"আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল - রাউন্ড #৫০ [তারিখ : ২২-০৮-২০২৩]steemCreated with Sketch.

গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ঊনপঞ্চাশ তম রাউন্ড শেষে আজ ২২ আগস্ট ২০২৩ পঞ্চাশ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার- @tasonya



অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম- তাসলিমা আক্তার সোনিয়া। জাতীয়তা- বাংলাদেশী। শখ- আর্ট, রান্না। বিবাহিতা এবং ১ টি সন্তান রয়েছে। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২১ সালের ফেব্রুয়ারি মাসে স্টিমিটে জয়েন করেছিলেন এবং এখন মোট ব্লগিং ক্যারিয়ারের বয়স ২ বছর ৬ মাস ১ দিন।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:

1691230998658.jpg
ছবিটি নেওয়া হয়েছে সোনিয়া ম্যাডামের পোস্ট থেকে

অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে তৈরি কেকের অরিগ্যামি। ( Publish: 21.08.2023 )

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে তৈরি কেকের অরিগ্যামি তৈরি করলাম।আমি রঙিন কাগজ দিয়ে কেক তৈরি করব এটা ভেবেই বসেছিলাম। আসলে রঙিন কাগজের তৈরি কেকের ভিডিও গুলো দেখলে ভীষণ ভালো লাগে। তাই জন্য আমি আমার পছন্দ অনুযায়ী একটা কেকের ডিজাইন ঠিক করে নিলাম। পরবর্তীতে ওই ডিজাইন অনুযায়ী তৈরি করে ফেললাম। আসলে কেকের ডিজাইনটা তৈরি করার পর দেখতে ভালোই লেগেছে।আসলে আমি এই কেকটা তৈরি করার পর নাশিয়া কেকটা নিয়ে হ্যাপি বার্থডে বলে ফু দিচ্ছিল। তারপর ওইটা নিয়ে খেলতে শুরু করলো। ভাগ্যিস ফটোগ্রাফি করে নিয়েছিলাম আগে দিয়ে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।..


সোনিয়া ম্যাডামের এই কেকের অরিগ্যামিটা অনেক আকর্ষণীয় দেখতে হয়েছে। আজকে "আমার বাংলা ব্লগে" পোস্টগুলো দেখতে দেখতে সোনিয়া ম্যাডামের এই পোস্টটি আমার চোখে পড়ে এবং অনেক ভালো লাগে তার এই হাতের কাজটা দেখে। এরপর ভিতরে পুরোটা দেখতে থাকলাম কিভাবে তিনি এই কেকের অরিগ্যামিটা সম্পন্ন করেছেন। কেকের প্রতিটা ধাপ তিনি স্পষ্টভাবে তুলে ধরেছেন কিভাবে কোথায় কি করলে হয়, আর এটা দেখে অন্যরাও করতে পারবে। তবে কাগজের কাজগুলো আসলে দেখতে যতটা ভালো লাগে, কমপ্লিট করতে গেলেও অনেক পরিশ্রম দেওয়া লাগে এই কাজের পিছনে।

যাইহোক, এই কেকটা দেখে যেন একটা সত্যিকারের কেকের মতো দেখতে লাগছে, উপরে মোমবাতির মতো ডিজাইন করাতে দেখতে আরো বেশি চমৎকার হয়েছে। হাতের এইসব কাজগুলো খুবই সৃজনশীল সম্পন্ন একটি কাজ। এইসব কাজ অনেক প্রাচীন সময় থেকে হয়ে আসছে। কাগজ দিয়ে আসলে ছোট-বড়ো অনেক ডিজাইন এর কাজ করা যায়, সেটা যেকোনো বিষয়ের উপরে হতে পারে। যাইহোক, এতো সুন্দর সৃজনশীল সম্পন্ন একটা অরিগ্যামি পোস্ট 'আমার বাংলা ব্লগে' শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

Sort:  
 last year 

সোনিয়া আপু এককথায় দুর্দান্ত একটি পোস্ট শেয়ার করেছে। কেকের অরিগ্যামিটা জাস্ট অসাধারণ হয়েছে। সোনিয়া আপুর দক্ষতার প্রশংসা করতেই হয়। আপু সবসময়ই খুব সুন্দর সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করে থাকে। আপু আমাদের কমিউনিটির একজন প্রিমিয়াম ব্লগার। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

আসলে সোনিয়া আপু আজকে আমাদের মাঝে দুর্দান্তভাবে মোমবাতির অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছিল। সত্যি কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে দেখতে বেশ ভালই লাগে। অনেকগুলো পোষ্টের মধ্য থেকে বাছাই করে আজকে ফিউচার আর্টিকেল হিসেবে এই পোস্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আমার পক্ষ থেকে সোনিয়া আপুর জন্য শুভকামনা রইল।

 last year 

রঙিন কাগজ দিয়ে জিনিসপত্র তৈরি করতে আমার কাছে ভালোই লাগে। এই কেকের অরিগ্যামিটাও অনেক আনন্দ নিয়ে তৈরি করেছিলাম। তবে এই পোস্টটা এত বেশি পছন্দ করেছেন এটা দেখে ভালো লাগলো। আসলে পোস্ট তৈরি করার সময় এত কিছু চিন্তা করি না। যখন নিজের পোস্ট সম্পর্কে এত সুন্দর নিখুঁত প্রশংসা শুনি, তখন সত্যিই নিজের কাজের আগ্রহ বেড়ে যায়। এজন্য আজকের ফিচার্ড পোস্ট হিসেবে আমার পোস্ট সিলেক্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

রঙ্গিন কাগজ দিয়ে সোনিয়া আপু কেকের অরিগামি খুব সুন্দরভাবে তৈরি করেছে দেখে অনেক ভালো লাগলো। সোনিয়া আপু আমার বাংলা ব্লক কমিউনিটির একজন ভালো ইউজার। আপুর পোস্টগুলো আমি পড়ি আপু অনেক ভালো লিখেন। ফিচার্ড আর্টিকেলে এই পোস্টটি বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

সোনিয়া আপু সব সময়ই রঙিন কাগজ দিয়ে বেশ সুন্দর সুন্দর ক্রেয়েটিভ পোস্ট করার চেষ্টা করে। তার এত সুন্দর পোস্টগুলো দেখে কিন্তু আমি বেশ উৎসাহিত হই। আশা করি তিনি আরও সুন্দর সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করবেন। সোনিয়া আপুর পোস্ট কে ফিচারড অব আর্টিকেলের জন্য মনোনীত করায় অনেক অনেক ধন্যবাদ দাদা কে।

 last year 

রঙিন কাগজের তৈরি কেকের অরিগ্যামি দেখে খুবই ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে এত সুন্দর কেকের অরিগামি তৈরি করা যায় তা আমার জানা ছিল না। সোনিয়া আপুর পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম। বরাবরই সোনিয়া আপুর পোস্টগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হয়। যা আমার কাছে খুব ভালো লাগে। সোনিয়া আপুর তৈরি রঙিন কাগজের কেকের অরিগ্যামি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করে নেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

আমার তো এমনিতেই সনিয়া আপু পোস্ট গুলো অনেক ভালো লাগে দেখতে। আজকে কেকের অরিগামি তৈরি টাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এরকম পোস্টগুলো বিবেচনার মধ্যে আনলেও অনেক ভালো লাগে। আজকে আপনার পোস্টটি ফিউচার আর্টিকেল হিসেবে বিবেচনা করেছে দেখে আরো ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59824.84
ETH 2666.86
USDT 1.00
SBD 2.48