আমার লেখা কবিতা// ভালোবাসি তোমাকে

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি আবারো আপনাদের মাঝে একটি কবিতা নিয়ে হাজির হলাম। আসলে আজকে আমি কবিতাটি লিখেছি ভালোবাসার কবিতা। অনেকদিন হলো আমি ভালোবাসার একটি কবিতা লেখার জন্য চেষ্টা করতেছিলাম। তবে এই কবিতা লিখতে আমার অনেক সময় লেগেছে। কারণ বারবার কবিতা লিখেও আমি মিলাতে পারছিলাম না। যার কারণে আমি চেষ্টা করেই যাচ্ছিলাম। তাই এই কবিতাটি আমি নিরিবিলি বসে রাতে লিখেছি। আর আজকে আপনাদের মাঝে আমার লেখা এই কবিতাটি শেয়ার করলাম। হয়তো আমার কবিতাটি খুব একটা ভালো হয়নি, তবে কবিতাটি লিখে শেষ করতে পেরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। কারণ আমার বাংলা ব্লগের কাছ থেকেই আমি কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছিলাম। তাই আমার লেখা কবিতাটি শেয়ার করতে পেরে নিজের মনেন ভিতরে অনেক বেশি শান্তি লাগচ্ছে।


hibiscus-8582876_1280.jpg

Source

“ ভালোবাসি তোমাকে”
মোঃ আলিফ আহমেদ


তোমায় আমি ভালোবাসি,
মন উজাড় করে।
ভালোবেসে যাবো প্রিয়,
বেঁচে আছি এই পৃথিবীতে যতদিন ধরে।

তোমায় নিয়ে স্বপ্ন দেখেছি,
তাই তো ভালবাসার ঘর বেঁধেছি।
এই স্বপ্নগুলো পূরণ হবে,
যদি ভালোবাসো আমায় তোমার মনটা দিয়ে।

মনের মাঝে কল্পনা হাজারো,
স্বপ্ন আমি আঁকি।
শুধু তোমায় নিয়ে থাকবো আমি,
সুখের ঠিকানায় এটাই শুধুই ভাবি।

আমার কল্পনার ভাবনা জুড়ে,
রেখেছি তোমায় খুব যত্ন করে।
ভালবাসার আদরে রাখবো তোমাকে,
আমার জীবন সাথী করে।

ভালবাসি প্রিয় তোমায়,
ভালোবেসেই যাবো।
যতই বাঁধা আসুক না কেন,
ভালোবাসার দিয়ে জয় করে,
তোমায় আমি নেব।

আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

ভালবাসাকে কেন্দ্র করে প্রিয় মানুষটিকে নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন ভাইয়া। ভালোবাসি তোমাকে কবিতাটি ভীষণ ভালো লাগলো ভাইয়া। এরকম সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার লেখা কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।

 2 months ago 

ভালোবাসার মানুষকে ঘিরে এমন স্নিগ্ধ প্রেমের কবিতা পড়লে সবারই মন জয় হয়। খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন। কবিতার প্রতিটা লাইনে প্রেয়সির প্রতি যত্ন এবং তাকে মনের মণিকোঠায় তুলে রাখার তীব্রতাও দেখা দিয়েছে৷ ভালো লাগল কবিতাটি৷

 2 months ago 

ভালোবাসা এবং আবেগের কবিতা গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি ভালোবাসার কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন অনেক বেশি ভালো লেগেছে।

 2 months ago 

আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে দুটোই খুব ভালোবাসি। আপনি আজ অনেক সুন্দর একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই কবিতার সবগুলো লাইন অনেক বেশি সুন্দর ছিল। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে বেশি সুন্দর লাগে। আপনার এই কবিতাটা লেখার টপিক ছিল অসম্ভব দারুন। আশা করছি আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা গুলো আমাদের মাঝে এরকম ভাবে শেয়ার করে যাবেন।

 2 months ago 

ভালোবাসার মানুষটিকে নিয়ে কথা বললে সে কথা আর শেষ হয় না।ভালোবাসার মানুষটিকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা রচনা করেছেন আপনি। কবিতা আবৃত্তি করে খুবই ভালো লাগলো। ছন্দের খুব ভালো মিল পেয়েছি।

 2 months ago 

আসলে কবিতা নিরিবিলি লিখলে লিখতেও ভালো লাগে ছন্দ গুলো মিলে। আজকে আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন।ভালোবাসি তোমাকে কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। চমৎকার অনুভূতি দিয়ে কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আর আপনার কবিতাটি যতই পড়তেছি ততই ভালো লাগতেছে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 97876.97
ETH 3483.25
USDT 1.00
SBD 3.26