"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #১৯৮ [তারিখ : ২৩-০১-২০২৪]
Banner Credit @alsarzilsiam
০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @monira999
উনার ভাষ্যমতে - আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :
" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল
জেনারেল রাইটিং-পথের মানুষ||। (তারিখ ২২.১.২০২৪)
দিনে দিনে শীত যেমন বেড়ে হচ্ছে তেমনি অসহায় মানুষগুলোর কষ্ট আরো বেশি বেড়ে যাচ্ছে। শীতের সাথে লড়াই করে বেঁচে আছে সেই পথের মানুষগুলো। শহরের অলিতে গলিতে কিংবা পাকা রাস্তার দুই ধারে আমরা এমন কিছু পথের মানুষকে দেখতে পাই যেই মানুষগুলো প্রতীক্ষায় থাকে একটু আলো ফুটে ওঠার। নির্ঘুম রাত কাটিয়ে ক্লান্ত শরীর যখন তাদেরকে আঁকড়ে ধরে তখনই পেটের ক্ষুধার তাড়নায় ছুটে চলে যেতে হয় কাজের সন্ধানে। যেই মানুষগুলোর দুবেলা খাওয়ার মত সঞ্চয় থাকে না সেই মানুষগুলো শীতের কাপড় কেনার কথা কল্পনাই করতে পারে না। আর সেসব অসহায় মানুষগুলোর কথা আমরা কেউ ভাবি না। তাদের দেখলেই হৃদয়ের মাঝে কষ্ট অনুভূত হয়। পথের ধারে যেই মানুষগুলোর বাস সেই মানুষগুলোর কাছে শীত মানে যেন তীব্র এক যন্ত্রণা।
পথের মানুষ বলতে আমি এটাই বুঝি তাদের নেই কোনো বাড়ি, নেই কোনো ঘর, না আছে তাদের কোনো ঠিকানা। অনেকেই অনেক রকম পরিস্থিতির স্বীকার হয়ে এই অবস্থায় আসে। আমরা হয়তো তাদের মনের কথা গুলো কিংবা তাদের মনের দুঃখ গুলোকে কখনো শুনতে চাইনা বা কখনো জানার আগ্রহ প্রকাশ করি না। কিন্তু একটা বার নিজেকে সেই অবস্থানে নিয়ে গিয়ে চিন্তা করে দেখেন আপনার কতটা কষ্ট অনুভব হবে। এই তীব্র শীতে আমরা নিজেদের কত ভাবে, কত রকম বস্র দিয়ে, কত রকম কসমেটিক্স দিয়ে নিজেকে সুরক্ষা রাখার চেষ্টা করি। কিন্তু যাদের এক বেলা খাবার খাওয়ার পর আরেকবেলা কি খাবে সেটাই জানে না তারা নিজেদেরকে শীত থেকে কি ভাবে সুরক্ষা করবে।
মনিরা আপুর লেখা জেনারেল রাইটিং-পথের মানুষ, লেখাটি সত্যি অনেক বাস্তবসম্মত ও হৃদয়বিদারক। এই লেখাটি পুরোটা পরে আমি সত্যিকার ভাবে অনুভব করতে পেরেছি তাদের কষ্ট গুলো। আমাদের প্রত্যেরকের নিজ জায়গা থেকে যে যেভাবে পারি কিংবা যতোটুকু সম্ভব তাদের পাশে দাঁড়ানো উচিৎ ও তাদের সাহায্য করা উচিৎ। আমরা মন থেকে চাইলে অনেক কিছুই করতে পারি। আর সবচেয়ে বড় বিষয় হলো কাউকে সাহায্য করতে হলে সম্পদের থেকে মন বড় হতে হয়। তাহলেই তার জন্য সাহায্য করাটা সহজ হয়ে যায়।
আজকের ফিচারড আর্টিকেল পোস্টে মনিরা আপুর নাম দেখে সত্যি খুব ভালো লেগেছে। মনিরা আপু সবসময় অনেক সুন্দর সুন্দর পোস্ট লিখে থাকে। উনার লেখা পোস্টগুলো আমার বেশিরভাগ সময় পড়া হয়। উনার এই পোস্টটা যদিও এখনও পর্যন্ত পড়া হয়নি তবে এখন দেখে ভালো লাগলো। পথের মানুষ নিয়ে অনেক সুন্দর করে পোস্টটা লিখেছে। ধন্যবাদ এই পোস্ট সিলেক্ট করার জন্য।
মনিরা আপু বাস্তবতাকে কেন্দ্র করে বেশ দারুন একটি পোস্ট লিখেছেন পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। মনিরা আপু আমার বাংলা ব্লগ কমিউনিটির বেশ ভালো একজন ইউজার।
জেনারেল রাইটিং পথের মানুষ ফিচার্ড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে নির্বাচিত করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আজকের ফিচারড আর্টিকেলে আমার পোস্ট নির্বাচিত করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। আমরা হয়তো সেসব অসহায় মানুষগুলোর কথা কখনোই ভেবে দেখি না। যারা দুবেলা খেতে পায় না তাদের কাছে শীতের কাপড় কেনা অনেকটা বিলাসিতার মত। তাই আমাদের সামর্থ্য অনুযায়ী যদি আমরা তাদের পাশে দাঁড়াই তাহলে তারাও একটু ভালো থাকতে পারবে।
আজকের ফিচারড আর্টিকেলে @monira999 আপুর এই পোস্ট সেরা পোস্ট হিসেবে নির্বাচন করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। আপু সবসময় আমাদের সাথে খুব সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করেন। আপুর পোস্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে আপুর রেসিপি, পেইন্টিং,জেনারেল রাইটিং পোস্টগুলো দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে। ধন্যবাদ আপুর এই পোস্ট ফিচারড আর্টিকেলে তুলে ধরে নতুন করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
মুনিরা আপু সবসময় তার লেখায় সমাজের বাস্তব চিত্র তুলে ধরার চেস্টা করেন।বেশ ভালো লেখেন আপু।আজ মুনিরা আপুর পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসাবে দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসাবে নির্বাচন করার জন্য।
আজকে দারুন একটি পোস্ট শেয়ার করেছেন মুনিরা আপু ।যেটা নিজের চিন্তা ভাবনার দারুন এক বহিঃপ্রকাশ। আসলে মানুষ হিসেবে মানুষের কে নিয়ে খারাপ সময়ে একটু ভাবা উচিত। এই শীতকালীন সময়ে যারা রাস্তার পাশে শুয়ে থাকে তাদের শীতকালীন পোশাক দিয়ে সহযোগিতা করা যেটা মনুষ্যত্ববোধের বড় পরিচয়। যেটা এই পোস্টের মাধ্যমে উপলব্ধি করতে পেরেছি।
আজকের ফিচারড আর্টিকেল পোস্টে মনিরা আপুর এত সুন্দর লেখাকে সিলেক্ট করা হয়েছে দেখে ভালো লাগলো। তিনি সবসময় আমাদের মাঝে অনেক সুন্দর লেখালেখির পোস্টগুলো শেয়ার করে থাকে। যেগুলো আমার পড়া হয়ে থাকে। পথের মানুষেরা অনেক কষ্টে থাকে। শীতের সময় তাদের সব থেকে বেশি কষ্ট হয়। এই পোস্টটা বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @monira999 আপুকে দেখে খুব ভালো লাগলো।এটি খুব চমৎকার একটি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমরা দেখতে পাই। অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
পোস্টের লিখাগুলো খুবই ভালো লাগলো পড়ে। আসলেই এই শহরে কিংবা গ্রামে শীত তাদের জন্যই যারা টাকা পয়সা ওয়ালা মানুষ। সবচেয়ে বেশি কষ্ট পায় তারা যারা হত-দরিদ্র কিংবা দরিদ্র। বিষয়টি ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে অনেক বেশি ভালো লেগেছে।