এবিবি-ফান প্রশ্ন ১৭৮ | কথায় বলে শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি, .... বাড়িতে কি মধুর চাষ হয় ?steemCreated with Sketch.

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

কথায় বলে শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি, এখন প্রশ্ন হলো শ্বশুরমশাই এত মধু পান কোথায়? বাড়িতে কি মধুর চাষ হয় ?

প্রশ্নকারীঃ

@rme

প্রশ্নকারীর অভিমতঃ

আমার বেলায় মধুর হাঁড়ি নয়, কলসি পেয়েছিলাম। কিন্তু, মৌচাক তো দূরের কথা, একটাও মৌমাছিও কোথাও দেখিনি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

কারন,

সুন্দরী মেয়েদের বাসায় মৌমাছিরা বাসা করে এবং সেজন্যই শ্বশুরবাড়িতে খুবই বেশি মধু পাওয়া যায়।। বিশেষ করে শ্বশুরবাড়িতে ছোট ছোট শালীকা থাকলে মধুর পরিমান বেশি হয়।

আমিতো এখনো মধু ওয়ালা শ্বশুরবাড়ি খুঁজে বেড়াচ্ছি, হাহাহা।

শালীদের জন্য নাকি মধু বেশি পাওয়া যায়। হা হা হা...

 last year 

ওমা, আপনি জানেন না! হহাহাহা।

জানবো কি করে ভাই। আমার তো কোনো শালী নেই।🤭

আমার মনে হয় দাদা সব দোষ এই মৌমাছির। কারণ কোনো বাড়িতে সুন্দরী মেয়ে দেখলেই তারা সেখানে দাঁড়িয়ে যায়। তারপর নিয়মিত সেই সুন্দরী মেয়েকে দেখার জন্য তাদের বাড়ির আশেপাশেই মধুর চাক তৈরি করে, যাতে করে সব সময় যেতে আসতে দেখতে পারে সুন্দরী মেয়েদের। এই কারণেই আসলে মেয়ের বাপের বাড়িতে অর্থাৎ শ্বশুর বাড়িতে মধুর কখনো কমতি হয় না। কারণ মৌমাছি নিজেই যখন এসে ধরা দিচ্ছে তখন তো আর মধুর কমতি হওয়ার কথা না। এটা একটা কারণ, তবে আমার মনে হয় অন্য আরো একটা কারণ রয়েছে। আসলে বিয়ের পর পুরুষ মানুষের কি অবস্থা হয় সেটা তো পুরুষ মানুষ বিয়ে করলেই বুঝতে পারে। বিয়ের পর পুরুষ মানুষের শরীরের যত মধু সেটা তার বউ চুষে নেয়, জীবনে শান্তি বলে কিছু থাকেনা। এই ব্যাপারটা আবার শশুর মশাই বুঝতে পারেন, কারণ মেয়েটা তো তারই। এই কারণেই আসলে শ্বশুর মশাই সব সময় বাড়িতে মধু রেখে দেয়, যাতে মধুর অভাবে তার মেয়ের জামাই শুকিয়ে না যায়। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে সুন্দরী শালীও কিন্তু মধুর ভূমিকা পালন করে।
 last year 

আসলে শশুরমশাই তার বাড়ী থেকে সব থেকে বিষাক্ত মৌমাছি টা জামাই এর সাথে পাঠিয়ে দেন, তাই নির্ভয়ে মধু সংগ্রহ করে নিজে খান আর অল্প একটু বেচারা জামাইকে ভাগ দেন। অনেকটা সেই জুতো মেরে গরু দানের মতো 😆।

কিন্তু এখানে বিষাক্ত মৌমাছি টা কি, আমি বাপু বলবো না, আপনারাই বুঝে নিন 🙈।

ওরে বাবা রে এটা কি লিখেছো....😂😂😂😂😂😂😂 হাসতে হাসতে পাগল হয়ে গেলাম।

 last year 

না না দাদা, পাগল হয়ে যেইও না 😂😂😂😂।

 last year 

শশুর বাড়িতে গেলে মৌমাছির সাথে মধুও পাওয়া। মধু হলো শালী আর মৌমাছি হল ঘরওয়ালি। 😅😅😅

 last year 

হ্যা হ্যা মধু তো চাষ হয়ই, জামাইকে আপ্যায়ন করার জন্য 😉😉।জামাই তো মধুর জন্যই শশুর বাড়িতে যায়, শশুর বাড়িতে যাবে আর মধু দেওয়া হবে তা কি করে হয়।যাই হোক এখন প্রশ্ন হলো
মধুর কলসিটা পেয়ে আপনি কি করেছিলেন?🤭🤭

এখানে মধু হলো সালীরা,আর মৌমাছি হল বউ যে শুধুমাত্র সকাল বিকেল হুল ফোঁটায়।😂

 last year 

আপনি এত আগ থেকে জানেন কেমনে?

আমি সবই জানি, শুধু প্রকাশ করিনা আর কি।😂

 last year 

শ্বশুরমশাই ক্ষেতে গেলেই মধুপান।কারন তিনি বাড়িতে মৌচাকওয়ালা মধু নয়, মধুপানের চাষ করেন।হি হি☺️☺️

 last year 

হিহিহি। এটা তো সহজ উত্তর । কারন শ্বশুর মশাইয়ের শ্বশুর মধুর জন্য মৌচাক রেখে গিয়েছিল। আর এই শ্বশুড় বাড়ীর মধু সব শ্বশুররাই বংশীয় ভাবে পেয়ে থাকে বলে আমার বিশ্বাস। হি হি হি

 last year 

শ্বশুরবাড়িতে মধুর চাক রয়েছে, আর সেই মধুর চাক থেকে জামাইবাবু মধু খেতে থাকে।আর মধুর চাকে উপরে মৌমাছি রয়েছেও সেই মৌমাচি হলো বউ। আর সেই বউও যেন মৌমাছির মতো মাঝে মাঝে জামাইকে প্যারা দিতে থাকে।

 last year 

কথায় বলে শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি, এখন প্রশ্ন হলো শ্বশুরমশাই এত মধু পান কোথায়? বাড়িতে কি মধুর চাষ হয় ?

শ্বশুরমশাই নিজেই মধুর গোডাউন। জামাইরা শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে, শ্বশুরমশাই একটু একটু করে মধু বের করে দেয় গোডাউন থেকে।🤣🤣🤣

 last year 

আমাজন, ফ্লিপকার্ট এ বিগ বিলিয়ন সেলের সময় মধু অনেক সস্তায় পাওয়া যায়। সেই সময় সব শ্বশুরবাড়ির লোকজনরা বেশি বেশি করে মধু কিনে রাখে সস্তায়। এই কারণেই শ্বশুরবাড়ির লোকের কাছে সবসময় মধুর হাড়ি রেডি থাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62149.46
ETH 2438.84
USDT 1.00
SBD 2.68