"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৩৪ [তারিখ : ০৫-০৮-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @emon42


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম: ইমন হোসেন। জাতীয়তা- বাংলাদেশী। শখ- ফুল গাছ রোপন করা। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার- ২০২১ সালের জুলাই মাসে স্টিমিটে জয়েন করেছিলেন এবং এখন মোট ব্লগিং ক্যারিয়ারের বয়স ২ বছর ২৮ দিন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

emon42.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


image.png

আমার সংগ্রহে থাকা পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রা।... @emon42(05.08.2023 )

পৃথিবীর বয়স যত বেড়েছে সভ‍্যতা যত এগিয়েছে মানুষের জীবনযাপন এর ধরণ ততই পাল্টে গেছে। একেবারে সৃষ্টির শুরুতে মানুষ যখন সমাজবদ্ধ ভাবে সভ‍্যভাবে জীবন যাপন শুরু করে তখন থেকেই কিন্তু টাকা বা কাগজের মুদ্রার প্রচলণ ছিল না। প্রথমদিকে মানুষ ব‍্যবহার করত বিনিময় প্রথা। এক জন মানুষ অন্য আরেকজন এর সঙ্গে তার প্রয়োজনীয় পণ‍্য বিনিময় করত। কিন্তু এটাতেও ছিল অনেক সমস্যা। কিন্তু যখন এই বানিজ‍্য দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে চলে যায় তখন চালু হয় মুদ্রা ব‍্যবস্থা। এই মুদ্রাগুলো সাধারণত স্বর্ণ, রৌপ‍্য, তামা এইধরনের ধাতু গুলো ব‍্যবহার করে তৈরি করা হতো। তখন মানুষ এগুলোর মাধ‍্যমেই পণ‍্যের ক্রয় বিক্রয় করত। এই মুদ্রা ব‍্যবস্থা থেকেই আসে ব‍্যাংক ব‍্যবস্থা। ভিন্ন দেশ বা অন্য কোন দেশ থেকে যখন মানুষ ব‍্যবসার উদ্দেশ্য আরেক দেশে যেত তখন তারা স্বর্ণ বা রৌপ‍্য দিয়ে ঐ দেশের ব‍্যাংক থেকে ঐ দেশের চলিত মুদ্রা সংগ্রহ করত এবং সেটা দিয়েই ক্রয় বিক্রয় করত।…


কথায় আছে,"শখের দাম লাখ টাকা।"শখ কে কোনো ভাবেই ছোট করে দেখার সুযোগ নেই।কারণ শখের উপর নির্ভর করে জগতে অনেক সাফল্যমণ্ডিত কাজ হয়েছে।আজকে আমার বাংলা ব্লগ এর পোস্ট গুলো দেখতে দেখতে হঠাৎ @emon42 এর একটি পোস্ট আমার নজরে এলো।উনি আমার বাংলা ব্লগের একজন সম্মানিত ভেরিফাইড ইউজার।নিয়মিত ভালো ভালো ভিন্নতা সম্পন্ন পোস্ট করে চলেছেন আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের সৃজনশীলতা ও দক্ষতার পরিচয় দিয়েছেন বহুবার।উনি একটি পোস্ট এ বিভিন্ন দেশের মুদ্রা জমানোর শখের কথা বলেছেন।তাই আমি আগ্রহ নিয়ে পোষ্টটি পড়তে শুরু করলাম।নিজের চাচাতো ভাইয়ের কাছে থেকে অনুপ্রাণিত হয়ে উনি ২০১৬-১৭ সাল থেকে অল্প অল্প করে বিভিন্ন দেশের নোট ও কয়েন কালেকশন শুরু করেন।ওনার এই শখের কথা ,কিভাবে এই লাইনে এলেন খুবই মার্জিত ও ধারাবাহিক ভাবে বর্ণনা করেছেন।এটা আমাকে খুবই আকৃষ্ট করেছে।একটা পোস্ট ফিচার পোস্ট হওয়ার ক্ষেত্রে এটি একটি বড় গুণ।

এই অবধি ইমন ভাইয়ের কাছে ৬৩ টি দেশের সর্বমোট ১৫০ টি নোট ও বেশ কিছু কয়েন রয়েছে।তিনি ফটোগ্রাফির মাধ্যমে এই নোট ও কয়েন গুলো আমাদের দেখিয়েছেন।তার ফটোগ্রাফির মাধ্যমে আমরা ও বিদেশি কয়েকটি নোট ও কয়েন দেখার সুযোগ পেলাম।দিনদিন তার সংগ্রহ বেড়ে চলেছে দেখে খুব ভালো লাগলো।ওনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।


image.png

ছবি গুলো ইমন এর ব্লগ থেকে নেওয়া

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 last year 

এই পোস্ট আমি পড়েছি আসলেই অনেক ভালো লেগেছে কারণ পৃথিবীর প্রচলন থেকে মানুষের জীবনযাত্রার মান মুদ্রার উপর নির্ভর করে। দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রায় এগিয়ে যাওয়ার অনেক পুরাতন নোট এখানে রয়েছে খুব ভালো লাগলো একসাথে দেখতে পেরে তাছাড়া বিভিন্ন দেশের মুদ্রা দারুন ছিল।

 last year 

শুভ কামনা ইমন ভাই কে। ধন্যবাদ দাদা প্রতিনিয়ত ভালো ভালো ইউজারদের কে তাদের পোস্টের যোগ্যতার বিচারে ফিচারড অব আর্টিকেলের অর্ন্তভুক্ত করায়। আমার বিশ্বাস এতে করে ইউজারদের মধ্যে কাজ করার প্রবোনতা আরও অনেকটাই বেড়ে যাবে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59378.58
ETH 2646.25
USDT 1.00
SBD 2.46