লেভেল ওয়ান হতে আমার অর্জন By @alamsat

in আমার বাংলা ব্লগ2 months ago

বিসমিল্লাহির রহমানির রহিম

আস্সালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের প্রাণ প্রিয় বন্ধুরা, সম্মানিত এ্যাডমিন ও মডারেটরবৃন্দ, কেমন আছেন আপনারা? আশাকরি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের পোস্টে আমি লেভেল ওয়ান হতে আমার অর্জন নিয়ে আলোচনা করব। ভুলত্রুটি হলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ!

17.09.24.jpg

প্রশ্ন ০১. কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয়?
উত্তর: যে কোন অবাঞ্চিত বিষয়যাদি বার বার করা বা লেখাকে স্পামিং বলে। এমন ধরনের কাজ যা বার বার করার কারনে মানুষের মনে বিরক্তির সৃষ্টি হয় তাকে স্পামিং বলা হয়। যেমন :

১. আমি গত কয়েকদিন আগে আমার দেশেরবাড়ি বেড়াতে গিয়েছিলাম সে বিষয়ে ইতি মধ্যে একটি পোষ্ট লিখেছি বা অনেক ছবি শেয়ার করেছি। উক্ত বিষয়ের উপরে ঘুরিয়ে পেচিয়ে একাধিক পোষ্ট করাকে স্পামিং বলা হয়। এমন ধরনের পোষ্ট কারো কাম্য নয় আর এমন পোষ্ট মডারেটরবৃন্দ বার বার দেখার কারনে বিরক্তিবোধ করে থাকে যা স্পামের অর্ন্তভুক্ত।
২. কোন নির্দিষ্ট ব্যাক্তিকে নিয়ে বার বার পোষ্ট করা যেমন আপনি আপনার মাকে অনেক ভাল বাসেন তাই বলে মাকে নিয়ে যদি আপনি একই প্রসঙ্গ নিয়ে ২০টি পোষ্ট করেন তাহলেও সেটা স্পামিং হবে। যেটা কখনও কাম্য নয়।
৩. কমেন্ট এর মাধ্যমেও স্পামিং হয়ে যাকে। অনেকে একটি পোষ্ট না পড়েই কমেন্ট করে, যেমন পোষ্টটি অনেক সুন্দর হয়েছে, পোষ্টটি লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ইত্যাদি ইত্যাদি এটা স্পামিং এর অর্ন্তভুক্ত হবে। নিয়ম হল পোষ্টটি সম্পূর্ণ পড়ে সুন্দর একটি গঠনমুলক মতামত দেওয়া।
৪. ট্যাগ ব্যবহারের ক্ষেত্রেও স্পামিং হয়ে থাকে যেমন আপনি একটি রেসিপি পোষ্ট করেছেন কিন্তু ট্যাগ ব্যবহার করছেন ভ্রমনমূলক পোষ্টের এটাও কোনভাবে কাম্য নয়। তাই পোস্ট করার জন্য সঠিক ট্যাগ ব্যবহার করিতে হইবে।

প্রশ্ন ০২. ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?
উত্তর: কপিরাইট হল অন্যের তৈরি করা কোন ছবি বা লেখা হুবহু নকল করে আপনার পোষ্টের মাধ্যমে শেয়ার করাকে বলা হয়। বিশ্বের কয়েকটি দেশ বাদে অন্য সকল দেশেই কপিরাইট আইন আছে। যাতে করে কেউ অন্যকারো লেখা বা ছবি এবং মেধা দিয়ে তৈরি করা কোন জিনিস দিয়ে ব্যাবসা না করিতে পারে। স্টিমিট যেহেতু আমিরিকান একটি প্রতিষ্ঠান তাই এখানেও কঠোরবাবে কপিরাইট আইন মানা হয়। তাই আমাদের সব সময় নিজের তৈরি ছবি বা পোস্ট করিতে হইবে। একটি পোষ্টকে সুন্দর করার জন্য বিভিন্ন ছবি ব্যবহারের জন্য অবশ্যয় কপিরাইট মুক্ত সাইট থেকে ছবি সংগ্রহ করিতে হইবে এবং সোর্স এ ছবিটিরি লিংক শেয়ার করিতে হইবে।

প্রশ্ন ০৩. কয়েকটি ওয়েবসাইটের নাম লিখুনম, যেখান থেকে কপিরাইট ফ্রি ছবি সংগ্রহ করা যাই?
উত্তর: কপিরাই ফ্রি কয়েকটি ওয়েবসাইটের নাম নিচে দেওয়া হল:
১. https://pixabay.com
২. https://www.pexels.com
৩. https://www.freeimages.com

প্রশ্ন ০৪. পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয়?
উত্তর: কোন পোষ্ট করার সময় পোষ্টের একেবারে নিচে আমাদের কিছু ট্যাগ ব্যবহার করিতে হয় এই ট্যাগ ব্যবহারের ফলে আপনার পোষ্টটি সহজে খুপে পাওয়া যাই। আপনি যদি কোন খেলাধুলা বা গল্প লেখেন তাহলে অবশ্যয় story এবং sports ট্যাগ ব্যবহার করিতে হইবে তাহলে আপনার ট্যাগটির মাধ্যমে সহজে আপনার পোষ্টটি খুজে পাওয়া যাবে। আমরা যে ট্যাগ ব্যবহার করি সেটা আমাদের পোষ্টে কি-ওয়ার্ড হিসাবেও কাজ করে থাকে গুগুলে যখন কেউ sports লিখে সার্চ করবে তাহলেও আমার পোষ্টটি ব্যবহারকারীর সামনে আসবে। অন্যান্য সোসাল সিডিয়ায় ট্যাগ ব্যবহার করার সময় (#) ব্যবহার করিলেও স্টিমিটে ট্যাগ ব্যবহার করার সময় (#) চিহ্ন ব্যবহার না করলেও হবে। শুধুমাত্র ট্যাগের Text লিখলেই হবে। তবে পোষ্টের ভিতরে কোন ট্যাগ ব্যবহার করিতে হইলে অবশ্যয় (#) চিহ্ন ব্যবহার করিতে হইবে। স্টিমিটে মোট ৮টি ট্যাগ ব্যবহার করা যাই। তবে যেহেতু স্টিমিটে যে কমিউনিটিতে পোষ্ট করবেন সেটাই প্রথম ট্যাগ হিসাবে কাজ করে তাই এখানে ৭টি ট্যাগ ব্যবহার করিতে পারিবেন। এখানে ইংরেজিতে এবং ছোট হাতের লেখা ব্যবহার করিতে হইবে কোন সংখ্যা ব্যবহার করা যাবে না। শুধুমাত্র স্টিমিটে কোন পোষ্ট করা হয়েছে অন্য কোথাও পোষ্ট করা হয়নী সে সকল পোষ্টের ক্ষেত্রে steemitexclusiv ট্যাগ দেওয়া যেতে পারে। তবে অবশ্যয় খেয়াল রাখতে হবে যে, গুরুপ্তপূর্ণ ট্যাগগুলি প্রথম চারটি ট্যাগের মধ্যে রাখতে হবে তাহলে আপনার পোস্টটি সহজে খুজে পাওয়া যাবে।

প্রশ্ন ০৫. আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?
উত্তর: ১. ধর্মীয় এফিলিয়েশনের উপরে কোনো লেখা ২. নারী বিদ্বেষমমূলক ও নারীদের সম্মানক্ষুণ্ন করে এবং নারী নির্যাতনমূলক যে কোনো ধরণের পোস্ট ৩. চাইল্ড পর্নোগ্রাফিক যে কোনো কনটেন্ট ৪. কোনো ধর্ম, ব্যক্তিত্ব ও জাতিসত্তার বিরুদ্ধাচারণমূলক ও বিদ্বেষমূলক কোনো পোস্ট ৫. সামাজিক বর্ণবৈষ্যমের সমর্থনমূলক কোনো পোস্ট, ৬. উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ব্যক্তি বিশেষের নামে ঘৃণা ও অবজ্ঞাসূচক কোনো পোস্ট ৭.অবৈজ্ঞানিক, মিথ্যা গুজব, কুসংস্কার সমর্থন করে এ সম্পর্কিত সব ধরণের পোস্ট ৯. পশু-পাখি নির্যাতনমূলক কোনো পোস্ট, ৮. রাজনৈতিক যে কোন ব্যক্তিবর্গ অথবা রাজনৈতিক যে কোনো দলের নামে সমালোচনামূলক পোস্ট ১০. NSFW ট্যাগ ছাড়া কোনো ধরনের অশ্লীল, যৌনতা বিষয়ক পোস্ট ১১. শিশু শ্রম সমর্থন করে এমন যে কোনো ধরণের পোস্ট ১২. যে কোনো ধরণের অপরাধকে সমর্থন করে এমন যে কোনো পোস্ট ।

প্রশ্ন ০৬. প্লাগিয়ারিজম সম্পর্কে আপনি কি জানেন?
উত্তর: প্লাগিয়ারিজম হল অন্যের কোন লেখা হুবহু নিজের বলে চালিতে দেওয়া বা আংশিখ পরিবর্তন করে নিজের বলে পোষ্ট করাকে বলা হয়ে থাকে। পোষ্ট করার সময় অবশ্যয় আপনাকে নিজের থেকে লিখে পোষ্ট করিতে হইবে অথবা কোন ক্ষেত্র বিশেষ পোষ্ট করিতে হইলে অবশ্যয় আপনাকে ৭০% আপনার নিজের থেকেই লিখতে হইবে এবং বাকী ৩০% আপনি অন্যের থেকে নিতে পারবেন কিন্তু সে ক্ষেত্রে সোর্স উল্লেখ করিতে হইবে।

প্রশ্ন ০৭. Re-write আর্টিকেল কাকে বলে?
উত্তর: Re-write আর্টিকেল বলতে আমি যখন কোন পোষ্ট লিখব তখন অনেক তথ্য আমার জানা নাও থাকতে পারে সে ক্ষেত্রে আমাকে কোন গুরুপ্তপূর্ণ সাইট বা সোর্স থেকে তথ্য সংগ্রহ করে পোষ্ট করিতে হইবে। যেমন আমি চাঁদ নিয়ে একটি পোষ্ট লিখব সে ক্ষেত্রে এর দুরত্ব, কি দিয়ে গঠিত, ইত্যাদি বিষয় জানার জন্য একটি সোর্স থেকে তথ্য সংগ্রহ করে লিখতে হবে। এ ক্ষেতে আমাকে অবশ্যয় নিজের থেকে ৭৫% লিখতে হবে বাকী ২৫% কোন সোর্স থেকে নিতে লিখতে পারব।

প্রশ্ন ০৮. ব্লগ লেখার সময় Re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?
উত্তর:আর্টিকেল লেখার সময় আপনাকে রেফারেন্সগুলি অবশ্যয় উল্লেখ করিতে হইবে। এখানে রেফারেন্সগুলির লিংক অবশ্যয় দিতে হইবে। কোন সোর্স থেকে তথ্য নিলে সেই তথ্যগুলি একটি কোটেশনের মাধ্যমে উল্লেখ করিতে হইবে এবং অবশ্যয় আটিকেলটির ৭৫% আপনার নিজের থেকে লিখতে হইবে।

প্রশ্ন ০৯. একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?
উত্তর:একটি পোষ্ট লেখার সময় যদি ১০০ টি শব্দ বা তার কম লেখা হয় এবং ১টি ছবি দেওয়া হয় তাহলে তাকে ম্যাক্রো পোস্ট বলা হয়।

প্রশ্ন ১০ ঃ আমার বাংলা কমিউনিটিতে একজন ব্লগার একদিনে সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে?
উত্তর:আমার বাংলা ব্লগের কমিউনিটিতে একদিনে সর্বোচ্চ তিনটি পোস্ট করিতে পারিবেন এর অধিক পোস্ট করা হলে বাকী পোস্টগুলি স্প্যামিং হিসাবে বিবেচিত হইবে।

আজকের পোষ্টের মাধ্যমে আমি লেভেল-০১ এর লেকচার শীট সুন্দরভাবে পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যানিনা কতটা সুন্দর করে লিখতে পেরেছি। আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Sort:  
 2 months ago 

আপনি দেখছি আজকে লেভেল ওয়ানের লিখিত পরীক্ষা দিয়েছেন। আপনার লিখিত পরীক্ষা দেখে মনে হচ্ছে আপনি লেভেল ওয়ানের বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। আসলে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করলে সবকিছু ভালোভাবে বুঝা যায়। আপনার জন্য শুভকামনা রইল।

 2 months ago 

আমি লেকচার শীটটি অনেক মনযোগ দিয়ে পড়ে ছিলাম বিধায় উত্তরগুলি নিজের মত করে সাজিয়ে দিতে পেরেছি। সুন্দর একটি মতামত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

প্রথমে আপনার জন্য শুভ কামনা করি। আজকে আপনি আমাদের মাঝে আপনার লেভেল ওয়ান হতে অর্জন করার বিষয়গুলো বিস্তারিত পরীক্ষার সহকারে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে দেখে। আশা করব এভাবেই সামনের দিকে এগিয়ে আসবেন এবং ভেরিফাইড সদস্য হবেন।

 2 months ago 

আমি যথাসাধ্য চেষ্টা করেছি সুন্দর করে উত্তর দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন যেন সফলভাবে সকল পরিক্ষায় উত্তীর্ণ হতে পারি। সুন্দর একটি মতামত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আপনি লেভেল ওয়ান এর পরীক্ষা দিয়েছেন দেখে ভালো লাগলো। আপনি যদি এভাবে প্রত্যেকটা লেভেল ভালোভাবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারেন তাহলে খুব শীঘ্রই ভেরিফাইড ইউজার হতে পারবেন। তবে গেস্ট ইউজার লক্ষ্য করলাম। যদি রিফার থাকে তাহলে অবশ্যই ভেরিফাই মেম্বার হতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 months ago 

জি আমি একজন গেস্ট ব্লগার। আমি যতই ভাল পরিক্ষা দেই না কেন ভেরিফিয়েড ব্লগার হতে পারব না কারন আমার কোন রেফার নেই। বাংলা ব্লগের কেউ যদি আমাকে রেফার করে তাহলেই আমি ভেরিফিয়েড ব্লগার হতে পারব তবে এমন মহানব্যক্তি খুজে পাওয়া খুবই কঠিন। সুন্দর একটি মতামত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 80610.66
ETH 3119.79
USDT 1.00
SBD 2.71