করলাম।
মেলাতে কাটানো মুহূর্তগুলো সত্যি অনেক আনন্দদায়ক ছিল। অনেকদিন পর গ্রামে ছোট মেলাতে বিভিন্ন রকমের মুহূর্ত উপভোগ করেছি। সেই মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করার করলাম। আশা করছি ফটোগ্রাফি দেখে আপনাদের ভালে লাগবে। 🖤✨।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ফটোগ্রাফি ✨ |
মডেল | এম-৩১ |
ক্যাপচার | @alif111 |
অবস্থান | সিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ। |
আমার পরিচয়
![]() |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
গ্রামের মেলার অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এই ফটোগ্রাফি গুলো দেখতে। গ্রামের মেলা মানেই তো হচ্ছে অনেক বেশি মজা আনন্দ। আর শীতের সময় খুব ভালো লাগে। দারুন দারুন ফটোগ্রাফি গুলো নিয়ে হাজির হলেন আমাদের মাঝে। দেখে অনেক ভালো লাগলো।
আমি তো মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আপনার প্রত্যেকটি ফটোগ্রাফির দিকে। খুব যত্ন করে তুলেছেন মনে হচ্ছে প্রত্যেকটি ফটোগ্রাফি। আসলে ভালো ফটোগ্রাফার না হলে এ ধরনের চমৎকার ফটোগ্রাফি করা যায় না। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
মাহফিলকে কেন্দ্র করে খুব সুন্দর গ্রাম্য মেলার আয়োজন করা হয়েছে। এধরনের মেলাগুলোতে কখনো যাওয়া হয়নি। পাপড় ভাজা দেখে তো খুবই লোভনীয় লাগছে। আপনি গ্রাম্য মেলার খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন। অনেক কিছুই রয়েছে দেখছি মেলায়। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
গ্রাম্য মেলাগুলো এখনও আগের মতোই শহরের সেরকম ছোয়া এখনও লাগেনি। দারুণ করেছেন গ্রাম্য মেলার ফটোগ্রাফি গুলো ভাই। অনেক দিন হলো এমন মেলায় যাওয়া হয়না। দেখে বেশ ভালো লাগল। সবমিলিয়ে দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে ভাই।