আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল - রাউন্ড #৬৭ [তারিখ : ১০-০৯-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png
Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @kazi-raihan


অথরের নাম: কাজী রায়হান। ইউজার নেমঃ @kazi-raihan। অথরের জন্ম ২০০০ সালের ১৫ই এপ্রিল । অথরের বয়স ২৩ বছর। তিনি একজন বাংলাদেশের নাগরিক। তার জন্মস্থান বাংলাদেশে কুষ্টিয়া জেলার খোকসা থানার আমবাড়ীয়া ইউনিয়নের আমবাড়ীয়া গ্রামে। তিনি একজন ছাত্র। বর্তমানে কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছে। তিনি ভ্রমন করতে পছন্দ করেন, অবসর সময়ে বই পড়তে ভালোবাসেন। এছাড়াও তিনি ফোটোগ্রাফি করতে ভালোবাসেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করেন ২০২১ সালের আগস্ট মাসের ২০ তারিখে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :

addsdf.png


gffhfjk.jpg

"উত্তপ্ত দুপুর"(Poem of my writing"hot afternoon")||by @kazi-raihan

আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। যদিও সপ্তাহে একটি করে কবিতা শেয়ার করার চেষ্টা করি সেই ধারাবাহিকতায় আজকের কবিতা লেখা। আসলে পোষ্টের ভিন্নতা বজায় রাখতে কোন সময় ফটোগ্রাফি কোন সময় কবিতা আবার কোন সময় নিজের জীবন বৃত্তান্ত নিয়ে পোস্ট করার চেষ্টা করি। আজকের এই কবিতাটি লিখেছি মূলত প্রকৃতির পরিবর্তনকে কেন্দ্র করে। এখন প্রকৃতির অনেক পরিবর্তন হয়েছে এক সময়ে বর্ষাকালে বৃষ্টি হতো কিন্তু এ বছরে যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন বর্ষাকালে প্রচন্ড গরম আর রোদ্দুর ছিল তবে শরৎকালে এসে কিন্তু আবার মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। শরৎকালের আবহাওয়া মনে হচ্ছে এখন বর্ষাকাল। আসলে প্রকৃতির এই বিদ্রুপ পরিবর্তনের জন্য হয়তো আমরা মানুষেরাই দায়ী। আমরা প্রতিনিয়ত প্রকৃতির উপরে নানান অত্যাচার করি যার কারণে হয়তো প্রকৃতিতে এরকম পরিবর্তন এসেছে।


ছবিটি নেয়া হয়েছে @kazi-raihan এর পোস্ট থেকে


কমিউনিটির যে সমস্ত মেম্বার নিজেদের সৃজনশীলতা এবং কঠোর পরিশ্রম দিয়ে কমিউনিটিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি হচ্ছেন তাদের ভেতরে অন্যতম। কাজি রায়হান ভাই এই কমিউনিটি চালু হওয়ার পর থেকেই এই কমিউনিটির সাথে যুক্ত রয়েছে এবং তার মেধা জ্ঞান দিয়ে এই কমিউনিটিকে সমৃদ্ধ করে যাচ্ছেন। আজ তিনি গ্রীষ্মকালের গরমের উত্তাপ নিয়ে একটি চমৎকার কবিতা উপস্থাপন করেছেন। সেই কবিতাটি আজকে আমার অনেক ভালো লেগেছে জন্যই তার পোস্টটি ফিচার্ড মনোনীত করা হয়েছে। তিনি অনেক আগে থেকেই বিভিন্ন ধরনের কবিতা আমাদের এই প্লাটফর্মে উপস্থাপন করে যাচ্ছেন। এছাড়াও তিনি ভ্রমণ এবং ফটোগ্রাফি পোস্ট করে থাকেন। তার প্রত্যেকটি পোস্টে মার্কডাউন এবং খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করে থাকেন। কাজী রায়হান ভাইয়ের জন্য শুভকামনা রইল। আশা করছি তিনি বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি দেখিয়ে আমার বাংলা ব্লগকে সমৃদ্ধ করে যাবেন।


ধন্যবাদ

Sort:  
 11 months ago 

ফিচার্ড আর্টিকেলে দারুন একটি পোস্ট নির্বাচিত করা হয়েছে। কবিতা পড়তে আমার ভীষণ ভালো লাগে। যদিও এই কবিতাটি পড়া হয়নি। তবে এই পোস্টটি ফিচার্ড আর্টিকেলে নির্বাচিত করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। আমি অবশ্যই এই কবিতাটি পড়ার চেষ্টা করব।

 11 months ago 

প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এতো চমৎকার একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য। একেবারে সময়োপযোগী একটি কবিতা লিখেছে রায়হান ভাই। মোটামুটি কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তবুও যেন গরমের তীব্রতা কোনো ভাবেই কমছে না। দুপুর বেলা তো রোদের জন্য বাসা থেকে বের হওয়া যায় না। আসলেই ওয়েদার একেবারে পরিবর্তন হয়ে গিয়েছে।

 11 months ago 

কাজী রায়হান ভাই একজন ভালো মানের ব্লগার। তার পোস্টগুলো বরাবরই ভালো মানের হয়ে থাকে। আজকের পোস্টটিও কিন্তু অনেক সুন্দর ছিল। সবকিছু মিলিয়ে কাজী রায়হান ভাই এর পোস্ট ফিচারড অব আর্টিকেল হিসেবে মনোনীত করায় দাদাকে ধন্যবাদ জানাই। সেই সাথে জানাই কাজী রায়হান ভাইকে অনেক অনেক অভিনন্দন।

 11 months ago 

বেশ সুন্দর একটি কবিতা ফিচার্ড আর্টিকেল হিসাবে নির্বাচন করার জন্য ধন্যবাদ। বেশ সুন্দর ভাবে তার কবিতায় প্রকৃতির বিরুপ রুপ তিনি ফুটিয়ে তুলেছেন। রায়হান ভাইকে অভিনন্দন তার লিখা কবিতা ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনীত হওয়ায়।

 11 months ago 

সব সময় ফিচার্ড আর্টিকেলে অসাধারণ পোস্টগুলো নির্বাচিত করা হয়। আজকেও কাজী রায়হান ভাইয়া পোস্টটি নির্বাচিত করেছে দেখে ভালোই লাগলো। ভাইয়া সব সময় সুন্দর পোস্টগুলো আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে। আমি সবসময় তার পোস্ট দেখার চেষ্টা করি। আজ তিনি ও ভালো মানের একজন ব্লগার হয়ে উঠতে পেরেছে আমাদের সবার মাঝে। ভাইয়ার কবিতাটি আসলেই সুন্দর ছিল। আপনিও সুন্দরভাবে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 11 months ago 

ফিচার্ড আর্টিকেলে চমৎকার একটি পোস্ট বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ। কবিতা লিখতে ও কবিতা পড়তে আমার ভীষণ ভালো লাগে। যদিও এই কবিতাটি পড়া হয়নি।আসলে যে সময় যেটা হওয়ার দরকার যেমন বর্ষার সময়
বৃষ্টি না হয়ে প্রচন্ড রোদের তাপমাত্রা যার কারনে বাইরে বের হওয়া কঠিন ব্যাপার।
অনেক ভালো লাগলো রায়হান ভাইয়ের পোস্টটি বাছাই করার জন্য।

 11 months ago 

ফিচার্ড আর্টিকেলে গাজী রায়হান ভাইয়ের খুব সুন্দর একটি পোস্ট আজকে নির্বাচন করা হয়েছে। রায়হান ভাই প্রায় সময় খুব সুন্দর সুন্দর কবিতা লিখে। আমি প্রায় সময় উনার কবিতা গুলো পড়ি আমার কাছে খুব ভালোই লাগে। আজকের কবিতাটি উনি প্রকৃতি নিয়ে লিখেছেন যা পরে বেশ ভালই লেগেছে। ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর সুন্দর পোস্টগুলো বেছে বেছে ফিচার্ড আর্টিকেলে নির্বাচিত করার জন্য।

 11 months ago 

অসাধারণ একটি কবিতা ছিল কাজী রাহান ভাইয়ের। এই কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে। আপনি ঠিক বলছেন অনেক অভিজ্ঞ একজন মানুষ কাজী রাহান ভাইয়া। প্রতিনিয়ত নিজের ক্রিয়েটিভিটি গুলো শেয়ার করে যাচ্ছেন তাতে অনেক বেশি অনুপ্রেরণা পায়। কবিতাটি ফিচারডআর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আজকের ফিচার্ড আর্টিকেলে আমার পোস্ট দেখতে পেয়ে সত্যি অনেক ভালো লাগলো। সব সময় নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি তাই প্রতিনিয়ত কোয়ালিটি সম্পূর্ণ পোস্ট শেয়ার করার চেষ্টা করি সেই সাথে মার্ক ডাউন গুলো ঠিক রাখারও চেষ্টা করি।

 11 months ago 

আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @kazi-raihan কে দেখতে পেয়ে খুব ভালো লাগলো।উনার পোস্টগুলো খুব কোয়ালিটি ফুল হয়ে থাকে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59834.01
ETH 2665.66
USDT 1.00
SBD 2.46