আমার লেখা কবিতা// প্রকৃতির মাঝে
আসসালামুআলাইকুম/আদাব
প্রকৃতির সৌন্দর্যময় দৃশ্যগুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। তাইতো বারে বারে এই প্রকৃতির মাঝে ফিরে আসি। আসলে গ্রাম বাংলায় বেড়ে ওঠা মানুষগুলো প্রকৃতির সাথে তাল মিলিয়ে বেড়ে উঠেছে। যার কারণে এই প্রকৃতির সাথে তাদের রক্তের কোন সম্পর্ক রয়েছে। তাই তো প্রকৃতির দৃশ্য দেখলেই তাদের অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে প্রকৃতির সৌন্দর্যময় দৃশ্যগুলো আমার অনেক ভালো লাগে। পাহাড় এবং নদীর পাশে ভ্রমণ করতে গেলে আরো বেশি ভালো লাগে। তাই তো আজকে আপনাদের মাঝে প্রকৃতির মাঝে অনুভূতি নিয়ে আমার লেখা এই কবিতাটি। আশা করছি আজকের কবিতা পড়ে আপনাদের ভালো লাগবে।
মোঃ আলিফ আহমেদ
আজ মন হারিয়ে গেছে,
প্রকৃতির খোঁজে।
প্রকৃতির মায়া ভরা রূপের মাঝে,
খুঁজতে থাকি আমি শান্তির ঠিকানা জুড়ে।
প্রকৃতি আমায় ডাকে,
মায়া ভরা নিরব কোলে,
থাকতে আমার ইচ্ছা করে,
প্রকৃতির এই মায়া ভরা কোলের মাঝে।
প্রকৃতির মাঝে সৌন্দর্য আমি,
খুঁজে পাই গভীরভাবে।
তাইতো প্রকৃতির প্রেমে পড়েছি,
আমি বারে বারে।
প্রকৃতির এই মায়া ভরা রূপ,
লাগে আমার অনেক ভালো।
তাইতো বারেবারে ফিরে আসি,
আমি এই প্রকৃতির রূপের মাঝে।
কি অপরূপ সৌন্দর্যময়,
এই প্রকৃতির রূপ।
দেখলে লাগে ভালো,
মনটা হয়ে যায় আনন্দে আমার উৎফুল্ল।
তাইতো এই প্রকৃতির মাঝে,
ফিরে আসি আমি আবারও।
থাকতে আমার ইচ্ছা করে,
প্রকৃতির মাঝে হাজার বছর গুলো।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
![]() |
---|
https://twitter.com/AhmedAlif135308/status/1897329386908737670?t=7Kx9Ke7rwNMgdz3Epcqmtg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রকৃতির সৌন্দর্য সত্যিই মুগ্ধ করার মতো, আর আপনার কবিতায় সেই মায়াবী টান খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। প্রকৃতির প্রতি আপনার ভালোবাসা ও অনুভূতি কবিতার প্রতিটি লাইনে প্রাণ পেয়েছে। সত্যিই দারুণ লাগলো পড়ে।
আসলে এই পৃথিবীতে যারা প্রকৃতি প্রেমিক তাদের মত ভালো মানুষ আর একটিও খুঁজে পাওয়া যায় না। আসলে এই প্রকৃতিকে ভালোবাসার মতো প্রকৃতির অনেক কিছু রয়েছে। আর যারা প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতিকে রক্ষা করে তারা কিন্তু প্রকৃত প্রকৃতিপ্রেমী লোক। আজকে যে কবিতাটি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন সেটি এক কথায় অসাধারণ।
প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মুহূর্ত আমারও খুবই ভালো লাগে। আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হলাম শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই এখন সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে। আর তার মধ্যে আপনিও অনেক সুন্দর কবিতা লিখে থাকেন। সুন্দর ছিল আপনার এই কবিতাটা লেখার টপিক। কবিতার প্রত্যেকটা লাইন এত সুন্দর করে লিখেছেন। এটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। এত সুন্দর টপিক নিয়ে কবিতা লেখার জন্য ধন্যবাদ।
আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।প্রকৃতির মাঝে কবিতাটি পড়ে যাওয়া লাগলো। তবে যারা গ্রামে থাকে তারা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে। আর প্রকৃতির সৌন্দর্য সবসময় অসাধারণ হয়। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্য গুলো আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। আপনি সব সময় অনেক সুন্দর কবিতা লিখে থাকেন। আজকে আপনার লেখা প্রকৃতির মাঝে কবিতাটা পড়ে আমার অসম্ভব ভালো লেগেছে। প্রকৃতির অনেক সুন্দর অনুভূতি নিয়ে পুরো কবিতাটি আপনি লিখেছেন।