আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -১৮steemCreated with Sketch.

jokes Cover-1.png

আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।

আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।

আজকের বিষয়ঃ

শীত কিংবা শীতের ঠান্ডা নিয়ে কৌতুক বা মজার কোন অনুগল্প ।

বিষয় নির্বাচনকারীঃ

@hafizullah

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
  • কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
  • এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

২বন্ধুর মধ্যে কথোপকথনঃ

হাফিজ ভাইঃ কিরে দোস্ত, ঠান্ডা কেমন?
সুমন ভাইঃ হ্যাঁ প্রচুর ঠান্ডা 🥶,৩দিন থেকে গোসল
করিনি।
হাফিজ ভাইঃ কি বলিস তাহলে কম্বল গায়ে দিয়েই গোসল কর।

 2 years ago 

হা হা হা, তাইলে তো কম্বলের দাম বেড়ে যাবে।

 2 years ago 

🤣🤣

শীতকাল নিয়ে মনীষীদের উক্তি-

রবীন্দ্রনাথ ঠাকুর : (এই শীতে) স্নান যে করে আর স্নান যে সহে/তব ঘৃণা তারে যেন তৃণসম দহে

কাজী নজরুল : চল চল চল/মাথায় দু ফোঁটা ছিটিয়ে জল, ভিজে তোয়ালেতে গা মুছে বল/ঢেলেছি আমি অনেক জল/চল চল চল।

বিবেকানন্দ : স্নানে ঘৃণা, লেপে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ইশ্বর।

মার্ক্স : শীতকালে পুরুষদের হারাবার কিছুই নেই, স্নান করার ইচ্ছেটি ছাড়া। জয় করার জন্য পড়ে আছে পুরো লেপের তলা।

গান্ধী : শীতকালে স্নান না করা পরম ধর্ম।

নেতাজী : তোমরা যদি আমার স্নানের বালতিতে ঠান্ডা জল দাও, আমি তোমায় তেড়ে গালাগাল দেবো।

 2 years ago 

ভাই এই মহামূল্য অমূল্য বচন আপনি কোথা হতে আনিয়া কোথা ঢালিয়া দিলেন, শীতের লাগিয়ে শরীর ভিজাইয়া কে করিবে মোরে অচল, হা হা হা।

খুঁজতে খুঁজতে পেয়ে গেছি ভাই। হা হা হা....🤣

 2 years ago 

অনুগল্প:

--
রাজা উজিরের কাছে জানতে চাইলেন— প্রতি রাতে শেয়াল ডাকে কেন? এত বিশ্রিভাবে ডাকলে কি ঘুম আসে? উজিরের উত্তর, ‘রাজা মশাই ওদের শীতের কম্বল নেই।’ তাই প্রত্যেক শেয়ালকে একটি করে কম্বল দেওয়ার নির্দেশ শোনালেন রাজা। বিতরণ শেষে উজির এসে রাজাকে জানালো, শেয়ালদের কম্বল দেওয়া হয়েছে। কিন্তু শেয়ালদের হুক্কাহুয়া তবু থামলো না। তিন-চার দিন পর রাজা খানিক রেগে উজিরের কাছে জানতে চাইলেন, কম্বল তো দেওয়া হলো। এখনও ডাক থামে না কেন? উজিরের উত্তর, ‘কম্বল পেয়ে শেয়ালরা রাজার গুনগান গাচ্ছে। যতদিন কম্বল থাকবে ততদিন তারা রাজার গুনগান গেয়েই যাবে!

 2 years ago 

হা হা হা, দারুন যুক্তি দিয়েছে কিন্তু উজির মশাই, তাকে একটা কম্বল দেয়া হোক।

 2 years ago 

হি হি,ঠিক বলেছেন ভাইয়া।👍

 2 years ago 

শীতকালে একজায়গায় দুই যমজ ভাই বসে আছে।
একজন হাসছে, আরেক জন কাঁদছে দেখে প্রতিবেশী এসে বলল-
কি রে বল্টু! তুই হাসছিস আর কেল্টু কাঁদছে যে?
বল্টু- কাকু আর বলবেন না! মা ভুল করে কেল্টুকেই দুবার স্নান করিয়ে গেছে। 😌

 2 years ago 

🤣🤣 সেরা🤣🤣।

 2 years ago 

হায় হায় হায় করছে কি, আহারে কেল্টুর বারোটা বেজে গেলো।

 2 years ago 

হাহা! 😂

 2 years ago 

শীতের রাত। কনকনে ঠান্ডা। ঘুমোবার জন্য হোজ্জা কেবলমাত্র বালিশে মাথা ঠেকিয়েছেন, এমন সময় রাস্তায় দুজন লোককে ঝগড়া করতে শোনা গেল।

হোজ্জার স্ত্রী ব্যাপারটি খতিয়ে দেখার জন্য হোজ্জাকে পরামর্শ দিলেন।

এত শীতের মধ্যে অনিচ্ছাসত্ত্বেও স্ত্রীর পীড়াপীড়ীতে কম্বলটা গায়ে জড়িয়ে হোজ্জা তদন্ত করতে বেরিয়ে পড়লেন।

হোজ্জা কাছে যেতেই লোক দুটো ঝগড়া থামিয়ে তাঁর গায়ের কম্বলটা নিয়ে দ্রুত পালিয়ে গেল।

বিষণ্ণ মনে হোজ্জা ঘরে ফিরে গেলে তার স্ত্রী জিজ্ঞেস করলেন, লোক দুটো কি নিয়ে ঝগড়া করছিল?
হোজ্জার সহজ সরল উত্তর, সম্ভবত আমার কম্বলটা নিয়ে।

 2 years ago 

হা হা হা, শীতের দিনে বউয়ের কম কম শুনতে হয়, না হলে হোজ্জার মতো অবস্থা হবে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই।না হলে বিপদ।

 2 years ago 

ইদানিং বল্টু গোসলে গেলে গেলেই জোরে গান ধরে। মূলত ঠান্ডায় গা গরম করার জন্য সে এভাবেই চিল্লাচিল্লি করে।
মা বলে ওরে বল্টু গতকালের চেয়ে আজ বেশি জোরে চিল্লাচিল্লি করছিস মনে হয়।
বল্টু বলে মা গতকাল তাপমাত্রা ছিল ১২° আর আজ ৯° 🫥😶‍🌫️

 2 years ago 

তাপমাত্রা কমলে আওয়াজ বেড়ে যায়, হি হি হি। আর আমার তো গলা দিয়ে শব্দই বের হয় না।

 2 years ago 

হা হা 😄

 2 years ago 

তাপমাত্রা যত কমবে চিল্লাচিল্লির মাত্রা তত বাড়বে। ওরে বাপরে ঠান্ডাতে শেষ সবাই। আমার তো আবার বেশি ঠান্ডা লাগলে গলা দিয়ে কথাই বেরোয় না।😅😅

 2 years ago 

এক পথিক শীতের রাতে রাস্তা দিয়ে হাটছিলো,তখন

ছিনতাই কারিঃএক ছিনতাই কারি ছুরি বের করে বললো যা আছে সব দিয়ে দে তা না হলে ভুরি বের করবো।
পথিকঃ এই রকম ছুরি দিয়ে আমার বউ প্রতিদিন পেঁয়াজ কাটে।
ছিনতাইকারীঃমন খারাপ করে চলে গেলে।
পরের দিন।
পথিক আবার রাস্তা দিয়ে হাঁট ছিলো শীতের সন্ধ্যা। তখন
ছিনতাই কারিঃ যা আছে সব দিয়ে দে তা না হলে ফ্রিজের ঠান্ডা বরফপানি এখনই গায়ে ঢেলে দিব।
পথিকঃ যা আছে সব নিয়ে যান,তাও পানি দিয়েন না গায়ে🤣🤣

 2 years ago 

কৌতুক বললেন নাকি ভাবীদের কু পরামর্শ দিলেন, বুঝলাম না।

হা হা হা.... আমারও খানিকটা তাই মনে হলো।🤣

 2 years ago 

আপনার তো অনেক বুদ্ধি 😜😜।এত তাড়াতাড়ি কেমনে বুঝলেন😜😜

তাই তো দেখছি,,উনি কামডা করলো কি,,এখন তো বউয়েরা গহনা চাইলে না দিলেই ফ্রিজের ঠান্ডা পানি গায়ে ঠেলে দিবে

 2 years ago 

সেটাইতো, চিন্তার যুদ্ধে ঠেলে দিলো আমাদের, মামলা করতে হবে এখন বাঁচতে হলে।

ঠিক কথা ভাইয়া,,সেই লেপ কাথা কাঁচতে হলো আবার পানি ঠান্ডা পানি দিয়ে। কেমন লাগে বলুন তো।মানে বিষয়টা দাড়িয়েছে কাটা গায়ে নুনের ছেটা দেবার মতো অবস্থা।

 2 years ago 

প্রেমিক: জান, কী করলে তুমি বিশ্বাস করবে যে, আমি তোমাকে কত্ত ভালোবাসি!
প্রেমিকা: শীতের এই ঠান্ডায় ওই পুকুরে ঝাঁপ দিয়ে আধা ঘণ্টা সাঁতরাও।
প্রেমিক: এই মেয়ে! তুমি যেন কে? আমি তো তোমার ভাইয়া হই।

 2 years ago 

গার্লফ্রেন্ড একটা গেলে দশটা পাওয়া যাবে কিন্তুু এই শীতে পুকুরে নামলে পৃথিবীকে বিদায় জানাতে হবে,হা হা হা।😅😅😅

 2 years ago 

ঠিক ঠিক ঠিক, শীতে পুকুরে নেমে কি জান দিয়ে দিবে নাকি?

 2 years ago 

হি হি ,দারুণ ।প্রেমিক থেকে একবারে ভাইয়া।

 2 years ago 

সবই হলো শীতের কারিশমা, হা হা হা।

 2 years ago 

ভাইয়া হলেও কিন্তু ভাইয়া ডাকা বারণ। কারণ শীত তো কয়েক মাস থাকবে। এরপরে তো আবার গরম। তখন আবার ভাইয়া ডাকতে লজ্জা করবে। 🤭🤭🤭

 2 years ago 

প্রেমিক থেকে ভাইয়া হয়ে গেলেন🤣🤣ভাইয়া হলে তো আরো আধা ঘন্টা বাড়িয়ে ১ ঘন্টা সাঁতার কাটানো উচিত।

 2 years ago 

মজা নেন খালি, শীতের দিনে কেউ এমন কথা বলে?

 2 years ago 

গোসলের ভয়ে প্রেমিক যে ভাইয়া হয় সেটা আজকেই প্রথম জানলাম হা হা হা

শীতকালে ব্রেকআপ করে নেবো, তবে স্নান করা যাবে না কোনো প্রকারেই🤣

 2 years ago 

সাঁইয়া কব ভাইয়া হয়ে যাবে, ধরতে পারবেন না। 😌

 2 years ago 

তিন বন্ধু বসে গল্প করছে,
প্রথম বন্ধু: আর বলিস না বন্ধু মাত্র ২০ দিন পর গোসল করলাম।
দ্বিতীয় বন্ধু: কি বলিস বন্ধু ২০ দিন পর গোসল করলি! আমি আবার তোর মত নই। ১৫ দিন হলেই গোসল করি।
তৃতীয় বন্ধু: আমি তো প্রতিদিন গোসল না করে জীবন বাঁচাই।
প্রথম বন্ধু: কেমনে?
তৃতীয় বন্ধু: পানির অপর নাম জীবন। আর আমি প্রতিদিন গোসল না করে এক বালতি করে পানি বাঁচাই। তারমানে আমি প্রতিদিন জীবন বাঁচাই।
😅😅😅😅

বন্ধুঃ কিরে তোর মন খারাপ কেন?

আমিঃ আর বলিস না।গতকাল রাতে টানা ২৫ মিনিট শুয়ে থেকে বিছানা গরম করার পর হঠাৎ করে প্রসাব চাপে।

বন্ধুঃ তো তুই কি করেছিলি?

আমিঃ ধুর, এই ওত শীতে প্রসাব করার জন্য "মে উঢেগা নেহি সালা"।

বন্ধুঃ তাহলে এতে এতে কেন খারাপ?

আমিঃসকালে উঠে দেখি বিছানার লেপ খাতা সব ভিজায়ে ফেলছি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76606.02
ETH 3048.30
USDT 1.00
SBD 2.62