"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ১৮৫ [তারিখ : ১০-০১-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @emranhasan


অথরের নামঃইমরান হাসান । জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- বিবাহিত এবং দুই সন্তানের জনক । তার শখ- ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২০ সালের আগস্ট মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। তিনি নিজেকে আবেগী এবং বড্ড জেদি মনে করেন। তবে তিনি মানুষকে অনেক ভালবাসেন ।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :


IMG_20240110_165432.jpg

" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


IMG_20240110_165417.jpg

বাঙালি রেসিপি :) ছোট মাছের চচ্চড়ি। || Bengali Recipe (তারিখ ১০.১.২০২৪)

শুভ রাত্রি আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমি আজকে একটি রেসিপি পোষ্ট নিয়ে হাজির হলাম। আমরা বাঙালিরা খেতে পছন্দ করি, আমিও তার ব্যাতিক্রম নই। আর মাছে ভাতে বাঙালি বলে একটা কথা তো রয়েছেই। আমিও পাতে মাছ পেলে খাবারটি বেশ তৃপ্তি সহকারে খেয়ে থাকি। যাইহোক ছোট মাছ আমার এবং আমার পরিবারের সদস্যদের বেশ পছন্দের। সেদিন কিছু ছোট মাছ কিনেছিলাম, আর সেটা দিয়েই তৈরি করা হয়েছে এই ছোট মাছের চচ্চড়ি। আমি খুব সহজ করে রেসিপিটি দেখাবো, আশাকরি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করি।


99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWXv3kUrvwAjAPiJYYxMwXU7cw8CoMBmunsMddVG8sCtdbFuBivhqiCN2qaXCSDmLrhFJvuPihsJk7Rxhvdgb8J.jpg



ছবিটি নেয়া হয়েছে @emranhasan এর পোস্ট থেকে


কমিউনিটির যে অল্প কিছু মেম্বার আছেন যারা সবার কাছে প্রিয় মানুষ ইমরান হাসান হচ্ছেন তাদের ভেতরে অন্যতম। তিনি প্রতিনিয়ত তার সৃজনশীলতা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে আমার বাংলা ব্লগে নিজের সুদৃঢ় অবস্থান তৈরি করেছেন। তিনি যেমন রান্না করতে ভালোবাসেন, তেমনি ভালোবাসেন ছবি তুলতে। আবার পরিবার নিয়ে প্রচুর ঘোরাফেরাও করেন। কবিতা লেখাতেও তার রয়েছে দারুণ দক্ষতা। আবার তার গল্প লেখার হাত ও বেশ ভালো।

আজকে আমি তার যে পোস্টটি ফিচার পোস্ট হিসেবে বেছে নিয়েছি সেটা একটা রেসিপি পোস্ট। এই পোস্টটি বেছে নেয়ার পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে সহজে কিভাবে এই রেসিপিটি তৈরি করা যেতে পারে সেটি তিনি সুন্দরভাবে তার পোস্টের মাধ্যমে দেখিয়েছেন। খুবই সামান্য কিছু উপকরণ ব্যবহার করে তিনি এই রেসিপিটি তৈরি করেছেন। ঝামেলা হীন ভাবে খুব অল্প সময়ে আপনারা ইচ্ছা করলেই তার এই রেসিপিটি তৈরি করতে পারবেন।

ছোট মাছ আমাদের সবারই কম বেশি প্রিয়। আপনারা জানেন কিনা জানিনা তবে আমাদের সবার প্রিয় দাদারও কিন্তু ছোট মাছ অনেক পছন্দের। ইমরান হাসান ভাই সেই ছোট মাছেরই সুন্দর একটা রেসিপি আজ শেয়ার করেছেন। তার রেসিপির প্রেজেন্টেশন এবং কিভাবে তৈরি করা যায় সেটার সহজে বর্ণনার কারণেই তার আজকের রেসিপি পোস্টটি আমি ফিচার পোস্ট হিসেবে মনোনীত করেছি। আমি ইমরান হাসান ভাইয়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আশা করি তিনি যেন তার এই সৃজনশীলতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের অবস্থানের আরো উন্নতি ঘটাতে পারেন।


ধন্যবাদ

Sort:  
 6 months ago 

প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য। আসলে ছোট মাছ আমার কাছে ভীষণ ভালো লাগে, আর সবথেকে বড় বিষয় আমার পরিবারের ছোট সদস্যরা বেশ তৃপ্তি সহকারে খেয়ে থাকে। যাইহোক এই রেসিপিটি আমার ভীষণ পছন্দের এবং খুব সহজেই তৈরি করা যায়, তাই গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগা আমার স্বার্থকতা। সবার সুস্বাস্থ্য কামনা করছি।

 6 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। ইমরান হাসান ভাইয়া সবসময় দারুন দারুণ রেসিপি আমাদের মাঝে শেয়ার করেন। এই ছোট মাছের রেসিপি আমার অনেক ভালো লেগেছে।

 6 months ago 

একদমই ঠিক বলেছেন আমার বাংলা ব্লগ কমিউনিটির মেম্বারদের মধ্যে প্রিয় মানুষ ইমরান হাসান হচ্ছেন তাদের ভেতরে অন্যতম। ভাইয়ার পোস্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। সব সময় নিজের সেরাটা দিয়ে কাজ করার চেষ্টা করেন। ছোট মাছ আমার কাছেও খেতে ভীষণ মজা লাগে। আশাকরি ভাইয়ার কাছে থেকে আরো এধরনের পোস্ট পাবো ইনশাআল্লাহ। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলের জন্য শুভ কামনা রইল।

 6 months ago 

ইমরান হাসান ভাইয়ের এই পোস্টটা আমি দেখেছিলাম। তিনি ছোট মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করেছিল খুবই মজাদার ভাবে। ছোট মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করলে কিন্তু খুবই সুস্বাদু হয়। তিনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর পোস্টগুলো সবার মাঝে শেয়ার করে থাকে। তিনি এই কমিটির একজন নিয়মিত ইউজার। ধন্যবাদ জানাই তার এই পোষ্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।

 6 months ago 

ফিচারড আর্টিকেলে ইমরান হাসান ভাইয়ার পোস্ট দেখে অনেক ভালো লাগলো।ভাইয়ার রেসিপি গুলো অনেক দারুন হয়।ছোট মাছের চচ্চড়ি রেসিপিটি দেখে অনেক লোভনীয় লাগছে।বেশ দারুণভাবে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57610.17
ETH 3118.28
USDT 1.00
SBD 2.39