"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৩২২ [ তারিখ : ৩১.০৫.২০২৪ ]

গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৩২১ তম রাউন্ড শেষে আজ ৩১ মে ২০২৪, ৩২২ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@santa14



অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম-শান্তা হাবিব। জাতীয়তা- বাংলাদেশী।শিক্ষাগত যোগ্যতা-তাঁহার S.S.C ২০১৮ সালে এবং H.S.C ২০২০ সালে হয়েছে । এখন অনার্স সমাজকর্ম নিয়ে পড়াশুনা করছেন । এর পাশাপাশি ফাস্ট এইড ডাক্তারী ট্রেনিং DMS কোর্স করছেন । স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২১ সালের সেপ্টেম্বর মাসে স্টিমিটে জয়েন করেছিলেন এবং এখন মোট ব্লগিং ক্যারিয়ারের বয়স ৯৮২ দিন।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:

ছবিটি নেওয়া হয়েছে-সান্তা ম্যাডামের পোস্ট থেকে

পেঁপে দিয়ে মুরগির মাংসের সুস্বাদু পাতলা ঝোল রেসিপি। ( Publish: 30.05.2024 )


পেঁপে দিয়ে মুরগির মাংস আসলে খেতে অনেক মজাদার লেগে থাকে। এখন গরমের সময়ে এটা কিন্তু ঠিক যে, মশলা যত কম খাওয়া যায় তত ভালো শরীরের দিক থেকে। নাহলে গরমে শরীর বেশি উত্তপ্ত হলে পেটের দিক সহ নানা সমস্যা তৈরি হবে। তবে আমাদের বাঙালিদের ক্ষেত্রে এটা যতই মুখে বলি না কেন, মশলা ছাড়া কিন্তু আমাদের কাছে কোনো কিছুই বেশি তৃপ্তিদায়ক হয় না, বিশেষ করে যেকোনো মাংসের ক্ষেত্রে। কারণ আমরা মশলা জাতীয় খাবার খেয়ে খেয়ে একপ্রকার অভ্যস্ত হয়ে গেছি। আমি নিজেও মুখে অনেকবার বলি এটা খাবো না ওটা খাবো না, কিন্তু শেষমেশ এইসব মশলা জাতীয় খাবার খাওয়াই হয়ে যায়। তবে মাঝেমধ্যে স্বাদ বদলাতে অন্যান্য ভাবেও তরকারি রান্না করে খাওয়া যায়। তবে মাংসের রেসিপির ক্ষেত্রে মশলা বাদে যদি সবজি দিয়ে কিছু বলি, তবে এই পেঁপেই একমাত্র পারফেক্ট লাগে।

কারণ আমি নিজেও মাঝে মধ্যে মুরগির মাংস পেঁপে দিয়ে রান্না করি, আর খেতেও অনেক মজাদার হয়ে থাকে। মুরগির মাংসের একটা বিষয় হলো, পাতলা ঝোল করে রান্না করলে এটি খেতে বেশি ভালো লাগে বরাবরই আর পেঁপের সাথে পাতলা ঝোলটা একদম ঠিক আছে। আলু দিয়ে করলে আবার একটু মাখো মাখো না করলে ভালো লাগতে চায় না। আর তাছাড়া সান্তা ম্যাডাম ভালো উপকারী একটি ফল বা সবজি দিয়ে রেসিপিটা করেছে। এটি গরমের সময়ে খেয়ে বেশ ভালো লাগবে আর মশলাও খুব কম ব্যবহার করেছেন যা শরীরের জন্য ভালো। মাংসের কালারটাও দেখতে দারুন লাগছে, আর এতেই দেখে বোঝা যায় যে, খেতে অনেক মজাদার হয়েছিল। সাধারণের মধ্যে একটি ভালো রেসিপি ছিল এটি।


ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 3 months ago 

পেপে দিয়ে আমরা ডিম রান্না বহুত খেয়েছি আর এটা অনেক সুস্বাদু রেসিপি।তবে কখনো মাংস রান্না খাইনি।রেসিপিটা অনেক ইউনিক ছিলো এবং ফিচার্ড আরটিকেলের জন্য উপযুক্ত। শুভ কামনা শান্তা আপু।

 3 months ago 

শান্তা আপুর পোস্টটি আমার ভীষণ ভালো লেগেছে। এইভাবে মুরগির মাংস রান্না করলে বেশ দারুন লাগে। উনার পোস্টটি সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। বেশ দারুণভাবে আমাদের মাঝে পোস্টটি তুলে ধরেছেন।

 3 months ago 

পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না খেতে খুবই ভালো লাগে। আমিও প্রায় সময় রান্না করি আমার খুব পছন্দের একটি রেসিপি। শান্তা আপুর এই রেসিপিটি আপনি ফিচারড আর্টিকেলে নিয়ে আসলেন অনেক ভালো লাগলো দাদা দেখে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে খুব সুন্দর একটি রেসিপি নির্বাচন করার জন্য।

 3 months ago 

পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। শান্তাআপুর রেসিপিটি অনেক লোভনীয় লাগছে এবং খেতেও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল।ইউনিক একটি রেসিপি ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ।

 3 months ago 

পেঁপে দিয়ে মুরগির মাংস খেতে অনেক ভালো লাগে। আর এভাবে হালকা মসলা দিয়ে রান্না করলে খেতে খুবই মজার হয়। শান্তা আপুর এই পোস্ট আমার খুবই ভালো লেগেছিল।আজকের ফিচারড আর্টিকেলে শান্তা আপুর পোস্ট নির্বাচিত করা হয়েছে দেখে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56739.93
ETH 2400.98
USDT 1.00
SBD 2.30