"আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল - রাউন্ড #২৭ [তারিখ : ২৭-০৭-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png
Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @maksudakawsar


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম- মাকসুদা কাওসার
জাতীয়তা বাংলাদেশী। তিনি পেশায় চাকুরী জীবি। আর চাকরির পাশাপাশি আপনাদের কাছে একজন ব্লগার হিসাবে পরিচিত। সেই সাথে তিনি একজন গৃহিনীও বটে। ভালোবাসেন গান শুনতে। ভালোবাসেন ভালো মনের মানুষগুলোর সাথে বন্ধুত্ব করতে। তাই তো সময়ে অসময়ে ছুটে বেড়ান এদিক সেদিক। তিনি একজনকে অনেক বেশি ভালোবাসেন। আর তিনি হলেন তার প্রাণ প্রিয় মা। মায়ের অভাব খুব অনুভব করেন তিনি। পৃথিবীতে মা ছাড়া আর কেউই আপন হয় না। তাই সবাইকে অনুরোধ করেন মাকে বেশি বেশি ভালোবাসার। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার - ২০২২ সালের মার্চ মাসে স্টিমিটে জয়েন করেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

maksuda 1.PNG

maksuda 2.PNG


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


image.png

স্বরচিত কবিতা: তোমার জন্য ভালোবাসা। || Original Poetry by @maksudakawsar|| by @maksudakawsar by.• ২৬ July 2023||

ভালোবাসার কথা তার প্রিয় মানুষটির কাছে ব্যক্ত করা পৃৃথিবীর মানুষগুলোর কাছে অনেক কঠিন একটি বিষয়। আমরা এমন অনেক মানুষ আছি যারা প্রিয় মানুষটিকে ভালোবাসলেও নিজের মনের কথাটি তাকে বলে বুঝাতে পারি না কোন ভাবেই। পারি না নিজের ভালোবাসা তাকে বুঝাতে। আর এ যে কি ব্যথা বা বেদনার সেটা বলে বুঝানো যাবে না। আর তাই তো অনেক সময় আমরা প্রিয় মানুষটিকে ভালোবাসার অনুভূতিগুলো বুঝানোর জন্য বিভিন্ন প্রন্থা অবলম্বন করে থাকি। আর আজ আমি প্রিয় মানুষটির জন্য এভাবেই আমার ভালোবাসার কথাগুলো কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করলাম। প্রিয় মানুষ টি বঝুক আর নাই বা বঝুক আপনাদের কেমন লাগলো একটু জানিয়েন তো?। …

image.png

ছবিটি নেওয়া হয়েছে - মাকসুদা কাওসার ম্যাডাম এর পোস্ট থেকে

তোমায় আমি বড্ড ভালোবাসি
ভোরের স্নিগ্ধ আলোয় তোমায় ভালোবাসি
এককাপ চায়ের আবেশে তোমায় ভালোবাসি
দিনের প্রতিটি ক্ষনে তোমায় ভালোবাসি ।।

ভালোবাসা জিনিসটা বলতে যতটা সহজ একটা ভালোবাসাকে টিকিয়ে রাখা কিন্তু ততটা সহজ ব্যাপার নয়। একটা ভালোবাসাকে মর্যাদা দিতে ত্যাগ করতে হয় অনেক কিছুই। হাজার পথ পাড়ি দিয়ে হাজার কষ্টের ফলে স্বীকৃতি পায় সত্যিকারের ভালোবাসা গুলো। আর এই সত্যিকারে ভালোবাসা গুলো আছে বিধায় পৃথিবী আজ এত সুন্দর। ভালোবাসা শিখিয়েছে প্রকৃতির নিস্তব্ধতায় লুকিয়ে থাকা সৌন্দর্যগুলোকে। মন মাতানো মিষ্টি গন্ধে হারিয়ে যেতে শিখিয়েছে বকুল ফুলের পাপড়ি গুলোতে।

মানুষের মনে ভালোবাসা আছে বিধায় প্রকৃতিটির প্রতিটি স্থানে ভালোবাসা খুঁজে পায় । তবে এই ভালোবাসা কিছু কিছু ক্ষেত্রে এতটাই আড়ালে চলে যায় যে ভালোবাসার মানুষকে ভালবাসি কথাটা প্রকৃতভাবে বোঝাতেই কষ্টসাধ্য হয়ে যায়। আর তাই মানুষ গান আর কবিতার মাধ্যমে ভালোবাসা ছড়িয়ে দিতে চায় ভালোবাসার মানুষের মনে। কবিতার প্রতিটি অক্ষর অক্ষরে আবেগপ্রবলে বারবার প্রমাণ করতে চাই. যে তার ভালোবাসার মানুষটিকে সে কতটা ভালোবাসে।

দিনের পর দিন চলে গেলেও কিছু পরিবর্তন হয়ে গেলেও ভালোবাসার মানুষটির সেই মনের এক কোণে লুকিয়ে থাকা ভালোবাসাটা কখনোই পরিবর্তন হয় না। বেঁচে থাকে ততদিন যতদিন থাকে দেহে প্রাণ। আর তাই তো সব বাধা-বিপত্তি কে জয় করে মুক্তি পাই সত্যিকারের ভালোবাসা গুলো, আর অমর হয়ে থাকে দুটি অন্তরে যুগের পর যুগ।

কবিতা লিখতে ভালোবাসি আমিও। কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করা যায় মনের সকল লুকানো কথা আর ব্যথা, আবেগ আর ভালোবাসা। মাকসুদা কাওসার আপুর লেখা আজকে এই কবিতার লাইন গুলো যেন আমার মন ছুঁয়ে নিয়েছে। তাই আমিও এই কবিতার সাথে মিল রেখে মনের কিছু আবেগ ও ভালোবাসার কিছু কথা কিংবা অনুভূতি প্রকাশ করলাম। খুব সুন্দর ভাবে উনার কবিতাটি উপস্থাপন করেছেন ও মনের সকল আবেগ অনুভূতি দিয়ে যেন ভালোবাসা ভরপুর করে দিয়েছেন এই কবিতার মাধ্যমে।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 last year 

অভিনন্দন @maksudakawsar 🎉🤞🎊
ভালো কাজের পুরস্কার সবসময়ই ভালো হয়, আশাকরি বিষয়টি খুব কাছ থেকে অনুভব করেছেন 🤗
কিচ্ছু বলার নেই, এগিয়ে যান সগৌরবে।
তবে মনে রাখবেন আপনার কোয়ালিটি একমাত্র আপনার ভালো কাজের মাধ্যমে প্রকাশ পায় 👌

 last year 

অনেক কিছু বলতে চাই ভাইয়া। কিন্তু কিছুই বলার নেই। শুধুমাত্র উপর ওয়ালার কাছে দোয়া করছি। ভালো থাকুন ভাইয়া সবসময়।

 last year 

জাস্ট অবিশ্বাস্য বিষয়! আমি ভাবতেও পারিনি আমাকে এত বড় একটি জায়গায় এভাবে সম্মানিত করা হবে। আমার অর্জনের জন্য আমি ধন্যবাদ জানাই সম্মানিত ফাউন্ডার দাদাকে এবং সমস্ত এডমিন এবং মডারেটরগনকে। তাদের জন্য আমি আজকের এই মাকসুদা কাউসার। আমি আরো একজনকে ধন্যবাদ দিতে চাই তিনি হলেন আমাদের কমিউনিটির@emranhasan ভাইকেও।

 last year 

মাকসুদা আপু আমাদের কমিউনিটির একজন ভালো মানের ব্লগার। আপুর পোস্ট মাঝে মধ্যে আমার পড়া হয়। আপুর রেসিপি এবং কবিতাগুলো বেশি ভালো লাগে আমার। আপুর পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপুর জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।

 last year 

আমার বাংলা ব্লগ এর আজকের ফিচারড আর্টিকেল রাইটার হিসেবে - @maksudakawsar আপুকে দেখতে পেয়ে খুব ভালো লাগলো। আর এই উদ্যোগটি নিঃসন্দেহে অনেক ভালো একটি উদ্যোগ ছিল। উদ্যোগটি চলমান রাখার জন্য ধন্যবাদ।

 last year 

মাকসুদা আপুর যে কোন পোস্ট আমার পড়তে অনেক ভালো লাগে। উনি বিশেষ করে খুব সুন্দর করে লেখা গুলি লিখেন অনেক লজিক দিয়ে। তাছাড়া ইদানিং খুব সুন্দর সুন্দর কবিতা লিখেন বেশ ভালো মানের কবিতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ফিচারড আর্টিকেলে মাকসুদা আপুর কবিতাটি সিলেক্ট করার জন্য।

 last year 

মাকসুদা আপুকে ফিচার্ড আর্টিকেল রাইটার হিসেবে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।
আপুর পোস্ট গুলো অনেক ভালো লাগে। আপু একজন ভালো ব্লগার।আপুর জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল।

 last year 

মাকসুদা কাওসার আপুকে অনেক অনেক অভিনন্দন। তিনি আসলে খুব ভালো মনের একজন ব্লগার এবং সুন্দর সুন্দর কিছু পোস্ট প্রতিনিয়ত আমাদের মাঝে শেয়ার করে থাকেন। ধন্যবাদ এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56784.71
ETH 2392.67
USDT 1.00
SBD 2.27