"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭৩ [তারিখ : ১৭-০৯-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @ayaan001


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ মোঃ আশিকুর রহমান । জাতীয়তাঃ বাংলাদেশী। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি কালিগঞ্জ ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20230917-233813~2.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Image.jpeg

আমাদের প্রাথমিক চিকিৎসা। by @ayaan001 (তারিখ ১৭.০৯.২০২৩ )

কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব। বিষয়টি হলো আমরা কোন সংবাদ পাওয়ার পর যখন রোড এক্সিডেন্টে যাই তখন প্রাথমিক অবস্থায় রোগীকে কিছু চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। সব রোগের ক্ষেত্রে তো আমরা এই প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি এমনটা নয়। কিছু কিছু রোগের জীবন রক্ষার্থে আমরা এই প্রাথমিক চিকিৎসা গুলো দিয়ে থাকি।...


রাস্তা চলাফেরার সময় আমরা মাঝেমধ্যে বিভিন্ন ধরনের দুর্ঘটনা দেখে থাকি তবে গ্রামের দিকে দুর্ঘটনা ঘটলে আশেপাশের মানুষ যেমন এগিয়ে আসে তেমনভাবে কিন্তু শহরের মানুষ কোনো দুর্ঘটনা দেখলে এগিয়ে আসেন না। জানিনা হয়তো আইনের ফাঁদে পড়ার ভয় কিংবা আমার তো সমস্যা নয় আমি যাবো কেন, এই দুই মানসিকতা থেকে তৈরি হয়েছে। তবে এটা সামাজিক অবক্ষয়ের একটা দিক। কারণ দিনের শেষে আমরা তো সকলেই মানুষ, কারো সমস্যা হলে এগিয়ে যাবো, তাই নয় কি? বিশেষ করে রাস্তাঘাটে কেউ দুর্ঘটনার কবলে পড়ে। আজকের পোস্টটি আমার এই কারণেই ভালো লেগেছে। আশিকুর ভাই কর্মসূত্রে একজন দমকল কর্মী। তিনি তার আজকের পোস্টে কিভাবে একজন রাস্তায় আহত ব্যক্তিকে তারা শুশ্রূষা দেন সেটারই কিছুটা রূপ তুলে ধরেছেন।

দমকল কর্মীরা কিভাবে একজন রাস্তায় আহত ব্যক্তিকে ব্যান্ডেজ করে প্রাথমিক চিকিৎসা দেন সেটারই কিছু অংশ তিনি ধাপে ধাপে দেখিয়েছেন। যেটা আমাদের জানা থাকলে এরকম কোনো পরিস্থিতিতে পড়লে কাজে লেগেও যেতে পারে।

লেখার সবচাইতে যে জায়গাটা আমার ভালো লেগেছে সেটি হল স্মল আর্ম ব্যান্ডেজ কিভাবে সঠিক পদ্ধতিতে বাধা হয়ে থাকে সেই ব্যাপারে আমরা কিছুটা হলেও ধারণা পাই। যেটা আমাদের বাস্তব জীবনে খুবই কাজে আসে, কারণ ছোটখাটো দুর্ঘটনা হলে আমরা আগে হাতেই চোটটা পাই।


Image.jpeg

ছবিটি আশিকুর ভাইয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 11 months ago 

এই পোস্টটি কিছুক্ষণ আগে পড়লাম। আসলেই খুব ভালো লিখেছেন উনি। পোস্টটি পড়ে অনেক অজানা তথ্য জানতে পারলাম। যা হয়তো কখনো কাজে লাগতে পারে। যাইহোক এতো গুরুত্বপূর্ণ একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 11 months ago 

আলহামদুলিল্লাহ আজকে আমার পোস্টটি ফিচারড আর্টিকেলের অন্তর্ভুক্ত হয়েছে দেখে খুবই খুশি হয়েছি। আমার লেখা পোস্ট যে ফিচারড আর্টিকেল হিসাবে গন্য হবে আমি ভাবতে পারি নাই। যাই হোক দেখে খুবই ভালো লাগছে আমার। ধন্যবাদ জানাচ্ছি @abb-featured কে আমার পোস্টটি ফিচারড আর্টিকেলে নির্বাচন করার জন্য।

 11 months ago 

আসলে এই পোস্ট ফিচারড আর্টিকেলে যাওয়ার যোগ্য ছিল। যখন আমি এই পোস্ট পড়ে কমেন্ট করেছিলাম, তখনই মনে হয়েছিল যে এই পোস্ট
যখন পড়বে নিশ্চয়ই পোষ্টের গুণাবলী বিচারের দিক থেকে এগিয়ে রাখবে। কারণেই পোষ্টের মধ্যে বেশ কিছু শিক্ষনীয় জিনিস রয়েছে যেটা বাস্তবে মানুষের প্রয়োজন রয়েছে জানার। কারণ যে কোন অবস্থাতে এ থেকে মানুষ উপকার পেতে পারে।

 11 months ago 

আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @ayaan001 কে দেখে ভালো লাগলো।নতুন ইউজার হিসেব খুব ভালো ছলো তার পোষ্ট।

 11 months ago 

গুরুত্বপূর্ণ একটি পোস্ট ছিল। আমাদের চলাফেরায় অনেক সময় অনেক রকমের দূর্ঘটনা ঘটে থাকে। কিন্তু প্রাথমিক চিকিৎসা জানা থাকলে সহজেই সেটা লাঘব করা যায়। আজকের ফিচারড আর্টিকেলটি ভালো ছিল

 11 months ago 

অনেক অনেক অভিনন্দন ফিচার আর্টিকেলে স্থান পাওয়ার জন্য @ayaan001। প্রত্যেকদিন আলাদাভাবে ভালো একটি পোস্টকে এভাবে মূল্যায়ন করা হয় এটি অনেক প্রশংসনীয় একটা বিষয়। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল এডমিন মডারেটরদের অনেক ধন্যবাদ জানাই।

 11 months ago 

প্রথমে অভিনন্দন জানাই মামা আপনাকে আপনার পোস্ট ফিউচার আর্টিকেল হিসেবে বাছাই করা হয়েছে দেখে বেশ ভালো লাগলো। আসলে মামা আপনার এই পোস্ট থেকে আমরা অনেক শিক্ষনীয় কিছু বিষয় উপলব্ধি করতে পেরেছি। রাস্তায় দুর্ঘটনা ঘটলে মানুষের যদি কোন ক্ষতি হয় সেখানে আপনারা প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন জেনে বেশ ভালো লাগলো। অনেকগুলো পোষ্টের মধ্যে থেকে এই পোস্টটি বাছাই করে আমাদের মাঝে এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59871.00
ETH 2671.84
USDT 1.00
SBD 2.47