এবিবি-ফান প্রশ্ন - ১৬৩ || অন্যের ভালোবাসার বিরহ দেখে, নিজেকে কিভাবে সান্ত্বনা দেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
অন্যের ভালোবাসার বিরহ দেখে, নিজেকে কিভাবে সান্ত্বনা দেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি ভালোবাসা বুঝি না, তাই বিরহ দেখিনি। আপনাদের কাছ থেকে মতামত জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
শিয়াল যেমন অনেক লাফালাফি করেও আঙ্গুর খেতে পারেনি, তখন বলে আঙ্গুর ফল টক। সেভাবেই নিজেকে সান্ত্বনা দিব।🤣🤣
মনে ভালোবাসা আসার আগেই চতুর্দিকে সার্কুলার করে রেখেছি,👀 আমার মনের সিট খালি নেই, দয়া করে কেউ ভালোবাসার লেনদেন করতে আসবেন না👀। এভাবেই নিজকে সান্ত্বনা দিয়ে রেখেছি।
অন্যের ভালোবাসা বিরহ দেখে এই বলে নিজেকে সান্ত্বনা দিব যে, তুমি ভালোবাসার বিরহে মরছো, আর তোমারটা দেখে আমি মরার আগে বেঁচেছি।
একদম পারফেক্ট ছিল ভাই অন্তত আগে থেকে সতর্ক হওয়া যাবে
🤣🤣
বন্ধু ভালবাসার বিরহে যে পরিমান সিগারেট বাকি খেয়েছে,দোকানদার তাকে হারিকেন দিয়ে খুজঁতেছে, আর গালি দিতেছে। আমার সিগারেটের টাকা গুলো বেচেঁগেছে ,হা হা হা।🤣🤣🤣
নিজেকে সান্ত্বনা দিতে হবে এইভেবে,ভালোবাসা অনিশ্চিত যখন তখন ফুড়ুৎ করে পাখির মতো উড়ে যেতে পারে।তাই নিজের বিরহ সইবার জন্য সদা প্রস্তুত থাকতে হবে সৈনিকদের মতো।🤣🤣
আশেপাশে বন্ধুদের তার গার্লফ্রেন্ড যে পরিমাণ প্যারা এবং ছেকা দিচ্ছে। তাই দেখে নিজের ভালবাসার প্রতি একটা সান্ত্বনা চলে আসে।
মাথার দুটো চুল ছিঁড়ে নিই। ব্যাস, নিজের দুটো চুল যাওয়ার বিরহে অন্যের ভালোবাসার বিরহ বেমালুম ভুলে যাই। হাঃ হাঃ
তাহলে তো মনে হয় এখন তোমার মাথায় আর চুল নেই অবশিষ্ট। কারণ কলকাতা শহরে বর্তমানে যে পরিমাণ প্রেমের বিরহ চলে, সেটা একজন মানুষের মাথার চুলের থেকেও অধিক।
শুধু চেনা জানা লোকের ক্ষেত্রেই প্রযোজ্য।
নিজেকে এই বলে সান্ত্বনা দেই , " যেটা ছিল না ছিল না সেটা না পাওয়ায় থাক .... সব পেলে নষ্ট জীবন"।
নিজেকে সান্ত্বনা দেই আর কিভাবে ! মনে মনে শুধু ভাবি যা হয় ভালোর জন্যই হয় ৷ আমিও ভালোবাসা বুঝিনা , তাই বিরহ নিয়ে কিছু বলতে পারছি নাহ ৷