"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #১৭১ [তারিখ : ২৭-১২-২০২৩]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @narocky71


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

image.png
image.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫০ || যেমন খুশি তেমন সাজো | জোকারের সাজ। by @narocky71 (date 26.12.2023 )

কি করব আর কাকে সাজাবো এটাই বুঝতে পারছিলাম না। পরবর্তীতে সোনিয়া বলল আমাকে সাজতে বলল। যদিও প্রথম থেকে একদমই ভয় পাচ্ছিলাম। পরবর্তীতে ভাবলাম ভয়কে জয় করে নিজেই জোকার সাজবো। অনেক খুঁজে আমি জোকারের আইডিয়াটা বের করলাম। যদিও নিজে নিজে সাজাটা খুবই কঠিন একটা কাজ। তাছাড়া পুরোটা আমার পক্ষে নিজের সাজাবো সম্ভব না। তাই জোকার সাজতে সোনিয়া আমাকে অনেক বেশি সাহায্য করেছে। কারণ না হলে আমি পুরোটা সুন্দরভাবে সাজতে পারতাম না। কিন্তু সম্পূর্ণ সাজ শেষ করার পর আমি নিজেই অবাক হয়ে গেলাম। আমার কাছে দেখে একেবারে অন্যরকম লাগলো। আমি তো একেবারে অনেক বেশি ফটোগ্রাফি করেছি। মোবাইলের গ্যালারি ভরিয়ে ফেলেছি ফটোগ্রাফি করতে করতে। সত্যি এ যেন এক অন্য রকমের অনুভূতি ছিল। যেন স্কুলের জীবনে ফিরে গেলাম। আমাদের স্কুলে এরকম প্রতিযোগিতা হলেও আমি কিন্তু কখনো জয়েন করিনি। তবে আমার বাংলা ব্লগে এসে সবকিছু করার একটা সাহস তৈরি হয়ে গেছে। আশা করি আমার কনসেপ্ট আপনাদের ভালো লাগবে। …


আসলে অন্য সব কমিউনিটি থেকে আমার বাংলা ব্লগ একটু ব্যতিক্রম। কেননা অন্যান্য কমিউনিটিতে সাধারণত যে ধরনের পোস্ট শেয়ার করা হয়, তার থেকে শতগুন ভাল কোয়ালিটি সম্পন্ন পোস্ট আমার বাংলা ব্লগে শেয়ার করা হয়। এছাড়াও আমার বাংলা ব্লগে আমরা প্রতি সপ্তাহে একটি করে কনটেস্ট আয়োজনের চেষ্টা করি। যেটা অন্যান্য কমিউনিটি থেকে আমার বাংলা ব্লগকে সত্যিই আলাদা করে রেখেছে। এইসাপ্তাহে ও ঠিক আমার বাংলা ব্লগে একটি কনটেস্ট চলছে, এবং আজকে আমি আমাদের কমিউনিটিতে পোস্টগুলো করার সময় দেখলাম অনেকগুলো কনটেস্ট রিলেটেড পোস্ট শেয়ার করা হয়েছে। তার মধ্যে রকি ভাইয়ের পোস্টটি অনেকটাই ব্যতিক্রম ছিল। আমাদের এবারের কনটেস্টের বিষয় ছিল " যেমন খুশি তেমন সাজো "। রকি ভাই কন্টেস্ট এ অংশগ্রহণ করার জন্য, একজন জোকারের সাজে সেজেছে। যেটা আমার কাছে অসাধারণ লেগেছে। এছাড়াও আপনারা তার পোস্টটি পড়ে বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন।

তাই সবদিক বিবেচনা করে রকি ভাইয়ের এই পোস্টটি কে আজকের ফিচারড আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো।


ছবিটি রকি ভাইয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 7 months ago (edited)

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। রকি ভাইয়া অনেক সুন্দর করে নিজের প্রতিভা তুলে ধরেছেন এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। উনার সাজ দারুন ছিল। আমার কাছে বেশ ভালো লেগেছে।

 7 months ago 

এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন একটি অভিজ্ঞতা হলো। মনে হচ্ছে যেন হলিউডের মুভি করার জন্য প্রস্তুতি নিলাম।😀😀😀😀

 7 months ago 

@narocky71 ভাইয়ার এই পোস্ট ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট নির্বাচিত করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। ভাইয়া প্রতিযোগিতার জন্য দারুন একটি কনসেপ্ট শেয়ার করেছেন। ভাইয়ার পোস্ট সবসময়ই আমার কাছে অনেক ভালো লাগে। প্রতিযোগিতার জন্য উনার প্রতিভা দিয়ে জোকার সেজে নিজেকে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ ফিচারড আর্টিকেল কে এত সুন্দর পোস্ট সবার তুলে ধরার জন্য।

 7 months ago 

এবার মনে হয় হলিউডের মুভিতে চান্স পেয়েই যাব। 😀😀😀😀

 7 months ago 

হ্যাঁ এখন পর্যন্ত যতগুলো এন্ট্রি হয়েছে এর মধ্যে উনার অংশগ্রহণটাও আমার কাছে ভালো লেগেছে, এবং গতদিনের সকলের পোষ্টের মধ্যে উনার পোস্টটা অনেকটি ব্যতিক্রম ছিল। আমার নিজের কাছেও ভালো লাগছে তার পোস্ট আজকে সিলেট করা হয়েছে, রকি ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 7 months ago 

এই সাজে হলিউডের মুভি ডিরেক্টর দেখলে আমার আর রক্ষা নেই হাহাহা😀😀😀

 7 months ago 

ফিচার্ড আর্টিকেলে রকি ভাইয়ার পোস্টটি সিলেক্ট করা হয়েছে দেখতে পেয়ে ভালো লাগলো। কনটেস্টে ভাইয়ার পোস্টটি ইউনিক ছিল ।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 7 months ago 

আপনারা এভাবে প্রশংসা করলে আমি হলিউডের মুভিতে চান্স পেয়ে যাব 😀😀😀😀

 7 months ago 

আমার পোস্টে সিলেক্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এর প্রতিযোগিতাটি অনেক ব্যতিক্রম একটি প্রতিযোগিতা ছিল। আসলে এই প্রতিযোগিতায় আমার জোকার সাজের পরিকল্পনা শুরু করতে গেছিল। কিন্তু জীবনে কখনো এভাবে সাজা হয়নি। যখন মুখের মধ্যে রং লাগাচ্ছিলাম তখন মনে হচ্ছে যেন শুটিংয়ের জন্য মেকাপ করতেছি। সে অন্যরকম আনন্দ। নতুন অভিজ্ঞতা ছিল এর প্রতিযোগিতায়। আর এই পোস্ট যখন আপনি সিলেক্ট করেছেন, যেন অংশগ্রহণটা আনন্দের হয়ে গেল। অনেক ধন্যবাদ আপনাকে।

can i post here.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57849.42
ETH 3122.29
USDT 1.00
SBD 2.43