"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২৭৩ [তারিখ : ১২-০৪-২০২৪]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @selina75


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ সেলিনা আখতার শেলী । জাতীয়তাঃ বাংলাদেশী। বর্তমানে গৃহিনী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছেন।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকেন। ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা তার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি তার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে তিনি নিজেকে গর্বিত মনে করেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1.PNG

2.PNG


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


রেসিপিঃগাজরের মাওয়া লাড্ডু। by @selina75 (তারিখ 11.04.2024)

একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুর ফিতর উপযাপন হলো আজ। মুসলিম ধর্মাবলম্বীদের ঘরে ঘরে উৎসব। খুশি-আনন্দের উৎসব।পরিবারের সবাইকে সাথে নিয়ে ঈদ করায় যে আনন্দ, তার তুলনা হয়না।ঈদের দিন আমাদের নারীদের বেশ ব্যস্ত কাটাতে হয়।বিভিন্ন পদের রান্না-বান্না ,আপ্যায়ন,ঈদের সাজ আবার ফাঁকে ঘুরাঘুরি। আমারও বেশ ব্যস্ত কেটেছে আজ। ফ্রি হয়েই আমার বাংলা ব্লগের জন্য আজকের পোস্ট রেডি করতে বসলাম। প্রিয় বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে, আজ হাজির হয়েছি একটি রেসিপি ব্লগ নিয়ে। আর তা হচ্ছে গাজরের লাড্ডু তৈরি রেসিপি।আপনারা জানেন, গাজর শীতকালীন সবজি। কিন্তু সারা বছরেই এখন এই সবজি কমবেশী পাওয়া যায়। প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন এই সবজি শরীরের জন্য ভিষণ উপকারি। সালাদ,তরকারির সাথে, জুস হিসেবেও বিভিন্ন ভাবে খাওয়া যায়। তাই আমার ব্লগের বন্ধুদের সাথে আজ গাজরের লাড্ডু তৈরির রেসিপি শেয়ার করছি। উপকরণ হিসাবে ব্যবহার করেছি গাজর,ঘি বাদাম সহ প্রয়োজনীয় অন্যান্য উপকরণ। যা নিম্নে বিস্তারিত দেওয়া আছে। আশাকরি ভালো লাগবে আপনাদের রেসিপিটি। তাহলে চলুন দেখে নেয়া যাক, কিভাবে তৈরি হলো আমার আজকের গাজরের লাড্ডু তৈরির রেসিপি রেসিপি।…


আজকের ফিচার আর্টিকেলে একটি রেসিপি পোস্ট স্থান পেয়েছে। ফিচার আর্টিকেলের অথর আমাদের সবার পরিচিত selina75 ম্যাডাম। ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে তিনি তার পরিবারের জন্য এবং বাংলা ব্লগে শেয়ার করার জন্য একটি খুবই সুন্দর রেসিপি তৈরি করেছেন। সাধারণত ঈদের দিন মেয়েদের কাজ অনেক বেড়ে যায়। এই যেমন সকালে উঠে সারা বাড়ি গুছানো, সবার জন্য রান্নাবান্না করা তারপর আবার নিজে সাজুগুজু করা।

এত ব্যস্ততার মাঝেও সুন্দর একটি রেসিপি করে সেটি আমাদের মাঝে শেয়ার করেছেন। তার রেসিপিটার নাম হলো গাজরের মাওয়া লাড্ডু। উপকরণ হিসেবে তিনি ব্যবহার করেছেন গাজর, চিনি, মাওয়া, ঘি, বিভিন্ন ধরনের বাদাম, দুধ সহ আরো কয়েকটি উপাদান। তিনি প্রতিটি স্টেপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। সহজ ভাবে প্রকাশ করেছেন এতে সবারই বুঝতে সুবিধা হবে। যে কেউ চাইলে তার রেসিপি দেখে নিজেও বাড়িতে তৈরি করতে পারবেন।

ঈদের দিন হালকা মিষ্টি মুখ করতে সবাই পছন্দ করে। তার এই রেসিপিটি সত্যিই সময়োপযোগী ছিলো। শুধু ঈদের দিনে নয়। যেকোনো সময়ই নাস্তার প্লেটে এই লাড্ডুগুলো খেতে বেশ জমবে। সবকিছু বিবেচনা করে আজকের ফিচার আর্টিকেলে সেলিনা ম্যাডামের এই রেসিপির পোস্টটি স্থান পাচ্ছে।


3.PNG

ছবিটি @selina75 ম্যাডামের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ

Sort:  
 3 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্টে সেলিনা আপুর নামটা দেখে অনেক বেশি ভালো লেগেছে। তিনি অনেক সুন্দর করে এই মজাদার রেসিপি টা তৈরি করেছেন। গাজরের মাওয়া লাড্ডু অনেক বেশি মজাদার হয়ে থাকে। তিনি বেশ কয়েক রকমের উপাদান ব্যবহার করে এটা করেছেন। আমার তো খুব পছন্দ হয়েছে ওনার এই পোস্ট। অসংখ্য ধন্যবাদ আপনাকে সেলিনা আপুর এই পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।

 3 months ago 

কাজের স্বীকৃতি পেলে ভালই লাগে। আমি খুব খুশি ও আনন্দিত, আমার করা রেসিপি পোস্টটি ফিচার আর্টিকেল হিসেবে মনোনীত করায়। ফিচার আর্টিকেল মনোনীত করার সাথে যারা যুক্ত, তাদের সবাইকে এবং আমার বাংলা ব্লগ কতৃপক্ষকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা,ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের স্বীকৃতি, সামনে আরো ভালো কাজ করতে আমাকে উৎসাহিত করবে। সবার জন্য শুভ কামনা।

 2 months ago 

সেলিনা আপু খুবই মজাদার একটা রেসিপি তৈরি করেছেন। আসলে ঈদের দিন সকাল বেলায় অনেক বেশি ব্যস্ত সময় পার করা লাগে। আর এরকম মিষ্টি জাতীয় কোন কিছু না হলে তো একেবারে চলেই না। সকাল সকাল গাজরের লাড্ডু দেখলাম ফিচারড আর্টিকেলে, এটা তো খুব ভালো লেগেছে। ঈদের দিন সকালবেলা কিন্তু এটা তৈরি করলে সবাই অনেক মজা করে খাওয়া যায়। পোস্টটিকে ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

ফিচারড আর্টিকেলে সেলিনা আপুর নামটি দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। ঈদের দিন আসলেই সকলে ব্যস্ত থাকে। ঈদের দিন মিষ্টি জাতীয় কিছু না হলে তো চলেই না। প্রত্যেকের ঘরে ঘরে নানান রকমের মিষ্টি জাতীয় খাবার তৈরি করে থাকে। আপুর রেসিপিটি অসাধারণ ছিল। অনেক ধন্যবাদ আপুর রেসিপি ফিচারড
আর্টিকেলে মনোনীত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61577.64
ETH 3448.57
USDT 1.00
SBD 2.53