"আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল - রাউন্ড #৪৮ [তারিখ : ২০-০৮-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png
Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @shimulakter


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম- শিমুল আক্তার
জাতীয়তা বাংলাদেশী। উনার ভাষ্যমতে - বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি। আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা। আমি একজন গৃহিণী। আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি। ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই। নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি। এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার - ২০২২ সালের মার্চ মাসে স্টিমিটে জয়েন করেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

saimulaktar1.PNG

saimulaktar2.PNG

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


image.png

জেনারেল রাইটিং --- 💕 " একতাই বল " by @shimulakter by.• 19 August 2023||

বন্ধুরা,আমার আজকের ব্লগের টাইটেল পড়ে নিশ্চয়ই বুঝে গেছেন আমি আজ কোন বিষয়টি নিয়ে আপনাদের মাঝে একটি জেনারেল রাইটিং শেয়ার করছি।হে,বন্ধুরা আমার আজকের লেখার বিষয়টি হলো একতাই বল।আসুন আগে সহজ ভাবে জেনে নেই একতা বল আসলে কি। সহজ ভাবে যদি বলি তবে একতা বলতে বুঝায় এক সাথে। আর বল বলতে সাধারনভাবে বুঝি শক্তি।সুতরাং একতাই বল হচ্ছে এক সাথের শক্তি। আমরা মানুষ। আমরা সমাজবদ্ধ জীব।সমাজে আমাদের বসবাস।সামাজিক জীব হিসেবে আমাদের একে অন্যের উপর নির্ভর করে চলতে হয়।আদিকালে মানুষ ছিল বড়ই অসহায়।তখন তারা ছিল একা,ঐক্যবদ্ধহীন।ধীরে ধীরে সময়ের বিবর্তনে মানুষ একে অন্যের উপর নির্ভর করে চলতে শিখে গেছে।কারন একজন মানুষ একাকী তার সীমিত সামর্থের মধ্যে বেশী দিন টিকে থাকতে পারেনা।এজন্য দরকার ঐক্যবদ্ধতা। …

image.png

ছবিটি নেওয়া হয়েছে - শিমুল আক্তার আপুর পোস্ট থেকে

আজকের এবিবি-ফিচার্ড আর্টিকেল পোস্ট এর জন্য ইউজারদের পোস্ট খুঁজতে খুঁজতে আমার চোখ আটকে যায় শিমুল আক্তার আপুর এই একতাই বল পোস্টির মধ্যে। কারণ এই পোস্টের মধ্যে আমি নতুন কিছু খুঁজে পেয়েছি। আমরা প্রতিনিয়ত পোস্ট করছি কিংবা করে যাচ্ছি তবে বাস্তবতা নিয়ে কিংবা উৎসাহমূলক পোস্ট খুব কম হয় বললেই চলে। শিমুল আপুর লেখা পুরো পোস্টটি পরে আমার খুবই ভালো লাগে আর সবচেয়ে বড় কথা উনি পোস্টটি এত সুন্দর ভাবে সাজিয়ে ও ভাষার মিল রেখে করেছেন যা পরে আজকের ফিচার্ড আর্টিকেলের জন্য না নিয়ে পারলাম না।

আমরা মানুষ। আমরা সমাজবদ্ধ জীব।সমাজে আমাদের বসবাস।সামাজিক জীব হিসেবে আমাদের একে অন্যের উপর নির্ভর করে চলতে হয়।আদিকালে মানুষ ছিল বড়ই অসহায়।তখন তারা ছিল একা,ঐক্যবদ্ধহীন।ধীরে ধীরে সময়ের বিবর্তনে মানুষ একে অন্যের উপর নির্ভর করে চলতে শিখে গেছে।কারন একজন মানুষ একাকী তার সীমিত সামর্থের মধ্যে বেশী দিন টিকে থাকতে পারেনা।এজন্য দরকার ঐক্যবদ্ধতা।

কথায় আছে দশে মিলে করি কাজ হারি যেতে নাহি লাজ, প্রতিটা কাজের মধ্যে যদি একতাবদ্ধ থাকে তাহলে আমাদের অবশ্যই সেই কাজের উন্নতি সম্ভব। কোনো মানুষ কোনো কাজকে একা সম্ভব করতে পারে না যদি না তার বল থাকে। আর একটা কঠিন কাজ তখনই সহজ হয়ে যায় যখন একজনের জায়গায় পাঁচজন মিলে সেই কাজটি করা হয় ।

সময়ের প্রত্যেকটা কঠিন জিনিস কে সহজ ভাবে উপস্থাপন করার একটাই শর্ত সেটা হচ্ছে একতা। মানুষ যেমন একা বসবাস করতে পারে না তেমনি অন্যের উপকার ছাড়াও চলা সম্ভব না। আমরা একজন যেই কাজ টা ৪ দিনে করতে পারবো সেই কাজটা ৪ জন মিলে করলে ১ দিনেই সম্পুর্ণ করা যাবে, ধরুন আমি আমাদের আমার বাংলা ব্লগ কমিউনিটি নিয়েই বলি। এতগুলা কমিউনিটির ভারসাম্য কি দাদার একা ধরে রাখা সম্ভব ছিল! যদিও সম্ভব ছিল তবে দাদার অনেক বেশি কষ্ট হয়ে যেত। আর এখন আমরা সবাই মিলে কাজটা করি বিধায় প্রতিটা কাজ খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে যাচ্ছে।

আজকে আপুর এই পোস্টের মাধ্যমে আমাদের আবারো মনে করিয়ে দেয়া হলো আমাদের প্রতিটা মুহূর্তে অন্যের সাহায্যে প্রয়োজন। সেটা ধরুন কথাই বা কাজে। আমাদের সকলের মাঝে ঐক্যবদ্ধতা থাকা খুবই জরুরি একটা বিষয়।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 last year 

একতাই হচ্ছে সর্বশক্তির উৎস। আমরা যাই করি না কেন একতা ছাড়া কোন কিছু করা সম্ভব না। তাই কোন কিছু করতে হলে সবাই মিলে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে সফলতা আসে। শিমুল আপুর পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর ছিল। আপনি সেই পোস্ট টি ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করে আমাদের সাথে শেয়ার করলেন। অনেক ভালো লেগেছে পোস্টটি পড়ে। অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 last year (edited)

আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার এই পোস্টটিকে ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য। আমার খুব ভালো লাগলো এটা ভেবে জেনারেল রাইটিং পোস্টটি আপনি বাছাই করেছেন বলে।ব্যক্তিগতভাবে জেনারেল রাইটিং পোস্টটি ফিচারড আর্টিকেল মনেনীত করায় আমি একটু বেশী খুশী হয়েছি।

 last year 

আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @shimulakter আপু কে দেখে খুব ভালো লাগলো। আর আপুর পোস্ট নিতান্তই খুব চমৎকার হয়ে থাকে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59378.58
ETH 2646.25
USDT 1.00
SBD 2.46