আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২০০


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাকে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের ছয় দিন যথাক্রমে বৃহস্পতিবার হতে মঙ্গলবার ছয়টি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা কিংবা ফান প্রশ্ন সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা/প্রশ্ন সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে বিষয়বস্তু সম্পর্কে। কবিতার ক্ষেত্রে ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

জীবন মানেই উত্তাল সাগর
পাড়ি দেয়ার তীব্র ব্যাকুলতা,
জীবন মানেই সংগ্রামের ক্ষেত্র
বিজয়ী হওয়ার তীব্র আকুলতা।

জীবন মানেই হৃদয়ের স্পন্দন
কখনো চঞ্চলতা-কখনো নিস্তব্ধতা,
জীবন মানেই অনুভূতির আস্ফালন
কখনো রঙিন-কখনো নির্জীব।

লেখকঃ

@hafizullah

লেখক এর অনুভূতি:

জীবনের মানে বলতে হাজারো উপাখ্যান, কখনো সীমানা রঙায় আবার কখনো হৃদয় অন্ধকারে ডুবায়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner 3 years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 months ago 

জীবন মানেই সুখ দুঃখ,
মেনে নেওয়ার মাঝেই প্রশান্তি।
জীবন মানেই লড়াই করে বাঁচা,
টিকে উঠতে পারলেই শান্তি।

জীবন মানেই ভুল নির্ভুল,
সংশোধনেই আসে সুন্দর অনুভূতি।
জীবন মানেই হাসি কান্না,
থাকবে চিরকালের আকুতি।

জীবন মানেই উত্থান পতন
হঠাৎই আসে জীবনে এসব ছায়া।
জীবন মানেই বেঁচে থাকার লড়াই,
প্রকৃতির সবকিছুতেই যেন কত মায়া।

 2 months ago 

খুব সুন্দর লিখেছেন, বেশ দারুণ লেগেছে আমার কাছে লাইনগুলো।

 2 months ago 

আপনার থেকে উৎসাহ পেয়ে আরও বেশি ভালো লাগলো। আশা করি পরবর্তীতে আরো ভালো লিখতে পারবো‌

 2 months ago 

বাহ্ আপু আপনি চমৎকার লিখেছেন আপনার লেখনী উপরে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটা লাইনে শিক্ষণীয় কথা দারুন লেগেছে।

 2 months ago 

জীবন মানেই পরীক্ষা আর
ম্যাথমেটিক্স এর মত,
জয় পরাজয় হাসি কান্না
জড়িয়ে থাকে শত।

কখনো পাশ কখনো ফেল
হতাশা বা জয়ে,
যোগ-বিয়োগের ভুল যদি হয়
তাই তো থাকি ভয়ে।

 2 months ago 

ওয়াও ছন্দে ছন্দে চমৎকার সুন্দর অনু কবিতা লিখেছেন পড়ে অনেক ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 months ago 

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদানের জন্য, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।👌

 2 months ago (edited)

জীবন মানেই মন্দ ভালো,
অনেক স্মৃতির ভিড়
জীবন একাই একলা বিকেল,
শান্ত নদীর তীর
কারো জীবন নিজের মনে
একলাটি পথ হাঁটে
কারো জীবন আশকারা চায়
বৃষ্টি ভেজা মাঠে

 2 months ago 

অসাধারণ লেখা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। ছন্দে ছন্দে চমৎকার অনু কবিতা লিখেছেন দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

অনেক ভালোলাগা রইল। আপনার মন্তব্য অনুপ্রেরণা দিল। ভালো থাকবেন।

 2 months ago 

জীবন মানে হাজার ওঠাপড়ার মাঝে
স্মৃতি তৈরির খেলা
ভোরের স্বপ্ন ভেঙে সকাল হলে
দেখি রোদের মেলা

কত মানুষ আসে যায় কত কথার ভিড়ে
আমিও চলি সদা,
ক্লান্তি এসে ঢাকলে দু'চোখ, মুছে ফেলি
জমানো ধুলো কাদা।

 2 months ago 

অনেক সুন্দর অনু কবিতা লিখেছেন দিদি পড়ে অনেক ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 months ago 

জীবন মানে দুর্গম গিরি পাড়ি দিয়ে,
সমতলে ছুটে চলা।
জীবন মানে উত্তাল সাগর পেরিয়ে,
শান্ত নদীতে ডুবে থাকা।

জীবন মানে রণক্ষেত্রে শত্রু বধ করে,
নিজ গৃহে নিশ্চিত নিদ্রা।
জীবন মানে মরুভূমি পার হয়ে,
উর্বর জমিতে ফসল ফলানো।

 2 months ago 

ভাই এক কথায় অসাধারণ হয়েছে আপনার অনু কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য শুভকামনা রইলো।

 2 months ago 

ধন্যবাদ ভাই। আপনার লেখাও সুন্দর।

 2 months ago 

জীবন মানেই জোয়ার-ভাটা
মধ্যগগনের স্বপ্নে জেগে ওঠা,
জীবন মানেই লড়াইয়ের ঘন্টা
বেদনার মাঝে জীবনের ব্যাপকতা।

জীবন মানেই ভাসমান নৌকা
কখনো ঘিরে ধরা দারুণ নীরবতা,
জীবন মানেই নীল স্বপ্নের তরী
কখনো বা শ্রমের হিসেবময় কড়ি।।

 2 months ago 

অনুভূতির অন্তরালে জীবনে কত না বলা কথা,
সংগ্রামের শক্তিতে গাঁথা
জীবনের পথচলা।

কখনো ধূলোমাখা বইয়ের পাতায় লেখা
জীবন মানেই এক আকাশ নিস্তব্ধতা,
এরই মাঝে বেঁচে থাকার তাড়না বলে
জীবন মানেই কঠিন বাস্তবতা।

 2 months ago 

বন্ধু তুমি আসলেই চমৎকার অনু কবিতা লেখো। তোমার অনু কবিতা গুলো আমার কাছে অনেক ভালো লাগে।

জীবনের পথে হাঁটি,
স্বপ্নের প্রাণে চেয়ে,
কখনো হাসি, কখনো কান্না
সবই মিলে জয়ে।

প্রতিটি ক্ষণই নতুন,
প্রতিটি দিনই গল্প,
আশার আলো জ্বলে,
ভেঙে যায় কল্প।

পথে আসে বাধা,
আসে নানা বেদনা,
তবু থামে না চলা,
আঁকড়ে ধরি সাধনা।

 2 months ago 

জীবন মানেই সফলতা আর ব্যর্থতার গল্প
আলো মাঝে আধারের খেলা।
জীবন মানেই হচ্ছে আবেগ অনুভূতির ভালোবাসার ছোঁয়ার আনন্দ।
জীবন মানে ভালোবাসা পাওয়া না পাওয়ার কঠিন সমীকরণ।

জীবন মানে কখনো চোখের কোণে অশ্রু জল
কখনো আবার ঠোঁটে অট্টহাসি।
জীবন কখনো ভয়ংকর উত্তাল ঢেউয়ে
জীবনের যুদ্ধে অবতীর্ণ হওয়া।
জীবন কখনো নীল আকাশের নিচে সমুদ্রের মাঝে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা।

জীবন মানে ধৈর্য, পরিশ্রমে সফলতার ছোঁয়া
জীবন মানে অলসতা, অদক্ষতা ব্যর্থতার গ্লানি ‌
জীবন মানেই বাস্তব পরিস্থিতিকে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাওয়া।

জীব মানে জয় পরাজয়
হাসি আনন্দের মাঝে বেঁচে থাকা।

 2 months ago 

জীবন মানে বহতা নদী
থেমে সে তো থাকে না,
সুখ দুঃখ নিয়েই জীবন
তবুও কেন হতাশা এখন,
আলো আর অন্ধকারে
চলছে জীবন সর্বক্ষণে।
যদি হয় কোন কিছুতে ভুল,
তবে নেই তার প্রতিকূল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58440.50
ETH 2618.70
USDT 1.00
SBD 2.39