"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #১৬০ [তারিখ : ১৬-১২-২০২৩]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @razuan12


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

image.png
image.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


রেসিপি পোস্ট|| হাঁসের মাংসের রেসিপি by @razuan12 (date 15.12.2023 )

প্রতিনিয়ত কমিউনিটিতে অনেকে সবাই সুন্দর সুন্দর ইউনিক রেসিপি করে থাকেন। আমিও পোস্টের ভিন্নতা আনার জন্য আজকে রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম। হাঁসের মাংস খেতে ভীষণ ভালো লাগে তাই আজকে আপনাদের মাঝে এই রেসিপি নিয়ে হাজির হলাম।আমার স্ত্রী ভালোবাসে খুব খেতে, রান্নাটি বেশ দারুন হয়েছিল। সবাই মিলে খেলাম একসাথে।তো চলন শুরু করা যাক। প্রথমত আমি পাত্রের মধ্যে হাঁসের মাংস নিলাম।তারপর আমি হলুদ গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে দিলাম ও তারপর লবণ দিলাম ভালোভাবে আমি মিক্সড করে দিলাম।…


আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত প্রচুর পরিমাণ রেসিপি পোস্ট শেয়ার করা হয়। ওই সকল পোষ্টের মধ্যে, রেজুওয়ান ভাইয়ের করা , একটি রেসিপি পোস্ট অনেক ভাল লেগেছে, উনি একটি হাঁসের মাংসের রেসিপি পোস্ট শেয়ার করেছেন ।

সাধারণত শীতকালে হাঁসের মাংস অনেক বেশি মজাদার হয়। আর ,হাঁসের মাংস পছন্দ করে না, এমন কোন লোক খুঁজেও পাওয়া যাবে না। রেজুওয়ান ভাই বেশ ইউনিকভাবে হাঁসের মাংস রান্না করেছেন, তাই সব দিক বিবেচনা করে, এই পোস্ট টিকেই আমার বাংলা ব্লগের ।আজকের ফিচার্ড পোস্ট হিসেবে নির্বাচন করা হল।


ছবিটি রেজুওয়ান ভাইয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 7 months ago 

অনেক ভালো লাগতেছে, আমাকে আজকে সিলেক্ট করা হয়েছে অন্যের পোস্ট সিলেক্ট করা দেখে আমারও অনেক আগ্রহ হতো আমি হঠাৎ দেখে অনেকটা চমকে গেছি। অনেক ধন্যবাদ। ভালো কিছু উপস্থাপন করতে পেরেছি বলে ভালো কিছু পেয়েছি। ভীষণ ভালো লাগতেছে

 7 months ago 

বিশেষ করে শীতকালে ঋতুতে হাঁসের মাংস খেতে খুবই মজার হয়। রেজওয়ান ভাই বেশ মজার করে হাঁসের মাংস রেসিপি তৈরি করে শেয়ার করলেন। এমন সুস্বাদু রেসিপিটি ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 7 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্টে রেজুওয়ান ভাইয়ার পোস্ট টা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। ওনার এই রেসিপিটা সত্যি অনেক বেশি লোভনীয় লাগতেছে। শীতের সময় কিন্তু হাঁসের মাংস অনেক মজা করে খাওয়া যায়। আর শীতের সময় হাঁসের মাংস খেতে তোমার কাছে খুব ভালো লাগে। ওনার পোস্ট আজকের ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখে ভালো লাগলো।

 7 months ago 

রেজুওয়ান ভাইয়াকে ফিচার্ড আর্টিকেলে দেখতে পেয়ে বেশ ভালো লাগলো।হাঁসের মাংসের লোভ সামলানো অনেক কঠিন বিশেষ করে শীতের সময় হাঁসের মাংস আরো বেশি
টেস্ট হয়।সত্যিই ভাইয়ার রেসিপিটা অনেক ইউনিট ছিল এবং দেখেও মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল।ভাইয়ার পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 7 months ago 

খুব চমৎকার একটি উদ্যোগ।আর এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমরা দেখতে পাই। অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57810.45
ETH 3116.57
USDT 1.00
SBD 2.43