আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪৮
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
তুমি রয়েছো হৃদয়ের শিরায় শিরায়
অনুভূতির চঞ্চল কল্লনায়,
তুমি রয়েছো নিশিরাতের তারায় তারায়
অনুভূতির বিমল আকাংখায়।
লেখকঃ
লেখিকার অনুভূতি:
আবেগের অনুভূতি এবং কল্পনার আকাংখার অন্য নামই হলো ভালোবাসা, যা হৃদয়ের চঞ্চলতা ধরে রাখে এবং জীবনকে গতিশীল করে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
তুমি রয়েছো এই মনের মণিকোঠায়
রন্ধ্রে রন্ধ্রে অনুভূতির অস্থির ব্যাকুলতায়,
তুমি রয়েছো আঁধারে ঢাকা জোনাকির আলোয় আলোয়
উপলব্ধির স্বচ্ছ ইচ্ছেডানার ঠিকানায়,
তুমি রয়েছো রাতে ডাকা হুতুমপেঁচার কণ্ঠে
আর অনুভবের গভীরে গিয়ে শেষ বিন্দুর রক্তে।।
অদ্ভুত সব খেয়ালে তুমি ধরা দিলে,
যাও তবে কোথায় মুখ লুকিয়ে,
তোমার জন্য গেঁথেছি আমি বকুল ফুলের মালা,
চেয়ে থাকি তুমি নিবে কি খোঁপায় জড়িয়ে।
প্রিয়জনের খোঁপায় বেলি ফুলের মালা কিংবা বকুল ফুলের মালা জড়িয়ে দেয়া সত্যি অনেক ভালো লাগার। দারুন লিখেছেন ভাইয়া।
অনেক ধন্যবাদ আপু।
তুমি আছো, তুমি থাকবে মোর ভুবন জুড়ে,
তোমায় রাখিবো আমি যতন করে,
হারাতে দিবো না কভু দূর আকাশে,
রাখিবো তোমায় আমি হৃদয় মাঝারে।।
থাকিও বন্ধু আমার আপন হয়ে,
স্বার্থের তরে যেন না হয়ে যাও পর,
ভালোবাসি তোমায় ওগো বুঝাবো কি করে,
হৃদয়ের ভাষা যে জন বুঝিতে না পারে।।
মাঝে মাঝে স্বার্থের কাছে ভালোবাসা পরাজিত হয়ে যায়। স্বার্থ প্রিয় জনকে বদলে দেয়। তবুও আমরা চাই কারো প্রিয়জন যেন না বদলায়। অসাধারণ লিখেছেন আপু।
যতনে রেখেছি তোমায়,মনের শীর্ষ চূড়ায়
থাকো তুমি,আমার প্রতিটি ভাবনায়।
হীরার চেয়েও দামি তুমি আমার কাছে,
কল্পনাতীত যতনে রেখেছি এ হৃদয় গহীনে।
ঐ চাঁদকে ছোঁয়া যেমন সবার অসম্ভব কল্পনা
তা হতে বিঘত আকাঙ্ক্ষা আমার,তোমায় পাওয়া।
আমার আকাশ জুড়ে
তোমার বসত বাড়ি ,
নিঃশ্বাসে বিশ্বাসে কল্পনাতেও তুমি।
তুমি আছো বলে আজও স্বপ্ন জাগে
তুমি আছো বলেই হৃদয়ে বসন্ত আসে।
আমার সকল চাওয়া পাওয়া,
ভাবনার মাঝে তুমি,
আবেগ চঞ্চলতার অনুভূতি,
ভালোবাসা ধরে রাখে হৃদয়ে।
সত্যি আপু কল্পনাতে মিশে থাকে ভালোবাসার অনুভূতি। প্রিয়জনকে আগলে রাখার ব্যাকুলতা। অসাধারণ লিখেছেন আপু।
তুমি রয়েছো প্রতিটি নিশ্বাসে বিশ্বাসে
চোখের পাতার প্রতি ফলকের অনুভবে,
তুমি রয়েছো জীবনের
সুখ দুঃখের কল্পনার অনুভূতিতে।
তুমি রয়েছো নিশি রাতের জোনাকির
আলোর লুকোচুরি খেলাতে,
তুমি রয়েছো জীবনের ভালো রাখা
ভালো থাকার হৃদয় আনন্দের মেলাতে।
তুমি রয়েছো চঞ্চল মনের
উদাসী হাওয়ার বসন্তে,
তুমি খেয়েছ জীবনের
ভালোবাসা আবিরের ফাল্গুনে।
কিছু নীলচে খামে তুমি চিঠি পাঠিয়েছিলে সেদিন
খুলতেই অনিবার্য মেঘ ভাসিয়ে দিল পাহাড়চূড়া-
আমি রাত আঁকতে পারি নিখুঁত
হয়ত তোমার পাঠানো অক্ষরের নির্ভরতায়
আবার চাঁদ উঠেছে খামে...
আমি তখনও তোমার কথা ভাবি
রেললাইনের পাশে
তখন অনুভূতি খোঁজে আমার ঝকঝকে একাকিত্ব...
তুমি রয়েছো সকালের হাসির বিন্দুতে,
মন জুড়ায় তোমার মধুর সুরের সিন্ধু তে,
তুমি রয়েছো বৃষ্টির ফোঁটায়, বাতাসে,
প্রতিটি মুহূর্তে তোমারই আছে আঁচ।
তোমার চোখে দেখি পৃথিবীর সব স্বপ্ন,
তোমার হাসিতে ভুলে যাই সব ভয়ানক যন্ত্রণা |