আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৭২
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
ভালোবাসার আকাশে জ্বলে তারা
তুমি আমার মনের জোছনা
হৃদয়ের সমুদ্রে ভাসে কামনা
তুমি আমার কল্পনার রাজকন্যা।
তুমি থাকো হৃদয়ের কল্পনায়
সকাল সন্ধ্যা সাঁঝে
তুমি থাকো হৃদয়ের গভীরে
শীত বর্ষা বসন্তে।
লেখক
লেখক এর অনুভূতি:
ভালোবাসা মানেই ভালোবাসা, তাকে অন্য কোন ব্যাখ্যায় সংজ্ঞায়ীত করা যায় না, কারন অনুভূতি কিংবা কল্পনা যায় ভাষায় প্রকাশ করা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ভালবাসার আকাশে তুমি
একটি ধ্রুবতারা,
আঁধার রাতের জ্যোৎস্না তুমি
তুমি পাগল পারা।
রাজমহলের রাজা তুমি
আমি হলাম রানী,
ঝরনা ধারায় বয়ে চলা
অঝোর ধারার পানি।
মুগ্ধ যে হয় তোমায় দেখে
আমার দুটি আঁখি,
হৃদয় জুড়ে তুমি আমার
সুখের ঈগল পাখি।
তুমি তুমি তুমি ছাড়া
যায়না ভাবা কিছু,
বর্ষাকালের কদম তুমি
গ্রীষ্মকালের লিচু।
♥♥
ভালোবাসাগুলি অব্যক্ত অনুভবে
তুমি থাকবে আমার মনের গভীরে
হৃদয়ের সব পূর্ণতা জড়ো করে
তোমাকে নেব আমার আপন করে।
তুমি মনের অনুস্রোতে ভাসমান
সারাদিনের কোলাহল
তুমি মনের বসন্তে কুহেলিকা
ভালোবাসার নেশায় উদ্মত্ত-মাতাল।
ভালোবাসি বলেই আমি তোমার দুঃখে দুখী,
ভালোবাসি বলেই আজও তোমার সুখে সুখী।
তোমার মাঝেই সুখ খুঁজে পাই,পাই নিজের প্রাণ,
ভালো থাকার আশাটুকু, তোমায় করেছি দান।
তুমিই আমার রাজপুত্র, তুমিই আমার আকাশ,
তুমিই আমার শান্তি, তুমিই আমার শান্ত বাতাস।
তুমিই আমার চোখের মণি, তুমিই যে নিশ্বাস,
সারাজীবন পাশে থেকে করতে চায় যে বিশ্বাস।
তুমি আমার স্বপ্নে পাওয়া এক রাজকন্যা;
সাত রাজার অমূল্য ধন,
তুমি আমার রাতের আকাশের ঝলমলে তারা,
তোমায় সোপেছি আমার এই অবুঝ মন।
তুমি আমার উত্তাল সমুদ্রের নীলচে ঢেউ;
ভালোবেসেছি তাই মনের অজান্তে,
তোমার ওই নীলচে মায়াবী চোখ করেছে আমায় ছন্নছাড়া;
তাইতো পেতে চাই তোমায় শীত, গ্রীষ্ম, বসন্তে।
ভালোবাসা তো ভালোবাসা
সেই আকাশের জোসনা।
মেঘের কোলে লুকিয়ে থাকা
ছোট ছোট ধূলি কণার মাঝে ও
খুঁজে পাওয়া যায় তোমার ভালোবাসার অস্তিত্ব।
ভালবাসা তুমি ওই দূর আকাশে নীল কাব্য।
ভালবাসা তুমি আমার সকাল বেলা।
ভালবাসা তুমি আমার নিঃশ্বাসে বিশ্বাসে।
ভালবাসা তুমি আমার বেঁচে থাকার অনুপ্রেরণা।
তোমাকে রাখিতে যতনে হৃদয়ের গভীরে
সহিব আমি হাজারও বেদনা গোপনে গোপনে
রাখিবো গো তোমায় মায়ার বাঁধনে বাধিঁয়া
যে বাধঁন কভু যাবেনা গো আমায় ছাড়িয়া ।।
ভালোবাসি তোমায় দিয়ে মনপ্রাণ
তাইতো রাখিবো হৃদয়ের গহিনে
যেথায় থাকিবে তুমি
ভালোবাসার এক গভীর সাগরে ।।
তুমি আমার প্রেমের আলো,
অন্ধকারে প্রদীপ,
তুমি আমার হাসির কারণ,
জীবনের সব সুখের মূল।
তুমি আমার জীবনে সূর্যের ছায়া
হৃদয়ের প্রজ্বলিত অগ্নি,
তুমি আমার শীতল চাঁদ,
সব স্বপ্নের আধার,
তুমি আমার প্রতিবিম্বিত ছবি,
হৃদয়ের সমস্ত অনুভবে তুমি।
অন্ধকারে অতি গোপনে,
তোমায় শুধু খুঁজি।
তুমি আমার ভালোবাসা,
তুমিই আমার পুঁজি।
ভালোবেসে মনের করোইডোরে,
দিও মোরে ঠাই।
তোমার হৃদয়ে আমি,
সারা জীবন বাস করতে চাই।