আমার তোলা ডেইজি ফুলের আলোকচিত্র 📸 🌹
বিসমিল্লাহি রহমানির রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।
ডেইজি ফুলের আলোকচিত্র |
---|
লোকেশন
Device :- realme C55
এই ফুল গুলো দেখতে খুবই সুন্দর । হলুদ পাপড়ির ফুল গুলো নাম হচ্ছে ডেইজি ফুল। এই ফুল গুলোকে বুনো ফুল হিসেবে চিনে থাকে। ফুলের নান্দনিক সৌন্দর্য সবাইকে বেশ মুগ্ধ করে। এই ফুল গুলো আমাদের দেশে সর্বত্র দেখতে পাওয়া যায় । ডেইজি ফুলের পাপড়ির গঠন বৈশিষ্ট্য খুবই দারুণ। হলুদ পাপড়ির ফুল দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আমি হলুদ পাপড়ির এই ফুলগুলো খুব পছন্দ করি। এই ফুলগুলো আমাদের দেশে সর্বত্র দেখতে পাওয়া যায় ফুলগুলো বর্ষাকালের বেশি ফুটে থাকে। এই ফুল গুলো সূর্যমুখী ফুলের অন্তর্গত। এই ফুলগুলো বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে। সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুল গুলো সবার নিকট ব্যাপক জনপ্রিয়।
পোস্ট বিবরণ :-
শ্রেণী | আলোকচিত্র |
---|---|
ক্যামেরা | realme C55 |
পোস্ট তৈরি | @ah-agim |
লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

Upvoted! Thank you for supporting witness @jswit.
Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
ধীরে ধীরে যেভাবে ফটোগ্রাফি করেন আপনার ফটোগ্রাফি গুলো থেকে যে কেউ খুব সহজে ফটোগ্রাফি শিখতে পারবে দেখে
যাইহোক আজকেও দারুন ফটোগ্রাফি করলেন আমার কাছে কি তোর দারুন লাগলো আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি।
ভালো আকর্ষণীয় ফটোগ্রাফি যত ধৈর্য ধরে করার চেষ্টা করবেন ততই ভালো হবে। সেজন্য আজকে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে দারুন লেগেছে।
I am in awe of this self-made photograph of yours. The work of photography is so poignant that it cannot be explained. Thank you so much for sharing these beautiful photographs