"আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল- রাউন্ড#২১৭ [১২/০২/২০২৪]

Todys_Featured_Articles_2.png
Banner Credit @alsarzilsiam



০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @ronggin


অথরের নামঃ সুবীর বিশ্বাস । জাতীয়তা- ভারতীয় । বৈবাহিক অবস্থান- অবিবাহিত । তার শখ- আর্ট করা ফটোগ্রাফি করা রেসিপি পোস্ট করা এবং গল্প লেখা। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২২ সালের মার্চ মাসে। তিনি কমিউনিটির অত্যন্ত সুপরিচিত একজন মেম্বার। যিনি শুরু থেকেই তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :


IMG_20240212_184932.jpg

" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


IMG_20240212_184518.jpg

আর্ট || চায়ের কাপে ভালোবাসার ধোঁয়া (তারিখ ১২/২/২০২৪)

আমি প্রতি সপ্তাহে তোমাদের সাথে বিভিন্ন রকম আর্ট শেয়ার করার চেষ্টা করি। প্রতি সপ্তাহে আমার ইচ্ছে থাকে, তোমাদের মাঝে নতুন কিছু উপস্থাপন করার। আমি যেহেতু অধিকাংশ সময় ম্যান্ডেলা আর্ট গুলো করি, তাই তার মধ্যেই ভিন্নতা আনার চেষ্টা করি। এই ম্যান্ডেলা আর্ট গুলো করতে সাধারণত অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন পড়ে, যেটা তোমরা সবাই জানো । তারপরও এই কাজ করতে যেহেতু আমি অনেক বেশি ভালোবাসি, সেজন্য সময় লাগলেও নিয়মিতভাবে করে থাকি। ঘন্টার পর ঘন্টা সময় কিভাবে চলে যায় এই আর্ট গুলো করতে বসলে তা বোঝা ই যায় না। যাইহোক, এখন যেহেতু ভালোবাসার মাস চলছে, তাই ভাবলাম ভালোবাসা রিলেটেড কোন কিছু একটা আর্ট করি। সেই চিন্তা থেকেই আজকের আর্টটি তৈরি করেছি। এখানে তৈরি করেছি চায়ের কাপ, কিন্তু তার মধ্যে ভালোবাসা রিলেটেড একটা ছোঁয়া তোমরা পেয়ে যাবে। "চায়ের কাপে ভালোবাসার ধোঁয়া" এরকম কিছু একটা কনসেপ্ট এপ্লাই করার চেষ্টা করেছি এই আর্টটিতে।


gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv21SSibUSw18XATnTMdz1aS9SDX2U4ZaBohkwXQWAskFSAt6ftfVcCLQ72ihAFaaZwehmjNYctAjjqXZZZJBhEnN3xXA6XQAyEfLAr.jpeg



ছবিটি নেয়া হয়েছে @ronggin এর পোস্ট থেকে


আজকে যার পোস্টটি ফিচার পোস্ট হিসেবে মনোনীত করেছি তিনি একজন ভারতীয় নাগরিক। তার নাম সুবীর বিশ্বাস। তার স্টিমেট আইডি @ronggin। তবে ভারতীয় নাগরিক হলে তার মাতৃভাষা কিন্তু বাংলা। তিনি অত্যন্ত গুণী একজন কনটেন্ট ক্রিয়েটর। তার পোস্টগুলোর ভিতর সব সময় সৃজনশীলতা খুঁজে পাওয়া যায়।

তিনি নিজেকে একজন শান্ত স্বভাবের চুপচাপ মানুষ বলে মনে করেন। তিনি বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত আছেন। তিনি গল্প লিখতে ভালোবাসেন। দারুন সব গল্প রয়েছে তার ঝুলিতে। আবার ফটোগ্রাফিতেও বেশ সিদ্ধ হস্ত। সেই সাথে চমৎকার সব রেসিপি ও শেয়ার করেন মাঝে মাঝে। দারুন সব জেনারেল রাইটিং পোস্টও করেন। সবকিছু মিলিয়ে তিনি একজন চৌকস ব্লগার। তার বিভিন্ন ধরনের সৃজনশীল পোস্ট আমার বাংলা ব্লগকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলেছে।

তিনি যে শুধু আমার বাংলা ব্লগে কাজ করেন তা নয়। তিনি আমার বাংলা ব্লগ ছাড়াও বিউটি অফ ক্রিয়েটিভিটি কমিউনিটিতে কাজ করে চলেছেন। তার লেখার ভেতরে কিছুটা ভিন্নতার ছোঁয়া পাওয়া যায়। সেই সাথে তার ব্যতিক্রমী চিন্তাভাবনা থেকে করা আর্ট পোস্টগুলিও প্রশংসার দাবিদার। আজকে তার যেই পোস্টটি আমি ফিচার পোস্ট হিসেবে মনোনীত করেছি সেটি একটি মান্ডালা আর্ট। তবে এখানে তিনি তার ব্যতিক্রমী চিন্তাভাবনার প্রমাণ রেখেছেন। সেই কারণে তার আজকের পোস্টটি ফিচার পোস্ট হিসেবে মনোনীত করলাম।


ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  
 5 months ago 

আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে । রঙ্গিন ভাইয়ের এই আর্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে । দারুন নিখুঁত করে আর্টটি করেছেন । আর্টটি যখন দেখি তখনই অনেকক্ষন খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি খুব ভালো লেগেছে । আর আর্টটি কে এখানে দেখেও ভালো লাগলো ।

 5 months ago 

ফিচারড আর্টিকেলে দারুন একটি পোস্ট বাছাই করা হয়েছে। রঙিন ভাইয়ের পোস্টটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম দারুন ভাবে ভাইয়া পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।এত নিখুত ভাবে অংকন করেছেন যে কারো নজর কারবে। অনেক ধন্যবাদ রঙ্গিন ভাইয়ের পোস্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 5 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্টে রঙ্গিন ভাইয়ার নাম দেখে ভালো লেগেছে। উনার ম্যান্ডেলা আর্টগুলো তো আমি প্রতিনিয়ত অনেক বেশি পছন্দ করি। কমেন্ট করার সময় গতকালকে ওনার এই পোস্ট আমি দেখেছিলাম। আর ওনার এই পোস্টে কমেন্টও করা হয়েছে। ধন্যবাদ উনার এই আর্ট পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 5 months ago 

রঙ্গিন @ronggin ভাইয়ের পোস্ট গুলো আমার কাছে সব সময় ভালো লাগে। উনি অনেক ভালো মানের একজন আমার বাংলা ব্লগ কমিউনিটি ইউজার। ভাইয়া সব সময় মেন্ডেলা আর্ট গুলো দারুণ শেয়ার করেন। আজকেও ভ্যালেন্টাইন’স ডে উপলক্ষে খুব সুন্দর একটি লাভের ধোঁয়া ওঠা ম্যান্ডেলা আর্ট করলেন। পোস্ট টি ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে অনেক ভাল লেগেছে।

 5 months ago 

রঙ্গিন @ronggin ভাইয়ের পোস্ট গুলো আমার কাছে সব সময় ভালো লাগে।উনি অনেক ভালো মানের একজন আমার বাংলা ব্লগ কমিউনিটি ইউজার।

এত সুন্দর উৎসাহ মূলক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57062.81
ETH 3068.42
USDT 1.00
SBD 2.43