ভিন্ন স্টাইলে মুড়ি মাখার লোভনীয় রেসিপি| |10% Beneficiary To @shy-fox | |

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য খুবই লোভনীয় একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি সন্ধ্যার নাস্তার জন্য ভিন্ন স্টাইলে মুড়ি মাখা বানিয়েছি। এমনিতে মুড়ি মাখা আমার খুবই পছন্দের তবে এভাবে চুলার আঁচে পিঁয়াজ ,মরিচ, রসুন ভেজে মুড়ি মাখা খেতে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। এই মুড়ি মাখানোটাকে অনেকেই ঘটি গরমও বলে থাকে। আশা করি, এই ভিন্ন স্টাইলে মুড়ি মাখার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

IMG_20230829_180739.jpg

উপকরণ সমূহপরিমাণ
মুড়ি১ কাপ
চানাচুরহাফ কাপ
পেঁয়াজ কুঁচি২ টি
রসুন কুঁচিবড় সাইজের একটি
কাঁচা মরিচ কুঁচি৫ টি
শসা কুঁচি১ টি
ধনিয়ার পাতা কুঁচিপরিমাণ মতো
হলুদের গুঁড়াহাফ টেবিল চামচ এর কম
লবণস্বাদমতো
সরিষার তেলতিন টেবিল চামচ।

ধাপ-০১

IMG20230821190232.jpg

প্রথমে এক বাটি মুড়ি নিয়েছি।

ধাপ-০২

IMG20230821190342.jpg

এরপর নিয়েছি হাফ বাটি মতো চানাচুর।

ধাপ-০৩

IMG20230821190046.jpg

এরপর একটি বাটিতে পেঁয়াজ, রসুন, শসা, কাঁচা মরিচ ও ধনিয়ার পাতা কুঁচি করে কেটে নিয়েছি।

ধাপ-০৪

IMG_20230829_175743.jpg

এরপর একটি কড়াইয়ে তিন টেবিল চামচ সরিষার তেল গরম করতে দিয়েছি।

ধাপ-০৫

IMG_20230829_175829.jpg

সরিষার তেল গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কুঁচি করে কেটে রাখার রসুন ভাজার জন্য দিয়ে দিয়েছি।

ধাপ-০৬

IMG_20230829_175938.jpg

এরপর এরমধ্যে অ্যাড করেছি পেঁয়াজ কুচি।

ধাপ-০৭

IMG20230821193748.jpg

এরপর অ্যাড করেছি কাঁচা মরিচ কুঁচি।

ধাপ-০৮

IMG20230821193927.jpg

এরপর এড করেছি স্বাদমতো লবণ এবং হাফ টেবিল চামচের কম হলুদের গুঁড়া।

ধাপ-০৯

IMG20230821194037.jpg

এরপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি।

ধাপ-১০

IMG_20230829_180040.jpg

এরপর সবগুলো উপকরণকে বাদামি করে ভেজে নিয়েছি।

ধাপ-১১

IMG20230821194419.jpg

এরপর এরমধ্যে অ্যাড করেছি হাফ কাপ চানাচুর।

ধাপ-১২

IMG_20230829_180114.jpg

এরপর পেঁয়াজ রসুনের সাথে চানাচুর এক মিনিট মতো ভেজে নিয়েছি।

ধাপ-১৩

IMG_20230829_180145.jpg

এরপর এরমধ্যে এক কাপ মুড়ি দিয়ে দিয়েছি।

ধাপ-১৪

IMG_20230829_180416.jpg

এরপর মুড়ি চানাচুর এর মসলার সাথে খুব ভালো করে মিশিয়ে ৫ মিনিট মতো অল্প আঁচে ভেজে নিয়েছি। এভাবে আমি খুবই লোভনীয় স্বাদের ভিন্ন স্টাইলের মুড়ি মাখা তৈরি করেছি।

পরিবেশন

IMG_20230829_180716.jpg

এরপর মুড়ি মাখা একটি বাটিতে শসা ও ধনিয়া পাতার সাথে পরিবেশন করেছি।

IMG_20230829_180739.jpg

IMG_20230829_180628.jpg

Devicerealme 8
Camera64 mp
Photo byAl-Amin

IMG_20230325_232520.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড

ধন্যবাদ সবাইকে।


Sort:  

This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on Twitter by the account josluds

@tipu curate

 last year 

এই বৃষ্টি ভেজা দিনে মুড়ি মাখা খেতে ভীষণ ভালো লাগে। আমার তো দেখেই এখন খেতে ইচ্ছে করছে। আপনি সবকিছু ভেজে নিয়ে মুড়ি মাখানো শেষ করলেন।ভেজে খেতেও খারাপ লাগবে না।দারুন মজার রেসিপি শেয়ার করলেন। অনেক ধন্যবাদ ভাইয়া মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 last year 

মুড়ি মাখার রেসিপি ভিন্ন রকম ভাবে শেয়ার করেছেন। এভাবে কখনো খাওয়া হয়নি। তবে মুড়ি মাখা খেতে ভীষণ মজা লাগে। অবশ্যই এভাবে বাসায় একদিন তৈরি করবো। দেখেই বোঝা যাচ্ছে মজা করে খেয়েছেন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

আপনার মুড়ি মাখার ধরনটা বেশ আলাদাই লেগেছে আমার।এভাবে আগে কখনো মেখে খাওয়া হয়নি মুড়ি।আপনার জন্য শুভকামনা।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আপনি যেভাবে মুড়ি মাখানোর পদ্ধতি আজকে শেয়ার করেছেন কখনোই এভাবে মুড়ি মাখানো হয়নি৷ আমরা যেভাবে মুড়ি মাখতাম সেই পদ্ধতি থেকে একদম ভিন্ন একটি পদ্ধতি আপনি প্রকাশ করেছেন৷ আপনার এই পদ্ধতি অনুসরণ করে দেখব কি রকম হয়৷ আশা করি আপনার এ পদ্ধতিতে করলে খুবই সুস্বাদু হবে৷৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68195.23
ETH 2703.52
USDT 1.00
SBD 2.78