"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫১ [তারিখ : ২৩-০৮-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bdhero


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম:আল হিদায়াতুল শিপু। জাতীয়তা- বাংলাদেশী। শখ- ফটোগ্রাফি করতে পছন্দ করেন। তিনি এই বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছেন।ওনার ভ্রমণের নেশা আছে বেশ।অবসরে কবিতা লিখে থাকেন।বেশ কিছু পত্র পত্রিকার ও বইয়ে ওনার কবিতা প্রকাশিত হয়েছে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

bdhero.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


image.png

বন্ধুদের সাথে রমনা পার্কে একদিন ||... @bdhero(২৪.08.2023 )

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। গত ৮ই আগস্ট বিকেলে আমি ও আমার দুই বন্ধু মিলে ঢাকা রমনা পার্ক ঘুরতে যাই। আজ আমি আপনাদের মাঝে ঢাকা রমনা পার্ক ঘুরতে যাওয়ার অনুভূতি ও অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি । আশা করি আপনাদের ভাল লাগবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক।আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি রিক্সা নিয়ে রমনা পার্কের উদ্দেশ্যে রওনা দেই। কিছুক্ষণের মধ্যেই আমরা রমনা পার্ক পৌঁছে যাই। এরপর আমরা একসাথে রমনা পার্কে প্রবেশ করি। আমি এর আগেও কয়েকবার এখানে এসেছিলাম, এই জায়গাটি আমার অনেক ভালো লাগে। রমনা পার্ক সর্বদায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই ব্যাপারটা আমার অনেক বেশি ভালো লাগে।…


abb-featured article নির্বাচনের জন্য আমি আমার বাংলা ব্লগ এর পোস্ট গুলো একটা একটা করে দেখলাম,হঠাৎ আমার নজরে আসে @bdhero একটি পোস্ট।bdhero আমার বাংলা ব্লগের একজন সম্মানিত varified member। উনি ধারাবাহিক ভাবে ভালোই পোস্ট করেন।আজকের পোস্টটিতে আমি বিশেষ কোনো গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করিনি এটা সত্যি,তবে পোষ্টটি এই বর্ষাকালের সাথে সম্পর্কিত।আর যেকোনো ভ্রমণ টাইপের পোস্ট আমার কাছে একটু বেশি ভালো লাগে।কারণ ভ্রমণ করলে মানসিক বিকাশের সঙ্গে সঙ্গে জ্ঞানের পরিধি ও বেড়ে যায়।ঢাকার রমনা পার্কে এই বর্ষার মরশুমে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা নিঃসন্দেহ দারুণ।এটা সব বয়সীদের জন্য একটা আলাদা অনুভবের জায়গা করে দেয়।আর শৈশব ও কৈশোর পেরিয়ে আসা মানুষদের আরো বেশি নস্টালজিক করে তোলে।ঢাকার রমনা পার্ক শহীদ মিনারে কাছেই তাই উনি আর ওনার আরো দুই বন্ধু রিকশা করে পার্কে পৌঁছে যান।ওনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম রমনা পার্ক খুবই পরিষ্কার পরিচ্ছন্ন।এটা কিন্তু অবশ্যই খুবই ভালো একটা দিক।কারণ পরিবেশকে সংরক্ষণ করা আমাদের সবারই দায়িত্ব।

রমনা পার্কের মধ্যে অনেক ছোট ছোট রাস্তা আছে যেগুলো পথচারীদের হেঁটে বেড়ানোর জন্য খুবই আদর্শ।উনি একটা বিষয় বেশ জোর দিয়ে বলেছেন যে এই পার্কে একটি পুকুর আছে আর তার পাড় দিয়ে রাস্তা গেছে আর সেই রাস্তা খুব বিখ্যাত।সবাই এই খানে এসে reels video and বিয়ের ফটোশুট অবধি করে।এমন কি এখানে বেশ কিছু ফটোগ্রাফার সবসময় পাওয়া যায় যারা কিছু থাকার বিনিময়ে পার্কে আসা মানুষ দের গ্রুপ ও আলাদা আলাদা ফটো তুলে দেয়।bdhero রা ও এরকম একজন ফটোগ্রাফার এর মাধ্যমে কয়েকটি ফটো তুলিয়েছিলেন। এ থেকে স্পষ্ট ফটোগ্রাফার গুলো বেশ প্রফেশনাল। যাই হোক ওনাদের এই রমনা পার্কে বেড়ানোর সময় হঠাৎই বৃষ্টি এসে গিয়েছিলো।সব মিলিয়ে ওনার এই ভ্রমণ পোস্ট একটি seasonal based শর্ট ভ্রমন।যেটা আমাদের বেড়ানোর ইচ্ছে টাকে প্রভাবিত করে।এটা একটা ভালো দিক এই পোস্টের যে তার উৎসাহিত করার ক্ষমতা আছে।তাই এই একটা গুণের কারণে আমি এই পোস্টটি কে abb-featured পোস্ট হিসেবে নির্বাচিত করলাম।


image.png

ছবি গুলো bdhero ভাইয়ের ব্লগ থেকে নেওয়া

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 last year 

অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি abb-featured article নির্বাচন করার জন্য। আপনি ঠিক বলেছেন ভ্রমণ করলে মানসিক বিকাশের সঙ্গে সঙ্গে জ্ঞানের পরিধি ও বেড়ে যায়।আমি ও আমার বন্ধুরা মিলে রমনা পার্কে খুবই ভালো সময় অতিবাহিত করেছিলাম। আমাদের সবার ভ্রমণ পিপাসু হাওয়া দরকার। টাকা জমিয়ে মরে যাওয়ার চেয়ে পৃথিবী ভ্রমণ করে ফকির হাওয়া উত্তম। যাইহোক আমার অনেক ভালো লেগেছে যে আমার পোস্টটি abb-featured article এ নির্বাচন হয়েছে।

 last year (edited)

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রত্যেকদিনের ন্যায় আজকেও ফিউচার আর্টিকেল হিসেবে একটি পোস্ট বাছায় করে শেয়ার করা হয়েছে। আসলে বন্ধুদের সাথে রমনা পার্ক ভ্রমণের পোস্টটি আমার কাছেও বেশ ভালো লেগেছিল। অনেকগুলো পোষ্টের মধ্যে থেকে এত সুন্দর একটি ক্রিয়েটিভ পোস্ট বাছাই করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

দেখেই বেশ ভালো লাগলো। অনেক ভালো লেগেছিলো কিন্ত আমার কাছে ভাইয়ার এই পোস্টটি। তবে এটা সত্য যে ভাইয়া অনেক চমৎকার লেখে। আর তার লেখা এই ব্লগটি ফিচারড অব আর্টিকেলে স্থান দেওয়ায় দাদাকে অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা রইল শিপু ভাইয়ার জন্য।

 last year 

ঢাকায় যখন গিয়েছিলাম তখন রমনা পার্ক দেখেছিলাম তবে বেশিক্ষণ থাকা সম্ভব হয়নি। সুন্দর একটি জায়গা রমনা পার্ক। ভাইয়া বন্ধুদেরকে নিয়ে রমনা পার্কে ঘুরাঘুরি করলেন এবং বিষয়টি আমাদের সাথে শেয়ার করলেন। এই বিষয়টিকে আপনি ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য অনেক ভালো লেগেছে। ওনার পোস্ট গুলো দেখতে খুবই সুন্দর হয়।

 last year 

রমনা পার্কে বিকেলে ঘুরাঘুরি করতে খুবই ভালো লাগে। তাছাড়া রমনা পার্কের পাশে টিএসসি এর দিকে, রিকশা দিয়ে ঘুরতেও ভীষণ ভালো লাগে। কয়েকদিন আগে সন্ধ্যার পর আমি এবং আমার ওয়াইফ রমনা পার্কে ঘুরতে গিয়েছিলাম। লেকের পাড়ে বসে থাকতে যে কি ভালো লেগেছে, সেটা বলে বুঝাতে পারবো না। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

রমনা পার্ক জায়গাটা আসলেই অনেক সুন্দর। আমি ঢাকায় গিয়েছিলাম সেই দুই বছর আগে তখন যাওয়া হয়েছিল। বন্ধুদের নিয়ে সুন্দর কিছুক্ষণ সময় কাটিয়েছেন এবং সেটি আমাদের মাঝে তুলে ধরেছেন। আমার বাংলা ব্লগে ফিচার্ড আর্টিকেলে শিপু ভাইয়ার পোস্টটি বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bdhero ভাইকে দেখে ভালো লাগলো। তার ঘোরাফেরা খেলাধুলা সবগুলো পোষ্টই আমার খুব ভালো লাগে। শেয়ার করার ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59378.58
ETH 2646.25
USDT 1.00
SBD 2.46