এবিবি-ফান প্রশ্ন ১২৫ | চোখের জলের কোনো রং হয় না কেন?steemCreated with Sketch.

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

চোখের জলের কোনো রং হয় না কেন?

প্রশ্নকারীঃ

@blacks

প্রশ্নকারীর অভিমতঃ

চোখের জলের রং হলে পুরো চোখ টাই রঙিন হয়ে যেত। আর রঙিন চোখে সব কিছুই রঙিন লাগতো। আর তখনই একটা গন্ডগোল বেধে যেত।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
প্রথমেই উদাহরণ দিয়ে শুরু করছি দাদা, দেখা গেল সকিনার জন্য কান্না করলে চোখ দিয়ে লাল রঙের জল পড়ে, জরিনার জন্য কান্না করলে সবুজ রং, আর মর্জিনার জন্য কান্না করলে হলুদ রং। তাহলে তো ছেলেরা ধরা পড়ে যাবে যে একচুয়ালি কার জন্য কাঁদছে। এজন্যই উপর থেকেই ব্যাপারটা মিউচুয়াল করে দিয়েছে স্বয়ং ভগবান নিজে। এবার তুমি যদি সকিনার সামনে বসে মর্জিনার কথা চিন্তা করে কাঁদো তাহলে সমস্যা নেই, সেই সাদা রংয়ের জলই বেরোবে। তবে মেয়েদের ক্ষেত্রে ব্যাপার অন্যরকম, তাদের কিন্তু রংবেরঙের কান্না বের হয় চোখ দিয়ে। কারণ তারা এত পরিমানে মেকআপ করে থাকে যে, সেই মেকাপের রঙের সাথে কান্নার জল মিশে রংবেরঙের কান্না বের হয়। সেই ক্ষেত্রে তাদের কান্না আইডেন্টিফাই করা আরো বেশি কঠিন।
 2 years ago 

কারণ চোখের জলে রং থাকলে নিজের রঙিন অহংকার নিয়েই চোখ ব্যস্ত থাকতো।তখন মনের মানুষের রং, রঙিন পৃথিবী আর প্রকৃতির রং দেখতে পারতো না।এইজন্য চোখের জলের কোনো রং হয় না।

 2 years ago 

হৃদয়ে জমা কষ্টগুলো চোখের নোনা জল হয়ে ঝরে পড়ে। হাজার রঙিন স্বপ্নের ভিড়ে কান্নাটা নাহয় বেরঙিনই থাক। চোখের জলের রং হলে রং কোম্পানির মালিকরা রং সংগ্রহ করার জন্য চোখের নিচে বালতি বসিয়ে দিত। 😅😅

 2 years ago 

তার সাথে বিউটি পার্লার এর রেটও বেড়ে যেতো, সাথে সাথে আমাদের পকেট ফাঁকা হয়ে যেতো। তাইলে ভালই হয়েছে রং না থেকে হি হি হি।

 2 years ago 

রংয়ের দাম যে কমে যেত সেটা একবারও ভাবলেন না? তখন ভাবির কাছে শরবত যাওয়ার আগেই দেখতেন রং মেশানো রঙিন শরবত চলে আসতো।

হাফিজ ভাই সব সময় হয় বিউটি পার্লার, না হয় মেকআপ এই দুটো জিনিষ হাইলাইট করার চেষ্টা করেন। মেয়েদের কাছে কেমন লাগে জানিনা, তবে আমি কিন্তু খুব এনজয় করি আপনার কমেন্টগুলো। হা হা হা..

 2 years ago 

ধুর ভাই তাদের কথা চিন্তা করে কি লাভ? আপনি আমি এনজয় করছি এটাই বড় বিষয়, হি হি হি।

সেটাই। হা হা হা....

 2 years ago 

মানুষ কান্না করে মন একটু হালকা করে। রংবেরঙের পানি যদি চোখ দিয়ে বেরোতো, তাহলে লোকে কান্নাকাটি ছেড়ে দিত। বিশেষ করে মেয়েরা 😅

 2 years ago 

এইডা জটিল বলেছেন, হা হা হা

 2 years ago 

চোখের জলের কোনো রং হয় না কেন?

তাহলে কষ্টের কান্না লুকিয়ে রাখা যেতো না। হয়তো সবাই সেই কষ্টের তীব্রতা বুঝে যেতো।
তবে মেয়েদের ক্ষেত্রে কিছুটা রং থাকা উচিত ছিল, তাহলে হয়তো পার্লারে কম গেলেও চলতো। সকাল বিকেল নাকি কান্না দিয়ে ভালোই সেজে উঠতো। 🤪

 2 years ago 

মেয়েদের পার্লার যাওয়া নিয়ে কিছু না বলা ভালো ভাই... মেয়েরা মাইন্ড করতে পারে।

 2 years ago 

কারণ চোখের জলের রং হলে রংয়ের ফ্যাক্টরি বন্ধ হয়ে যেত। সবাই মেয়েরদের পিছনে দৌড়াতে,কারণ পান থেকে চুন খসলেই মেয়েরা কান্না শুরু করে দেয়,হি হি হি।🤣🤣🤣

তখন মেয়েরা বেশি বেশি প্রেম করতো,বেশি বেশি ছ্যাকা খেত,আর বেশি বেশি কান্না করে রং সাপ্লাই দিতো।🤪🤪🤪

 2 years ago 

চোখের জলের যদি রং থাকতো তাহলে বালিশের রং পাল্টে যেতো,তাই বালিশের রং যাতে পাল্টে না যায় সেজন্যই চোখের জলের রং দেওয়া হয়নি।☺️

 2 years ago 

ঠিকই তো, সাথে সাথে পোষাকগুলোও নষ্ট হয়ে যেতো, আর আমাদের খরচও বেড়ে যেতো হি হি হি।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া, আপনাদের পকেটের কথাটাও মাথায় রেখে চোখের জলের রং দেওয়া হয়নি।😁😁

বালিশের রং পাল্টে গেলে সমস্যা কোথায়, রংবেরঙের বালিশ পাওয়া যেত। 🤭

 2 years ago 

হাহাহা।।।কি যে বলেন আপু অনেকক্ষণ হাসলাম আপনার মন্তব্যটি পড়ে ধন্যবাদ।

 2 years ago 

ওমা! তাহলে তো আরো বড় গন্ডগোল বেধে যেতো, বিশেষ করে মেয়েরা কান্নার সময় ধরা খেয়ে যেত, কোনটা আসল কান্না আর কোনটা নকল কান্না। হি হি হি।

 2 years ago (edited)

ছেলেরা বুঝি চোখে কালো চশমা দিয়ে বেড়াতো?

 2 years ago 

আবার জিগায়, আপনি দেখছি ছেলেদের পক্ষে হি হি হি

 2 years ago 

মেয়েরা জীবনে কান্নাকাটিই করত না আর 🤣🤣

 2 years ago 

একদমই ঠিক বলেছেন, কাদঁতে গেলেই তো ধরা পড়ে যেত হা হা হা

 2 years ago 

সব দোষ খালি মেয়েদের, তাই না।

মারাত্মক যুক্তি দিয়েছেন হাফিজ ভাই।🤣

 2 years ago 

চোখের পানির যদি রঙীন হত,তাহলে রঙের দোকানদারা না খেয়ে থাকতে হতো।চোখের পানির রং দিয়ে রং করতো।😉😉
তাছাড়া ছেলেরা মেয়েদের সাথে অভিনয় করে যে কান্না করে রঙীন হলে তো তা ধরা পরে যেত😜😜।

এতো বুদ্ধি কই রাখেন আপনি। ছেলেরা অভিনয় করে না, তারা বাস্তববাদী।😎

 2 years ago 

চোখের জলের কোনো রং হয় না কেন?

চোখের জলে,ভেজাল করার মত কোন সুযোগ নেই। তাই চোখের জলে কোন রং হয় না।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61110.07
ETH 2731.78
USDT 1.00
SBD 2.45