"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #১৭৫ [তারিখ : ৩১-১২-২০২৩]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @ah-agim


অথরের নামঃআওলাদ হোসেন আজিম । জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- অবিবাহিত । তার শখ- কাগজের ( কারুকাজ )তৈরি করা , রান্না করা এবংফটোগ্রাফি করা । স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২১ সালের এপ্রিল মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :



IMG_20231231_094010.webp

" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


IMG_20231231_094032.webp

(তারিখ ৩০.১২.২০২৩)
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার হাতের আঁকা বিড়ালের মুখের সাদা কালো আর্ট সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি। আজ বিড়ালের মুখের সাদা কালো আর্ট অঙ্কন করছি। আমি সময় পেলে মাঝে মাঝে আর্ট করে থাকি। আমার কাছে যে কোন আর্ট করতে ভালো লাগে। তবে এই ধরনের আর্ট করতে বেশ সময়ের প্রয়োজন হয়ে থাকে। যা ধীরে ধীরে আর্ট করতে হয়। এই আর্ট টি করতে পেরে আমার কাছে ভালো লাগলো। আমি পর্যায় ক্রমে ধাপে ধাপে সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম । আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক বিড়ালের আর্ট টি।



JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7z3915YxRTi4fwYDjGC2Kp8k3bz66tGLgwuYYuHMAFNqNoRFSRfDq4N6rupQdnsptiqUUhqm4Rv7hCWJE2h1gF9G3XXRsc.webp



ছবিটি নেয়া হয়েছে @ah-agim এর পোস্ট থেকে


আজকের ফিচার পোস্ট খুঁজতে গিয়ে @ah-agim ভাইয়ের এই পোস্টটি আমার ভালো লেগে গেলো। সেই সাথে বর্তমানে তার নিজের অবস্থান পরিবর্তনের চেষ্টাটাও আমার নজর কেড়েছে। তিনি চেষ্টা করছেন তার পোস্টের গুনগতমান বাড়ানোর। সেই চেষ্টাটা তার পোস্টে ইদানিং দেখতে পাচ্ছি। তিনি কমিউনিটির নিয়মিত সদস্যদের ভেতরে একজন। যিনি দীর্ঘদিন থেকে আমার বাংলা ব্লগে লেগে রয়েছেন। তার আগেকার আর্টের সাথে বর্তমান আর্ট পোস্টগুলোর তুলনা করলে দেখা যায় তিনি অনেক ইমপ্রুভ করেছেন। আর এটা সম্ভব হয়েছে তার পরিশ্রমী মন-মানসিকতার জন্য। আমরাও সব সময় চাই ইউজাররা তাদের অবস্থার উন্নয়নের চেষ্টা করুক। এই ধরনের প্রচেষ্টাকে আমরা সব সময় সাধুবাদ জানাই। আজিম ভাইকে ধন্যবাদ চমৎকার এই আর্ট পোষ্টের জন্য।


ধন্যবাদ

Sort:  
 6 months ago 

আজকের ফিচারড আর্টিকেলে আমার
আর্ট পোস্টটি মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমার আর্ট পোস্টটি দেখে ভালো গেছে যে সত্যি আমার কাছেও খুবই ভালো লাগছে। আমি চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের মাঝে যে কোনো আর্ট উপস্থাপন করার জন্য।

 6 months ago 

যেকোনো আর্ট যদি সুন্দরভাবে এবং সময় আর দক্ষতা কাজে লাগিয়ে করা হয়, তাহলে তা অনেক সুন্দর হয়। আজিম ভাইয়া কিন্তু খুব সুন্দর ভাবে কিউট বিড়াল টা অংকন করেছে। ওনার এই আর্ট আমি প্রথমবার দেখেই মুগ্ধ হয়েছিলাম। এরকম চিত্রাংকন গুলো দেখতে সুন্দর লাগে। উনার নামটা ফিচারডে দেখে ভালো লাগলো। এই পোস্টটা বাছাই করা হয়েছে দেখেই ভালো লেগেছে।

 6 months ago 

আজিম ভাইয়ের যেকোন পোস্ট দেখতে আমার খুব ভাল লাগে। আজকের আর্ট অসাধারণ ছিল। এত সুন্দর একটি সাদা কালো আর্ট ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে অনেক ভাল লাগলো।

 6 months ago 

আজিম ভাইয়ের পোস্টটি বেশ দারুন ছিল। চমৎকার একটি অংকন ভাইয়া আমাদের মাঝে শেয়ার করেছে। অংকনটি আমার কাছে অনেক ব্যতিক্রম লেগেছে ।ভাইয়ার পোস্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 6 months ago 

এটা আমিও মনে করি আগের আর্ট থেকে এখনকার আর্ট অনেকটা উন্নতি হয়েছে। আর সত্যি বলতে একটা কথা আছে না যে লেগে থাকলে ভাগি হয়। সে লেগে থেকে এই প্ল্যাটফর্ম এর সাথে কাজ করেছে। আশা করছি সে ভালো কিছু করতে পারবে। ধন্যবাদ এই রিপোর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে আজিম ভাইয়ের নামটা দেখেই খুব ভালো লেগেছে। আজিম ভাইয়ের এই আর্টটি যখন প্রথমবার দেখেছিলাম, তখন আমার নিজের কাছেও এটা খুব ভালো লেগেছিল। আর এখন ফিচারড আর্টিকেলে দেখে আরো বেশি ভালো লেগেছে। তিনি অনেক নিখুঁতভাবে এটা সম্পূর্ণ করেছিল, যা দেখতেও ভালো লাগছিল। ওনার এই পোষ্টটা সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।

 6 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। দারুন একটি পোস্ট নির্বাচিত করা হয়েছে। আজিম ভাইয়া নিজের কাজের মাঝে ভিন্নতা আনার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দারুন একটি পোস্ট আজকের ফিচারড আর্টিকেলে নির্বাচিত করার জন্য।

 6 months ago 

আজিম ভাই প্রতিনিয়ত খুবই সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করে থাকে। তার ক্রিয়েটিভিটি মূলক কাজগুলো আমার কাছে খুবই ভালো লাগে ।আজকে দারুন একটি চিত্র অঙ্কন করেছেন পেন্সিল আর্ট। একটি বিড়ালের দৃশ্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে খুবই সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে।

 6 months ago (edited)

আজকে আজিম ভাইয়ের পোস্ট টি ফিচারড আর্টিকেল মননীত হয়ে খুবই ভালো লাগলো। আজিম ভাইয়ের পোস্ট গুলো বরাবরই অনেক সুন্দর হয়।ধন্যবাদ এতো সুন্দর একটি ফিচারড আর্টিকেল পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

আজিম ভাইয়া এই পোস্টটি আমি দেখেছিলাম। আমার কাছে বেশ ভালই লাগলো ভাইয়ার পোস্টটি আগে দেখে। আজকে আবার ফিচারড আর্টিকেলে নিয়ে এসেছেন দেখে আরো ভালো লাগলো। এরকম পেন্সিল এর অঙ্কনগুলো অসাধারণ লাগে আমার কাছেও। চেষ্টা করলে সবকিছুই সম্ভব। আজিম ভাইয়ের পোস্টে সিলেক্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57839.82
ETH 3132.70
USDT 1.00
SBD 2.43