"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২০৪ [ তারিখ : ২৯.০১.২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @green015


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম: রিপা রায়। স্টিমিট ইউজার আইডি @green015. জাতীয়তা: ভারতীয়। তিনি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করেন । তিনি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে তিনি খুবই আনন্দিত। তিনি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করে নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা তার অন্যতম শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে তিনি খুবই ভালোবাসেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার: ২০১৮ সালের জানুয়ারি মাসে তার ব্লগিং ক্যারিয়ারের যাত্রা শুরু হয়।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1.PNG

2.PNG

3.PNG


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


মজাদার মুচমুচে তিলের খাজা রেসিপি:.. @green015 (28/01/2024 )

বন্ধুরা, অনেকদিন ধরেই মজার রেসিপি তৈরি করা হয় না।শীতকালে মন শুধুই খাই খাই করে।কিন্তু এক্সামের ব্যস্ততার জন্য কিছুই ঠিকভাবে করতে পারছি না।আজ আমি শেয়ার করবো মজাদার তিলের খাজা রেসিপি।এই রেসিপিটি আমি সাদা তিল দিয়ে তৈরি করেছিলাম কয়েক দিন আগে।আর এটি একবার তৈরি করে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যায়।এটা খুবই মুচমুচে হয়েছিল তৈরির পর আর খেতেও খুবই মজার হয়েছিল।তাছাড়া এই রেসিপিটি তৈরির জন্য খুবই কম উপকরণ লাগে।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছে।তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক-...

আজকের ফিচার আর্টিকেলে একটি খুবই সুন্দর ইউনিক রেসিপি মনোনীত করা হচ্ছে। একটা সময় গ্রামবাংলায় মাইক বাজিয়ে বিভিন্ন মুখরোচক খাবার বিক্রি করত। যদিও এখন সেগুলো প্রায় বিলুপ্তের পথে। আমার এখনো মনে আছে তিলের খাজা বিক্রি করতো ভ্যান গাড়িতে করে। সে সময়ের তিলের খাজা গুলো ছিল খুবই সুস্বাদু।

বর্তমানে তিলের খাজা পাওয়া যায় বেশি ট্রেনে বা যাত্রা পথে বিভিন্ন গাড়িতে। আগের মতন এখন আর এত স্বাদের তিলের খাজা পাওয়া যায়না এর একমাত্র কারণ হলো খাজা ঠিকই আছে কিন্তু তিলের পরিমাণ কমে গেছে। যে খাজার পরিচয় তিলের নামে সেই খাজায় যদি তিল না থাকে তাহলে কি ভালো লাগে? এজন্যই এখনকার তিলের খাজা গুলো খেতে তেমন একটা মজার না।

আমাদের কমিউনিটির একজন সুপরিচিত ইউজার গ্রীন আপু শেয়ার করেছেন দুর্দান্ত একটি তিলের খাজার রেসিপি। অনেকদিন পর এত তিল যুক্ত তিলের খাজা দেখে সত্যিই ভালো লাগলো অনেক। এত তিল দিয়ে বানানো তিলের খাজা খেতে কেমন হয়েছে সেটা ভাবছিলাম। ফিচার আর্টিকেলের জন্য এই কনটেন্ট টি সিলেক্ট না করে পারলাম না। দুর্দান্ত এই রেসিপি শেয়ার করার জন্য গ্রীন আপুকে অনেক ধন্যবাদ।

সুন্দর ডেকোরেশন, পদ্ধতি গুলোর সুন্দর বর্ণনা এবং সুন্দর একটি আইটেম চয়েজ করে পোস্টের মাধ্যমে শেয়ার করার জন্য আজকের ফিচার আর্টিকেলে গ্রীন আপুর মজাদার মুচমুচে তিলের খাজা রেসিপিটি স্থান পেয়েছে।


4.PNG


ছবিটি green015 আপুর ব্লগ থেকে নেওয়া

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 6 months ago 

সত্যিই তিলের খাজাগুলি খেতে এত মজাদার হয়েছিল যে সেই স্বাদ এখনো জিভে লেগে আছে যেন।তাছাড়া অনেক ছোটবেলায় ভ্যানওয়ালার কাছ থেকে আমরাও তিলের খাজা কিনে খেয়েছি খুবই মজার লাগতো।আমার পোষ্টটি নিখুঁতভাবে বিশ্লেষণ করেছেন দেখে খুবই ভালো লেগেছে।আসলে আমি সবসময় চেষ্টা করি আমার পোস্টগুলো ভিন্ন ও সুন্দরভাবে সাজানোর।আজকের রেসিপি পোষ্টে এতটা প্রশংসা পেয়ে সত্যিই ভীষণ ভালো লেগেছে।এছাড়া ফিচার্ড আর্টিকেল হিসেবে নিজের নাম ও পোস্টটি সিলেক্ট হয়েছে দেখে আরো বেশি অনুপ্রেরণা পেলাম। অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টটি এত সুন্দরভাবে তুলে ধরার জন্য।

 6 months ago 

তিলের খাজা রেসিপি আমার কাছে দারুন লেগেছে। তিলের খাজা সব সময় বাজার থেকে কিনে খেয়েছি। কিন্তু নিজে কখনো বানানো হয়নি। আর আপু অনেক সুন্দর করে রেসিপি তৈরির পদ্ধতি তুলে ধরেছিলেন। আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো।

 6 months ago 

গ্রীন আপুর পোস্টটি আমি পড়েছিলাম। বেশ দারুন ভাবে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। তিলের খাজা আমারও
অনেক প্রিয়। আপুর মাধ্যমে সুন্দর একটি
রেসিপি আমি শিখে নিয়েছি। গ্রীন আপুর
পোস্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করার
জন্য অসংখ্য ধন্যবাদ।

 6 months ago 

অনেক ধন্যবাদ আপু।

 6 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে রিপা রায় দিদির পোস্ট দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। তিনি খুবই মজাদার একটা রেসিপি তৈরি করেছে। ওনার তৈরি করা এই রেসিপিটা আমার সত্যি খুবই ভালো লেগেছে, কারণ তিলের খাজা আমার খুবই পছন্দের একটা খাবার। ধন্যবাদ জানাই ওনার এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 6 months ago 

বাহ গ্রীন আপুর রেসিপিটি অসাধারণ ছিল। আমার খুব ভালো লেগেছিল আপুর রেসিপিটি। আর আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেলে আপুর এই পোষ্ট দেখে খুব ভালো লাগলো।

 6 months ago 

তিলের খাজা দেখলেই আমার খুব খেতে ইচ্ছে করে। কারণ তেলের খাজা খেতেই আমি খুব পছন্দ করি। তবে এভাবে তৈরি করা তিলের খাজা কখনো খাওয়া হয়নি আমার। আজকের ফিচারড আর্টিকেলে রিপা রায় আপুর পোস্ট সিলেক্ট করা হয়েছে। ওনার এই পোস্ট ফিচারডে দেখে সত্যি আমার কাছে ভালো লেগেছে অনেক বেশি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61042.80
ETH 2605.92
USDT 1.00
SBD 2.65