"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২৫৭ [তারিখ : ২৭-০৩-২০২৪]

Today's Featured post.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @ronggin


অথরের নাম সুবীর বিশ্বাস( রঙিন)। তিনি কলকাতার বারাসাতে আমি বসবাস করেন। তিনি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। তিনি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসেন। তবে নতুন নতুন জিনিস শিখতে তার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা তার বেশ প্রিয়। তিনি এই প্লাটর্ফমে জয়েন করেছেন ২০২২ সালের মার্চ মাসে। তিনি কমিউনিটির অত্যন্ত সুপরিচিত একজন মেম্বার। যিনি শুরু থেকেই তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :


Screenshot 2024-03-26 195720.png

22.png

" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


rongin1.jpeg

"ডাই || ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে তরমুজ ও পান্ডার ওয়ালমেট তৈরি। [২৬-০৩-২০২৪]

নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও অনেক ভালো আছি। বেশ কিছুদিন ধরে খুব ব্যস্ত ভাবে সময় যাচ্ছে আমার। এই ব্যস্ততার মধ্যেও সব কাজগুলো নিয়মিতভাবে করা একটা অভ্যাসে দাঁড়িয়েছে আমার। বন্ধুরা, তোমরা সবাই জানো যে আমি এখন নিয়মিতভাবে প্রতি সপ্তাহে একটি করে ডাই তোমাদের সাথে শেয়ার করি। সত্যি কথা বলতে বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা এই ডাইগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আগে কাগজ দিয়ে তোমাদের সাথে অনেক ডাই শেয়ার করেছি। তবে বর্তমানে আমি কার্ডবোর্ড এবং ক্লে এর সাহায্যে ডাই গুলো তৈরি করে শেয়ার করছি। এগুলো করতে একটু অভিজ্ঞতার দরকার পড়ে। আর আস্তে আস্তে আমি এই অভিজ্ঞতাও অর্জন করছি এইগুলো করতে গিয়ে। যাইহোক, আজকে আমি ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে তরমুজ ও পান্ডার একটি ওয়ালমেট তৈরি করেছি। আমি চেষ্টা করেছি ডাই টি সুন্দরভাবে তৈরি করে তোমাদের সাথে শেয়ার করার। এই ডাই টি আমি কিভাবে তৈরি করেছি তা ধাপে ধাপে নিচে শেয়ার করলাম। আশা করি, তোমাদের এটি ভালো লাগবে।...


rongin1.jpeg

rongin.jpeg


ছবিগুলো নেয়া হয়েছে @ronggin এর পোস্ট থেকে


আজকের ফিচার্ড পোস্ট বাছাই করতে গিয়ে দারুন দারুন পোস্ট দেখতে পেয়েছিলাম। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে এই পোস্টটি দারুণ লেগেছিল। রঙিন ভাই ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে তরমুজ ও পান্ডার ওয়ালমেট তৈরি করেছিল যা দেখতে বেশ সুন্দর লাগছিল। এছাড়াও তিনি তার পোষ্টের মধ্যে তৈরি পদ্ধতিগুলো অনেক চমৎকার ভাবে বর্ণনা করেছেন, এছাড়াও তার উপস্থাপনা অসাধারণ ছিল। আসলে ডাইপ্রজেক্ট গুলো তৈরি করা কিন্তু মুখের বিষয় নয়। এখানে অনেকটাই কল্পনার বিষয় রয়েছে। আমি কি তৈরি করব সে বিষয়টা আগে চিন্তাভাবনা করতে হয় এবং সেই বিষয়ে অনুযায়ী আমার কি কি প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে সেগুলো অ্যারেঞ্জ করতে হয়। পরবর্তীতে সেই চিন্তা ভাবনাকে ডাই প্রজেক্ট এর মাধ্যমে বাস্তবায়ন করতে হয়। যে বিষয়টি রঙিন ভাই অনেক চমৎকার ভাবেই আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন।

রঙিন ভাই এই কমিউনিটির একজন অ্যাক্টিভ মেম্বার। তিনি তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে তার এই নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন। তিনি সব সময় এই কমিউনিটিতে কোয়ালিটি ফুল পোস্ট করে থাকেন। তিনি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের পোস্ট করে যাচ্ছেন। এর মধ্যে ফটোগ্রাফি পোস্ট, ট্রাভেলিং, আর্ট পোস্ট এছাড়াও ডাই প্রজেক্ট অন্যতম। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করেন। কমিউনিটির যে সমস্ত মেম্বার তাদের চমৎকার সব সৃজনশীলতা দিয়ে কমিউনিটিকে সমৃদ্ধ করে চলেছেন তিনি তাদের মধ্যে একজন।

তার পুরো পোস্ট উপরে অনেক মুগ্ধ হয়েছি এবং আমার কাছে ওনার সবকিছুই অনেক ভালো লেগেছিল। তবে এইটাই প্রজেক্টটি তৈরি করতে বেশ সময় লেগেছে এবং অনেক ধৈর্যের সাথে কাজ করে যেতে হয়েছে, উনার পোস্ট পড়ে এটাই বুঝতে পেরেছি। সবদিক থেকেই এই পোস্টটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, তাই এই পোস্টে আজকে ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করা হলো।



ধন্যবাদ

Sort:  
 4 months ago 

রঙিন ভাইয়ের এই পোস্টটি আমি দেখেছিলাম খুবই ভালো লেগেছে আমার কাছে। ক্লে এবং কার্ডর্বোড দিয়ে তরমুজ ও পান্ডার ওয়ালমেট তৈরি খুব দারুণভাবে করেছেন তিনি। সে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে প্রতিনিয়ত চমৎকার সব পোস্ট আমাদের মাঝে উপহার দেন । রঙিন ভাইয়ের এই পোস্টটি আজকে ফিচার্ড আর্টিকেলে স্থান পেয়েছে দেখে খুবই ভালো লাগছে।

 4 months ago 

রঙ্গিন ভাইয়ার পোস্ট টি এবিবি ফিসার হিসেবে মনোনীত করায় ভাইয়াকে অভিনন্দন জানাচ্ছি।রঙ্গিন ভাইয়া দারুন ক্রিয়েটিভিটির দ্বারা খুবই সুন্দর একটি ডাই তৈরি করেছিলেন।আশা করি ভাইয়ার থেকে আগামীতে আরো দারুন সব ডাই দেখতে পারবো।

 4 months ago 

রঙিন ভাইয়ার এই পোস্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। আজকের ফিচার্ড আর্টিকেলে ভাইয়ার এই পোস্ট সেরা পোস্ট হিসেবে নির্বাচন করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। ভাইয়া ক্লে ও কার্ডবোর্ড দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। তিনি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন এক্টিভ মেম্বার। উনার প্রতিটা পোস্ট আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট সেরা পোস্ট হিসেবে নির্বাচন করার জন্য।

 4 months ago 

রঙ্গিন ভাইয়ের পোস্টগুলো খুব সুন্দর হয়। আমার বাংলা ব্লগ কমিউনিটির বেশ ভাল একজন ইউজার।ওয়ালমেটটি অসাধারণ হয়েছে। ক্লে দিয়ে যে কোন জিনিস তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে। অনেক ধন্যবাদ দারুন একটি পোস্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 4 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে @ronggin ভাইয়ার নামটা দেখে খুব ভালো লেগেছে। উনার এই পোস্টটা আমি গতকালকে দেখেছিলাম। আর এই পোস্টে কমেন্ট করা হয়েছিল। প্রথমবার দেখাতেও এই পোস্টটা খুব ভালো লেগেছিল। আর এখন ফিচারডে দেখে তো আরো ভালো লাগতেছে। ক্লে এবং কার্ডবোর্ড ব্যবহার করে এটা অনেক সুন্দর করেই তৈরি করেছে। অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 4 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আমার শেয়ার করা এই পোস্ট টি নিয়ে এত সুন্দর কিছু কথা সবার সাথে শেয়ার করার জন্য।

 4 months ago 

আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @ronggin দাদা কে দেখে খুব ভালো লাগলো।আসলে উনার কাজটা চোখে লাগার মত ছিলো।

 4 months ago 

ধন্যবাদ ভাই, আমার এই কাজের এত সুন্দর প্রশংসা করার জন্য।

 4 months ago 

গত কালকে যখন আমি পোস্ট পড়ছিলাম তখন এই পোস্ট আমার চোখে পড়ে। বিস্তারিত দেখে বেশ ভালই লাগছিল। কার্ডবোর্ড দিয়ে এবং ক্লে দিয়ে সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করেছিলেন। এমন সুন্দর একটি পোস্ট ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য।

 4 months ago 

@ronggin ভাই সব সময় নিজের দক্ষতাকে কাজে লাগিয়েই এই ধরনের কাজগুলো করে। ওনার ক্রিয়েটিভিটি দেখলে সত্যিই প্রতিনিয়ত মুগ্ধ হয়ে যাই। তিনি সত্যি একজন ক্রিয়েটিভ মানুষ। আজকের ফিচারড আর্টিকেল হিসেবে ওনার পোস্ট বাছাই করা হয়েছে দেখেই তো ভালো লেগেছে। ওনার তৈরি করা এই ওয়ালমেট তো জাস্ট অসাধারণ হয়েছিল। এই পোস্ট সিলেক্ট করার জন্য ধন্যবাদ।

 4 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, আমার কাজ করার দক্ষতার এত সুন্দর প্রশংসা করার জন্য। আপনার এই প্রশংসামূলক মন্তব্যটি পড়ে সত্যিই অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64867.61
ETH 3451.61
USDT 1.00
SBD 2.55