"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২৩৫ [ তারিখ : ০৩-০৩-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @mohinahmed


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃমহিন আহমেদ । জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- বিবাহিত । তার শখ- ভ্রমণ করা এবং গান গাইতে খুব পছন্দ করেন। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করেন। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২২ সালের জুন মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1.PNG

2.PNG

3.PNG


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


ইউনিক দুধ শুক্তো রেসিপি তৈরি.... by @mohinahmed ( (date 02.03.2024 )

আজকে আমি এই পোস্টের মাধ্যমে আমার বাংলা ব্লগ কমিউনিটি কর্তৃক আয়োজিত ৫৩ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আমরা সবাই জানি যে, এবারের প্রতিযোগিতা হচ্ছে ইউনিক শুক্তো রেসিপি তৈরি নিয়ে। যাইহোক আমি ইউনিক দুধ শুক্তো রেসিপি তৈরি করেছি। এই রেসিপির নাম শুনেছিলাম,তবে কখনো খাওয়া হয়নি। গতকালকে আমাদের সবার প্রিয় winkles দাদা যখন এনাউন্সমেন্ট দিলেন এই প্রতিযোগিতার,তার কিছুক্ষণ পর আমি বাজারে গিয়েছিলাম এই রেসিপি তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণ গুলো কিনতে। অবশ্য বাজারে যাওয়ার আগে, এই রেসিপি তৈরি করার জন্য গুগল এবং ইউটিউবে কিছুক্ষণ ঘাঁটাঘাঁটি করলাম। তারপর দেখলাম যে কি কি উপকরণ লাগবে এই রেসিপিটা তৈরি করতে। যাইহোক বাজারে গিয়ে সবগুলো উপকরণ পেলেও, সজনে ডাটা এবং মাসের ডালের বড়ি খুঁজে পাচ্ছিলাম না। যাইহোক অনেক কষ্ট করে অবশেষে একটি দোকানে সজনে ডাটা খুঁজে পেলাম।...


আজকের ফিচার আর্টিকালে একটি অত্যন্ত ইউনিক রেসিপি স্থান পেয়েছে। আজকের ফিচার আর্টিকেলের অথর হলো চলমান সপ্তাহের ব্লগার অফ দ্য উইক মহিন আহমেদ। তিনি "আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা ৩৫" তে অংশগ্রহণ করেছেন। তার অংশগ্রহণমূলক পোস্টের রেসিপিটি অত্যন্ত সুন্দর ও ইউনিক ছিলো।

ইউনিক দুধ শুক্তো রেসিপি তৈরি করে খুব সুন্দর ভাবে স্টেপ বাই স্টেপ বর্ণনা করেছেন তিনি। রেসিপি তৈরির জন্য যা কিছু প্রয়োজন তা কিছু কেনার অভিজ্ঞতাও শেয়ার করেছেন। রেসিপিটির প্রধান উপকরণ গুলোর মধ্যে রয়েছে সজনে ডাঁটা, উচ্ছে, তরল দুধ, নারিকেল, ঘি , মসুর ডালের বড়া ইত্যাদি।

রেসিপি তৈরির প্রক্রিয়া সুন্দরভাবে বর্ণনা সহ ডেকোরেশনের ব্যাপারটি অত্যন্ত চমৎকার ছিলো। রেসিপিটি দেখেই খাওয়ার ইচ্ছা জাগবে যে কারোরই। সবকিছু বিবেচনা করে মহিন আহমেদের এই আর্টিকেলটি আজকের ফিচার আর্টিকেল হিসেবে নির্বাচন করা হয়েছে।


4.PNG

ছবিটি mohinahmed ভাইয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

Sort:  
 5 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে মহিন আহমেদ ভাইয়ের নাম দেখে আমার কাছে সত্যি খুবই ভালো লেগেছে। ওনার অংশগ্রহণ দেখে আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লেগেছিল। অনেক সুন্দর করে তিনি এই রেসিপিটা তৈরি করেছেন এবং রেসিপিটা দেখেও সুস্বাদু মনে হচ্ছিল। আর আজকে এই রেসিপিটা ফিচারডে দেখে আরো বেশি ভালো লাগলো। মহিন আহমেদ ভাইয়ার এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 5 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। দুধ শুক্তো রেসিপি দেখে নতুন একটি রেসিপি শিখতে পারলাম। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। দারুন একটি রেসিপি পোস্ট আজকের ফিচারড আর্টিকেল পোস্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে।

 5 months ago 

রেসিপিটি ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে। অনেক সুস্বাদু একটি রেসিপি তৈরি করেছেন মহিন ভাইয়া। উনি আমার বাংলা ব্লগ কমিউনিটির অনেক ভালো মানের একজন ইউজার। ওনার পোস্ট গুলো সব সময় পড়ার চেষ্টা করি। ভাইয়ার পোস্ট কোয়ালিটি অনেক ভালো লাগে। দুধ শুক্তো রেসিপিটি ফিচারড আর্টিকেলে নির্বাচন করার জন্য অনেক ধন্যবাদ।

 5 months ago 

মহিন আহমেদ ভাইয়ার অংশগ্রহণ এবং ওনার তৈরি করা এই রেসিপিটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে দেখে এবং খুবই ভালো লেগেছিল। ওনার এই পোষ্টের মধ্যে আমার কমেন্ট করা হয়েছিল। ওনার তৈরি করা রেসিপি খুবই ইউনিট ছিল এইটা কখনোই খাওয়া হয়নি আগে। বেশ ইউনিক ভাবে শুক্তো রেসিপি তৈরি করে তিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। এই পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করা হয়েছে দেখে ভালো লেগেছে।

 5 months ago 

ফিচারড আর্টিকেলে দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে। রেসিপিটি দেখে আমার অনেক ভালো লেগেছে। রেসিপিটি আমার কাছে অনেক ইউনিক লেগেছে।বেশ দারুণভাবে দুধ শুক্তো রেসিপি করে প্রতিযোগিতায় অংশ করেছেন ভাইয়া। অনেক ধন্যবাদ ভাইয়ার পোস্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 5 months ago 

ফিচার্ড আর্টিকেল হিসেবে যে পোস্টটি নমিনেশন দেয়া হয়েছে এটা দেখে আসলেই খুব ভালো লেগেছে। এটা প্রথমে যখন দেখেছি তখনই আমার কাছে একটি ইউনিক রেসিপি লেগেছে । সেটাকে ফিচার্ড আর্টিকেল করা হয়েছে সত্যি ভালো লেগেছে । অনেক অনেক শুভকামনা রইল আপনাদের জন্য যারা সুন্দর ভাবে এই রিপোর্টটি আমাদের সামনে প্রকাশ করেন ।

 5 months ago 

মহিন আহমদ ভাইয়ার পোস্ট কোয়ালিটি কিন্তু আসলেই বেশ ভালো। আমার কাছে ভাইয়ার সব পোস্ট ভীষণ ভালো লাগে। কারণ ভাইয়া সব সময় নিজের কাজগুলোকে সঠিকভাবে প্রাধান্য দিয়ে থাকে। আমার ভাইয়ার পোস্ট কোয়ালিটি নিয়ে কোন সন্দেহ নেই। ভাইয়া এভাবে অনেক দূরে এগিয়ে যাবে। আজকের রেসিপি ও বেশ ভালো ছিল। আজকের রেসিপিও অনেকটাই ইউনিক ছিল। আর আপনাকেও ধন্যবাদ ভাইয়ের পোস্টটি সুন্দরভাবে সিলেক্ট করার জন্য।

 5 months ago 

মহিন ভাইয়ের এই পোস্টটা যে ফিচারড আর্টিকেল হয়েছে, সেটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। কারণ রেসিপি তৈরি করার জন্য মহিন ভাই যা যা করেছেন তা সত্যি অতুলনীয়। তাছাড়া তিনি রেসিপিটি এত ইউনিক ভাবে করেছেন যা আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে। আর তিনি সত্যিই রেসিপির উপস্থাপনাটা অনেক সুন্দর করেই করেছেন। এটি ফিচারড আর্টিকেল হওয়ার মতোই একটি পোস্ট ছিল। তাছাড়া আশা করি, মহিন ভাইয়ের এই রেসিপিটি আমাদের চলমান প্রতিযোগিতায়ও একটা ভালো ফলাফল করতে পারবে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 66917.83
ETH 3499.90
USDT 1.00
SBD 2.89