এবিবি-ফান প্রশ্ন ১৮৪ || যত গর্জে তত বর্ষে না কেন?steemCreated with Sketch.

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

যত গর্জে তত বর্ষে না কেন?

প্রশ্নকারীঃ

@swagata21

প্রশ্নকারীর অভিমতঃ

কারণ গর্জন করতে করতে বর্ষার শক্তি কমে যায়। তাই সে আর কাজ ঠিকমতো করতে পারে না।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

ছেলেরা গর্জে বেশি পাত্রী দেখতে গিয়ে কিন্তু ভয়ে বর্ষেনা। কারণ বর্ষণ হলে কালি করা চুল যে সব সাদা তাতে ধরা খাওয়ার সম্ভাবনা থাকে।😆😆

এটা কিন্তু সত্যি কথা। এই কথার প্রমাণ আমি একবার পেয়েছিলাম ছোটবেলায়। হা হা হা....

 last year 

ওহ,তুমি তাহলে সাদা চুল কালো করার সাক্ষী দাদা,হি হি।

আমি না,আমার চুল তো কালো।😂😂😂অন্য একজনকে দেখেছিলাম আর কি।

 last year 

সেটাই তো বললাম,☺️☺️.

গর্জন দিতে দিতে আসলে বর্ষণ দেওয়ার এনার্জি সব চলে যায়। এইজন্য যতটা গর্জে ততটা বর্ষে না। তবে বিয়ে করা বউ এর ক্ষেত্রে এই ব্যাপারটা আমার কাছে ঠিক মিল খাচ্ছে না। কারণ বউরা যতটা গর্জে তার থেকে ১০ গুণ বর্ষে।
 last year 

তোমার তো বউ-ই নেই তবে তুমি জানলে কি করে ১০গুন বর্ষে।হি হি

আমার বউ নেই তাতে কি,আমার বন্ধুদের তো বউ আছে। তাদের মুখ থেকে শুনতে শুনতে আসলে এইসব ব্যাপার মুখস্ত হয়ে গেছে। 😂😂

 last year (edited)

দাদা,পরের কথায় কান দেওয়া উচিত নয়।কারন বন্ধুরা তো বাঁশ দেয়।

 last year 

দাদা আমি সোজা মানুষ, এখনো বিয়ে করি নাই, তাই আমি ব্যাপারটা ভালো বুঝলাম না 🙃

বিয়ে করেননি ভালো আছেন রে ভাই, বিয়ে করলেই যত ঝামেলা। পারলে প্রেম করাও বন্ধ করে দেন, ওটা তো আরো বড় ঝামেলা।

 last year 

ঠিকই বলেছেন দাদা।

 last year 

রাস্তা দিয়ে ঘুরে বেড়ানো, KTM আর বুলেট চালনো ছেলেগুলো, মেয়েদের দেখলে তাদের বাইক নিয়ে খুব স্পিডে গর্জন করতে থাকে। কিন্তু অতিরিক্ত গর্জন করতে গিয়ে হাল এতটাই বেহাল হয়ে যায় যে , উল্টে পড়ে গিয়ে এক্সিডেন্ট করে বসে, হা হা হা। তাই অতিরিক্ত গর্জন করা ভালো না, অতিরিক্ত গর্জন করতে গিয়ে বর্ষণ আর করা হয় না।

 last year 

একদম ঠিক কথা বলেছেন দিদি। খুবই সুন্দর এবং মজাদার উদাহরণ দিয়েছেন।

যাক এই ব্যাপারটা তাহলে তুমি অন্তত নোটিশ করেছো। এখনকার ছেলেপেলেরা অনেকটা এরকম হয়ে গেছে। তারা মনে করে জোরে বাইক চালালে হয়তো মেয়েরা আকর্ষিত হয়।

 last year 

😆😆😆😆 হ্যাঁ আমার এটা দেখে খুবই হাসি পাই।

 last year 

এইটার প্রকৃষ্ট উদাহরণ হলো রাজনৈতিক নেতারা, নির্বাচনের আগে মঞ্চে এসে মেঘের মতো গর্জন করে ভাষন দেয় জনগণের এটা করবো, সেটা করবো কিন্তু ভোটে জয় লাভের পরে আর কোনো বর্ষণ হয় না। অর্জন করার সামর্থ্য যাদের মধ্যে আছে গর্জন করার নির্বুদ্ধিতা তাদের ভেতরে নেই। 🙃😎

সর্বনাশ আপনি তো দেখছেন মারাত্মক সিরিয়াস টপিকস নিয়ে মন্তব্য করে ফেলেছেন। হা হা হা.... তবে কথাটা একদম সত্য এবং যুক্তিযুক্ত।

 last year 

তাই নাকি দাদা। হুম কথাটা আসলেই সত্যি।

 last year 

মেকআপ করা মেয়েদের দেখতে যেমন দেখা যায় আসলে কি তারা প্রকৃতপক্ষে তেমন?মেকআপ দিয়ে সবার মনের মনেকৌঠায় জায়গা নেয়। কিন্তু মেকআপ ছাড়া সেটি একদমই বিপরীত। এই কারণেই যত গর্জে তত বর্ষে না।

আসলে মেয়েরা যত কায়দা করে মেকাপ করে ওরকম করে যদি কোন ছেলেকেও মেকআপ করানো হয় তাহলে তাকেও দেখতে মেয়েদের থেকে বেশি সুন্দর লাগবে। সুতরাং আমরা মেকআপ দেখে কারোর উপর আকর্ষিত হবো না। হা হা হা..😂

 last year 

যত গর্জে তত বর্ষে না কেন?

গর্জনের শব্দ শুনে গর্জনের বাপ অর্জুন, গর্জনের সামনে চলে আসে। অর্জুনকে দেখে গর্জন ভয়ে মাথা ঘুরে পড়ে যায়। তাই গর্জন আর বেশি বর্ষাতে পারে না।🤣🤣🤣

 last year 

গর্জন করতে করতে এক সময় মাথা গরম হয়ে যায়। আর তখন সব পানি গর্জনকারীর মাথায় ঢালতে হয়।।এইজন্যই তো যত গর্জে তত যে তত বর্ষে না।

হা হা হা... খুব হাসি পেলো আপু আপনার মতামত পড়ে। আমার কাছেও আসলে ব্যাপারটা এরকমই মনে হয়।😂

 last year 

কথায় আছে খালি কলস বাজে বেশি। সেম অবস্থা আরকি।

 last year 

হুম আপু অনেক সুন্দর উদাহরণ হয়েছে।

 last year 

এটা যে কোন বিবাহিত পুরুষ কে জিজ্ঞেস করুন, সুন্দর উত্তর পেয়ে যাবেন।বউয়ের সামনে বাঘ ও বিড়াল হয়ে যায়।আর মেঘ তো কোন ছাড়। আমি অবিবাহিত মানুষ তাই এর বেশি বলতে পারলাম না।

বিবাহিত পুরুষের কাছে কি জিজ্ঞাসা করব, তারা তো বউয়ের ভয়ে এসব কথা বলতে চায় না। আমি তো অনেক বন্ধুকে জিজ্ঞাসা করেছি ভাই বিয়ে করে কেমন সুখে আছিস..? তারা শুধু উত্তরে এটাই বলে তুইও সুযোগ করে একটা বিয়ে করে নে তারপর বুঝবি মজা।

 last year 

ওটা তো দলে টানার তালে বলেছে।যে আমি একা কেন ভোগ করব তুই ও বোঝ মজা।😁😁

 last year 

যত গর্জে ততো বর্ষে না, এ কথা সঠিক আমি মনে করি। একটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি দিদি, বিভিন্ন দেশের নেতারা তাদের ভাষণে যেভাবে গর্জে ওঠে তাদের বাড়িতে যখন সিবিআই হানা দেয় তখন তাদের আর গর্জন থাকে না। মুহূর্তের মধ্যেই তারা বাঘ থেকে বিড়াল হয়ে যায়। তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে এখনো ওই কথাটি যুক্তিযুক্ত বলে আমি মনে করি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 88275.41
ETH 3281.06
USDT 1.00
SBD 3.00