"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২২৭ [তারিখ : ২৩-০২-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tanjima


অথরের নামঃ তানজিমা । জাতীয়তা- বাংলাদেশী। বৈবাহিক অবস্থান- বিবাহিত এবং এক সন্তানের জননী । শিক্ষাগত যোগ্যতা- তিনি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছেন। তার শখ- তিনি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করেন । আবার তিনি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে ও খুব পছন্দ করেন। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২১ সালের আগস্ট মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :


IMG_20240223_111128.jpg

" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


IMG_20240223_113241.jpg

রেসিপি : চালের গুঁড়ার ডো দিয়ে পাতাসহ গোলাপ ফুল পিঠা (তারিখ ২৩.০২.২০২৪)

আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তবে আবহাওয়া যেভাবে পরিবর্তন হচ্ছে সুস্থ থাকা খুবই কঠিন। এই তো গতকাল বিকালে ও রাতে ঢাকা শহরে বৃষ্টি হয়েছে। আপনাদের এদিকে হয়েছে কিনা জানাবেন। হঠাৎ এমন বৃষ্টির জন্য ছোট বড় সবাই অসুস্থ হয়ে পড়বে। আপনাদের পরিবারকে নিয়ে সবাই সাবধানে থাকবেন। আমার টাইটেল দেখে এতক্ষণে বুঝে গিয়েছেন আমি কি রেসিপি পোস্ট করতে এসেছি। হ্যাঁ চালের গুঁড়ার ডো দিয়ে গোলাপ ফুল পিঠা রেসিপি। হয়তো আপনাদের কাছে একটু অন্যরকম মনে হচ্ছে। ঠিক আছে সব খুলে বলছি। আমি যখন গ্ৰামে ছিলাম তখন আমার ছোট ভাই মাংসের পিঠা খেতে চেয়েছিলো। আমি মা কে বললাম চালের গুঁড়া পানি দিয়ে মাখানোর সময় ডাক দিতে। কিন্তু মা এই কথা ভুলে গিয়েছিলো। সেজন্য চালের গুঁড়া গোলানোর ফটোগ্রাফি দখাতে পারলাম না। তাই চিন্তা করলাম সেখান থেকেই একটু গোলা মানে ডো নিয়ে অন্যরকম কিছু তৈরি করবো।


2VZXybTSZJq1AreaDn1D7Jp7ZEvgLC9TvJctofX1ChMgSZk3Phxon94sot8BubeDKgtcnWuTjz2oWowik6EGsWzU4F24bzPewcDMrqzdHHx8FqdbvW1bHSFrCwXJgNi5v69BxMbnq1EUTfPUEDCxH4ET6Zt.jpg



ছবিটি নেয়া হয়েছে @tanjima এর পোস্ট থেকে


আজকে যে পোস্টটি ফিচার পোস্ট হিসেবে মনোনীত করেছি সেটি একটি রেসিপি পোস্ট। এই রেসিপিটি দেখে মনে হচ্ছে শুধু যে খেতে ভালো হয়েছে তা নয় বরং রেসিপির ছবি দেখে মনে হচ্ছে এটা এক ধরনের শিল্পকর্ম। চালের গুড়া দিয়ে তিনি গোলাপ ফুল আকৃতিতে এক ধরনের পিঠা তৈরি করেছেন। এই ধরনের রেসিপি পোস্ট যথেষ্ট সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য।

দারুণ এই রেসিপি পোস্টটি তিনি ধাপে ধাপে চমৎকার ভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। যে কেউ তার এই রেসিপি পোষ্টের ধাপগুলো অনুসরণ করে রেসিপিটি তৈরি করতে পারবে। প্রথমে ছবি দেখে মনে করেছিলাম পুরো পিঠাটা মনে হয় একসাথে বানানো। পরে পোস্টটা পুরোপুরি দেখার পরে বুঝতে পারলাম আসলে আলাদা আলাদা ভাবে বানিয়ে ভেজে তারপর গোলাপ ফুলের আকৃতিতে সাজানো হয়েছে।


তানজিমা ম্যাডাম আমাদের কমিউনিটির এমন একজন ব্লগার যিনি প্রতিনিয়ত তার কাজের ধারাবাহিকতা বজায় রাখেন। তিনি যেমন দারুন গল্প লিখতে পারেন। তেমনি চমৎকার সব রেসিপি ও তৈরি করতে পারেন। সেই সাথে তার ছবি আঁকার হাতও চমৎকার। তিনি ঘোরাফেরা করতে অনেক পছন্দ করেন সেই সাথে দারুন সব ফটোগ্রাফিও করে থাকেন। কমিউনিটির যে সমস্ত সদস্য তাদের কনটেন্ট দিয়ে আমার বাংলা ব্লগ কে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলেছেন তিনি তাদের ভেতর অন্যতম।


ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 5 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে তানজিমা আপুর নাম দেখে খুব ভালো লেগেছে। তিনি অনেক সুন্দর করে এই পিঠা তৈরি করেছিল, যেটা আমার অনেক ভালো লেগেছে। ওনার এই পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখেই ভালো লেগেছে। ফুল আকৃতিতে এই পিঠা করার কারণে আরো ভালো লাগলো। ধন্যবাদ এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 5 months ago 

আমার আজকের রেসিপি পোস্ট ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে মনোনীত করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। এই পিঠা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও খুবই সুস্বাদু। তাছাড়া এই পিঠা বানাতে অনেক সময় লাগে। ধন্যবাদ ফিচারড আর্টিকেল কে আমার এই পোস্ট সেরা পোস্ট হিসেবে নির্বাচন করার জন্য।

 5 months ago 

ফিচারড আর্টিকেলে দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে।তানজিমা আপুর রেসিপি পোস্টটি বেশ ইউনিক ছিল।দারুণভাবে পিঠাটি তৈরি করেছেন আপু দেখেও লোভনীয় লাগছে।
অনেক ধন্যবাদ এই পোস্টটি ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 5 months ago 

আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেলটি দেখে ভালো লাগলো। আসলে আপুর রেসিপিটা খুবই ভালো ছিল এবং ফুলটি বেশ চমৎকারভাবে সে ডেকোরেশন করেছে ধন্যবাদ।

 5 months ago 

আজকের ফিচার্ড আর্টিকেলে তানজিমা আপুর একটি রেসিপি পোষ্ট সবার মাঝে হাইলাইটস করা হয়েছে, দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। তানজিমা আপুর তার সুন্দর রেসিপির মাধ্যমে আজকে ফিচার্ড আর্টিকেলে তার পোস্টটি জায়গা পেয়েছে। আসলে ফিচার্ড আর্টিকেল আমার বাংলা ব্লগ কমিউনিটির একটি বিশেষ আকর্ষণ।এই বিশেষ জায়গার মধ্যে নিজের নাম তুলে ধরতে হলে অনেক সুন্দর করে সাজিয়ে পোস্ট তৈরি করতে হবে।

 5 months ago 

চমৎকার একটি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমরা দেখতে পাই। অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 5 months ago 

তানজিমা আপুর এই পোস্টে আমার কমেন্ট করা হয়েছিল। ওনার এই পোস্টটা আমারও অনেক বেশি পছন্দ হয়েছিল। বিশেষ করে ফুল আকৃতির পিঠা বানানোর কারণে বেশি সুন্দর লেগেছে। আর ওনার এই পোস্ট ফিচারড আর্টিকেলে দেখে এখন আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ জানাই আপনাকে তানজিমা আপুর এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58051.31
ETH 3136.86
USDT 1.00
SBD 2.44