এবিবি-ফান প্রশ্ন ১৩১ || মশা মারতে কামান দাগা হয় কেন?steemCreated with Sketch.

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

মশা মারতে কামান দাগা হয় কেন?

প্রশ্নকারীঃ

@kingporos

প্রশ্নকারীর অভিমতঃ

কিছু মজার মজার উত্তরের অপেক্ষায় থাকলাম।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
১৮ শতকে যুক্তরাষ্ট্রে যখন ইয়েলো ফিভার মহামারি আকারে ছড়িয়ে পড়ে তখন দেখা যায় তার প্রধান কারণ হলো মশা এবং একটা হোটেল আইডেন্টিফাই করা হয় আর দেখা যায় সেই হোটেলের আশেপাশে এই মশা প্রচুর রয়েছে, যেখান থেকে আসলে রোগ ছড়াচ্ছে। তখন কামান দিয়ে সে হোটেলটাকে উড়িয়ে দেয়া হয় এই রোগের পরিসমাপ্তি ঘটানোর জন্য। সেখান থেকেই আসলে এই কথার উৎপত্তি। তবে এটা আমার উত্তর নয়, একটু মজা করে বলতে হবে আর কি। আসলে এখনকার যুগের মশাগুলো হেলিকপ্টারের মত বড় বড় হয়ে গেছে। চোখের সামনে দিয়ে এমন ভাবে উড়ে বেড়ায়, মনে হয় যেন নাকের সামনে দিয়ে হেলিকপ্টার শব্দ করতে করতে চলে গেল। তাছাড়া হিসেব করে দেখা গেছে যে হেলিকপ্টার বা এই ধরনের আকাশবাহি যানবাহন কামান বা অন্যান্য বড় বড় গোলাবারুদ ছাড়া ধ্বংস করা সম্ভব নয়। সেক্ষেত্রে মশাও ছোটখাটো হেলিকপ্টার। তাই তাকে ধ্বংস করার জন্য কামান ছাড়া কোন অপশন নেই।
 2 years ago 

বাবারে আপনি দেখি কামান দাগার মতই উওর নিয়ে হাজির😜😜।

বেশি কথা বললে আপনাকেও কামান দিয়ে উড়িয়ে দিতে পারি।🤣

 2 years ago 

কি সাংঘাতিক।এ দেখি ডাকাত😜😜

আপনি আমার আজকের পোস্টটা পড়েন নি। তাহলে বুঝতে পারতেন আমি কি ছিলাম🤣

 2 years ago 

মশা মারতে ছোটো খাটো যুদ্ধ হয়ে গেলো যে 🤣

কিছু করার নেই। এদের যন্ত্রণায় জীবন অতিষ্ঠ হয়ে গেছে। গার্লফ্রেন্ডরাও কানের দ্বারা এত ঘ্যানঘ্যান করেনি, এই মশাগুলো যতটা করে।

 2 years ago 

নাসার বিজ্ঞানীরা ধীর্ঘ বার বছর গবেষণা করে জানতে পেরেছে যে মশারা এখন অভিযানে নামার সময় যুদ্ধের সমস্ত প্রস্তুুতি নিয়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরে অভিযানে নামে। তাই আমাদের কয়েলের বুলেট,স্প্রে মশার উপর কাজ করে না। যার ফলে মশা মারতে কামান দাগা হয়,হি হি হি।😜😜😜

 2 years ago 

এই ব্যাপার তো আগে ভেবে দেখেনি ভাই!

 2 years ago 

বুলেট জ্যাকেট গুলো আমাদের দরকার। 🤣

 2 years ago 

মশা যা সুন্দর করে গান গায় তাতে হাত দিয়ে মারলে তারা মাইন্ড করে তারচেয়ে কামান দাগা মারলে গর্বিত বোধ করে😜।তাই তো হাত তালি দেওয়ার চেয়ে কামান দাগা ব্যবহার করা উচিত।

জীবনে প্রথমবার শুনলাম মশার গান কারো এত ভালো লাগে। বেঁচে থাকলে জীবনে যে আর কত কিছু শুনতে হবে, সেটাই চিন্তা করছি। 🤣🤣

 2 years ago 

ভালো লাগে বিদায় তো মশা দেখলেই হাত তালি দেন😜😜।

মুখের উপর মশা বসার জন্য নিজের গালে আজ অব্দি যত গুলো চড় দিয়েছি সেটা যদি এখন গোনা শুরু করি তাহলে বাকি জীবন ওটা গুনতে গুনতেই কেটে যাবে।

 2 years ago 

এবার চিন্তা করেন মশার জন্য নিজের গালে নিজেই চর মারেন😜😜

 2 years ago 

ঠিক ঠিক। কাউকে দুঃখ দেওয়া ঠিক হবে না।

 2 years ago 

মশা মারতে কামান দাগা হয় কেন?

দাদা কামান যে আবিষ্কার করেছিল, সে সেই কামান নিয়ে যাচ্ছিল যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা করতে। যুদ্ধের ময়দানে যাওয়ার পথে সে কিছুটা সময় একটা গাছের নিচে বসে রেস্ট করতে যায়, সেই সময় প্রচন্ডভাবে তাকে মশায় ঘিরে ধরে। তাকে এতটাই অত্যাচার করে মশারা সে যুদ্ধের ময়দানের শত্রুর কথা চিন্তা করা বাদ দিয়ে মশা মারার জন্য মশার পিছনে ছুটে যায় কামান নিয়ে । সেখান থেকেই এই ব্যাপারটি প্রচলিত হয়ে আসছে। মশার অত্যাচার এতটাই বিরক্তিকর কামানের পরিবর্তে কিছুদিন পর দেখা যাবে নিউক্লিয়ার মিসাইল ছাড়া হয়েছে মশা মারতে।
 2 years ago 

লোকটা কি কোলকাতার ছিলো? বাপরে বাপ এখানে কি মশা। হাঃ হাঃ

 2 years ago 

সেটা দাদা সঠিক করে জানি না, তবে হতেও পারে লোকটা কোলকাতার !

আমাদের কলকাতায় অতিথি আপ্যায়ন মশা দিয়েই হয়। তুমি যেটাকে মশার কামড় মনে করছ, ওটা আসলে তাদের ভালোবাসা তোমার প্রতি।🤣🤣

 2 years ago 

এত আলগা ভালোবাসার কারো দরকার নেই ! মশার কামড় খেয়ে হসপিটালে ভর্তি হয়ে থাকলে অতিথি আপ্যায়ন বের হয়ে যাবে ।

 2 years ago 

হয়তো খেয়াল করে থাকবেন মশা অবলীলায় কয়েলের উপর বসে থাকে, মনে হয় যেন কয়েলের ধোঁয়া এনজয় করছে 🤪
তাইতো কামান দাগা ব্যাবহার করা উচিত, কিন্তু এখন তো আর এই জিনিস পাওয়া যাবেনা। এর বিপরীতে এটম বোমা মারা উচিত 😃

 2 years ago 

পরে তো মশার পরিবর্তে বাড়ি ই উড়ে যাবে😆

 2 years ago 

😃
কিছু বলার নেই।

 2 years ago 

আমিও এটা মাঝে মধ্যে দেখি। বেশ চাপ মুক্ত হয়ে কয়েলে বসে থাকে। হাঃ হাঃ

 2 years ago 

হা হা 😄
কয়েল আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে।

 2 years ago 

কারন কামান শক্তিশালী অস্ত্র হলেও তার আক্রমণে বেশি মানুষ মরে না যতটা মশার কামড় খেয়ে মরে।মশার বংশধর পুরো ভাইরাস ছড়িয়ে দেয়।তাই মশা মারতে কামান দাগা ব্যবহার করা উচিত আগে।

পারমাণবিক বোমা হলে কেমন হয়...? হা হা হা...

 2 years ago 

পারমানবিক বোমাকেও হার মানিয়ে দেবে মশা🦟🦟।

 2 years ago 

মানুষ কামড়ে দিলেও মরতে হবে যে 🤣

 2 years ago 

মশার কামড় খেয়ে মানুষও সব মশা হয়ে যাবে, হি হি।🤣 🤣

 2 years ago 

কি আর করা,সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে তো হবেই।তাই কয়েলের ধোঁয়ায় না গেলে কামান নিয়ে আসতে হবে।আর মশাকে বুঝিয়ে দিতে হবে ওস্তাদেরও ওস্তাদ আছে।

 2 years ago 

ওই কামানটা আমার দরকার

 2 years ago 

মশার সময় সামনেই আছে, রাতের বেলায় যখন কানের পাশে এসে গুন গুন গান গাইবে তখন কামান দাগা করতে মন চায়।

 2 years ago 

গুন গুন করলে কেউ মারত কিনা আমার সন্দেহ আছে।

 2 years ago 

যেহেতু মশা সর্বোচ্চ আড়াই দিন বেঁচে থাকে,তাই এত অল্প সময়ে বেঁচে থাকার চেয়েও যাতে তাড়াতাড়ি মরণ হয় এর জন্য এই মশার রাজা কামান ব্যবহার করতে বলেছে।

 2 years ago 

আয়ু কমিয়ে দিতে চান শুধু। 🤣

 2 years ago 

আশেপাশের মানুষ দেরকে জানানোর জন্য যে আমার সাথে লাগতে আইসোনা আমার কাছে কিন্তু কামান আছে। হাহাহা

 2 years ago 

কামান একটা কিনতেই হবে দেখছি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.17
JST 0.032
BTC 63626.54
ETH 2727.44
USDT 1.00
SBD 2.56