"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২০৬ [তারিখ : ৩১-০১-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" এর আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @uttsho


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ উৎস সরকার। জাতীয়তাঃ বাংলাদেশী। আমার বাংলা ব্লগের যেসব সদস্যরা সদ্য যোগ দিয়েছেন তাদের মধ্যে একজন হলেন উৎস কুমার সরকার। উনি ২০২০ সালে এসএসসি এবং ২০২২ সালে এইচএসসি পাস করে উনি বর্তমানে বগুড়া জেলার সৈয়দ আহমেদ কলেজে বিবিএ অনার্সের প্রথম বর্ষের ছাত্র। যদিও উৎস ভাইয়ের দিনের বেশির ভাগ সময় তার কলেজেই কাটে তবে যখন উনি সময় পান তখন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, মুভি-সিরিজ দেখে ও ছবি অঙ্কন করে কাটান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20240131-221413.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


IMG.jpeg

সুপারি পাতায় আঁকা আঁকি by @uttsho (তারিখ ৩১.০১.২০২৪)

সবাই কে আমার নমস্কার /আদাব। আশ করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি। তবে আজ সকাল থেকে ঠান্ডা আর জ্বর শুরু হয়েছে।জ্বর আর ঠান্ডার কারনে সরাদিন প্রায় শুয়ে বসেই ছিলাম।আর ঠান্ডার ঔষধ খেলে তো শুধু ঘুম ধরে। এভাবে শুয়ে বসে থাকতে ভালো লাগল না, তাই অনেক দিন আগে বন্ধু দের সাথে করে দুটো সুপারি পাতার থালা কিনছিলাম। সেটাতেই আজ আঁকা আঁকি করলাম।…


আমার বাংলা ব্লগের সবসময় সদস্যদের উৎসাহ দেয় যাতে তারা তাদের শৈল্পিক সত্তাকে সুন্দর ভাবে ফুটিয়ে সবার মাঝে তুলতে ধরতে পারেন। আমার বাংলা ব্লগ মনে প্রানে চায় সদস্যরা যেন আমাদের মাঝে তাদের সবটা খুব স্বাচ্ছন্দ্যে মেলে ধরতে পারেন তারই যেন প্রতিফলন স্বরূপ আজকের ফিচারড পোস্ট। উৎস ভাই আমাদের সাথে যোগ দেওয়া নব্য সদস্যদের মধ্যে একজন। নতুন হলেও এরই মধ্যে উৎস ভাইয়ের আঁকা ছবি সবাইকে আকর্ষিত করেছে। উনি ছবি আঁকতে বা যেকোনো জিনিস থেকে DIY বানাতে যে বেশ পারদর্শী সেটা তার বিগত তিনটি পোস্টই প্রমান করে দেয়।

উৎস ভাই নানান সময়ে আমাদের মাঝে খুবই সুন্দর সব DIY ও আঁকা দিয়ে চলেছেন। আজ তারই অঙ্কন সবার সামনে তুলে ধরবো। কমিউনিটিতে ঘোরাফেরা করতে করতে তার ছবিটা নজরে পরে। প্রথম দেখাতেই উৎস অঙ্কনটি ভালো লেগে যায় কারণ ছবিতে রঙের অদ্ভুত সুন্দর ব্যবহার। তারপর যখন উনার পোস্টটি পড়লাম, তখন আরো অবাক হলাম। জানতে পারলাম উৎস ভাই শরীরে জ্বর নিয়েই ছবিটা এঁকেছেন। ভাবতে বাধ্য করলো শারীরিক পরিস্থিতি খারাপ থাকলে যখন কোনো কিছুতেই মন বসানো যায় না সেখানে তিনি কি সুন্দর ছবি আমাদের মাঝে উপহার দিয়েছেন। উপকরণ জোগাড় করে তাকে সাহায্য করেছেন উৎস ভাইয়ের বোন।

ছবিটিতে জল রং যেমন খুব সুন্দর ভাবে ব্যবহার হয়েছে তেমনি উৎস ভাই খুব ভালো বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। উনি ক্যানভাস হিসেবে সুপারি পাতার প্লেটের ব্যবহার করে সেই প্লেটের উপরেই ছবিটি এঁকেছেন। যেটা তার করা ছবিটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারাও পোস্টটি থেকে ঘুরে আসবেন। আশা করি আপনাদেরও উৎস ভাইয়ের প্রচেষ্টা ভালো লাগবে।


IMG.jpeg

ছবিটি উৎস ভাইয়ের ব্লগ থেকে নেওয়া

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 7 months ago 

ফিচার্ড আর্টিকেলে পোস্টটি মনোনয়ন পেয়েছে দেখে বেশ ভালো লাগলো। এই পোষ্ট যদিও এর আগে আমার পড়া হয়নি তবে এখন পোস্টটি দেখে বেশ ভালো লাগলো অনেক ব্যতিক্রম ধরনের একটি পোস্ট ছিল। অনেক ধন্যবাদ
পোস্টটি ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য।

 7 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে উৎস ভাইয়ার নামটা দেখে সত্যি খুব ভালো লাগলো। তিনি অনেক সুন্দর করে এই পেইন্টিংটা করেছে। সুপারি পাতায় আঁকা আঁকি করেছে যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনার এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।

 7 months ago 

ফিচারড আর্টিকেলে এরকম সুন্দর একটা পোস্ট দেখতে পেয়ে সত্যি খুব ভালো লেগেছে। উৎস ভাইয়ের এরকম সুন্দর এবং ইউনিক একটা আইডিয়া দেখে সত্যি আমার কাছে বেশি ভালো লেগেছে। তিনি গাছের ডালটাও অনেক সুন্দর করে অংকন করেছেন। তার এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ জানাই।

 7 months ago 

আমার বাংলা ব্লগ" এর আজকের ফিচারড আর্টিকেল রাইটার হিসেবে @uttsho ভাইকে দেখে খুব ভালো লাগলো।এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমরা দেখতে পাই। অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 7 months ago 

ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60007.10
ETH 2415.95
USDT 1.00
SBD 2.41