আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #১৯[তারিখ : ২২-০৭-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @naimuu


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

নামঃ জান্নাতুল নাঈম।দেশঃবাংলাদেশ।জেলাঃ নোয়াখালী। শখঃ ফটোগ্রাফী করা,রান্না করা,পড়ানো,বই পড়া সহ ইত্যাদি।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_2023-07-22-16-35-50-962-edit_com.android.chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ysXxwBr5SU4g3vtTN4xv6uEiDy6M2gpSzS3ipAYEbS38UVp9behVeJFs6U3fg5tWkYMYx9FcQ2Dhs9dDUvkXykEgj4HDx.jpeg

"রেসিপি পোস্ট//বোম্বাই মরিচের সাথে কচুর ফুলের ভর্তার রেসিপি by @naimuu (date 21-7-23)

কচুর ফুলের ভর্তা কেউ কখনো খেয়েছেন? জাস্ট অসাধারণ একটা রেসিপি। গোলমরিচ রসুন ধনিয়াপাতা ও বোম্বাই মরিচের সাধে কচুর ফুলের ভর্তা জাস্ট অসাধারণ হয়। আগেরদিনে সবাই এই রেসিপিটির সাথে পরিচিত ছিল। কিন্তু এখন অনেকেই এই রেসিপিটি সম্পর্কে ধারনাই রাখে না। এইতো আম্মু কিছুদিন আগেই রেসিপিটি তৈরি করেছে তাই ভাবলাম সাথে সাথে ফটোগ্রাফি করি, আপনাদের সাথে শেয়ার করতে পারব। আমি নিজেও রেসিপিটি সাথে প্রথম পরিচিত হলাম। আম্মু আমাকে বলল এগুলো মানুষ আগে অভাবে খেত। …


নাইমু ম্যাডামের এই পোস্টটি পড়ে আমাদের বিগত দিনের যে কনটেস্টটি আমরা রান করেছিলাম সে কনটেস্টের কথা মনে পড়ে গেলো। কারণ সেই কনটেস্টে অনেক দারুন দারুন ভর্তা রেসিপি শেয়ার করা হয়েছিলো। আর ভর্তা প্রধানত আমাদের সবারই অনেক বেশি পছন্দের। আর নাইমু ম্যাডামের আম্মুর এই কথাটা আমার কাছেও তাই মনে হয়। অর্থাৎ ভর্তা একটা সময় ছিলো গরিবের খাবার। কিন্তু এখন এটা একেবারে শৌখিন এবং বিলাসী একটি খাবার হয়ে গিয়েছে। কারণ প্রায় ফাইভ স্টার হোটেলগুলোতেও এতো ধরনের ভর্তা সার্ভ করা হয় যা হয়তো অনেকে জানিও না।

আর আমি ব্যক্তিগতভাবে বলবো আমার ভর্তা ভীষণ প্রিয়। তো এবিবি ফিচারড এর পোস্ট এর জন্য যখন পোস্ট চেক করছিলাম তখন নাইমু ম্যাডামের এই পোস্টটা চোখে পড়াতেই ঠিক করে ফেললাম যে এই পোস্টটাই হবে আমাদের আজকের এবিবি ফিচারড আর্টিকেল।কারণ এতো সুন্দর একটি ভর্তা আর তার সাথে বোম্বাই মরিচের স্বাদ সব মিলিয়ে দেখেই বুঝা যাচ্ছিলো যে ভর্তাটা কতো বেশি মজা হবে। আর সে সাথে পোস্টটির ছবির কোয়ালিটি গুলো খুব সুন্দর এবং ছবিগুলো খুব সুন্দরভাবে ক্যাপচার করা হয়েছে। সেই সাথে লেখার বানান, লেখার কোয়ালিটি এবং পোস্টের কোয়ান্টিটি সেই সাথে মার্কডাউন সবকিছুই অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে করা হয়েছে। যার কারণে পোস্টটি দেখতে অসাধারণ লাগছে। আর পোস্টের যে বিষয়বস্তু তাও স্বাদে অতুলনীয়, তা আমরা সকলেই বুঝতে পারছি।সত্যিই এই ধরনের পোস্ট দেখলে খিদে পেয়ে যায় কিন্তু। যাই হোক আজকের এই আর্টিকেলটি পড়তে পেরে আমারও খুব ভালো লাগলো।ধন্যবাদ @naimuu ম্যাডামকে আমাদের এতো সুন্দর একটি আর্টিকেল উপহার দেওয়ার জন্য।


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ysXxwBr5SU4g3vtTN4xv6uEiDy6M2gpSzS3ipAYEbS38UVp9behVeJFs6U3fg5tWkYMYx9FcQ2Dhs9dDUvkXykEgj4HDx.jpeg

ছবিটি @naimuu এর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last year 

আজকের ফিচারড আর্টিকেল এর জন্য আমার পোস্ট যোগ্য হিসেবে ভেবেছেন এটাই আমার সার্থকতা। আমি ভাবিনি আমার পোস্ট মনোনীত হবে । আমি সর্বদাই ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। আর আমি মনে করি ফিচারড আর্টিকেল উদ্যেগ এর মাধ্যমে জেনারেল ইজাররা আরো উৎসাহিত হবে। যাইহোন আসলেই বেশ ভালো লাগছে।

 last year 

এই ভর্তা রেসিপিটি আমার ভীষণ ভালো লেগেছিল। যদিও এভাবে কখনো ভর্তা করে খাওয়া হয়নি। তবে নাইমু আপুর কাছ থেকে এই মজার ভর্তা রেসিপি শিখতে পেরে আমাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। দারুন একটি রেসিপি পোস্ট সিলেকশন করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো।

 last year 

@naimuu আপু নিঃসন্দেহে একজন ভালো ব্লগার। তার পোস্টগুলো বেশ গুনগত মান সম্পন্ন হয়। ভর্তা আমি ভীষণ পছন্দ করি, তাই এই পোস্টটি আমার কাছে দারুন লেগেছে। আর যেভাবে উপস্থাপনা করেছেন তা প্রশংসার দাবিদার। তার ব্লগিং জার্নি সুখকর হোক এই কামনা করছি।

 last year 

প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি নাঈমু আপুর এতো লোভনীয় একটি রেসিপি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য। এই রেসিপিটা আমার কাছে খুব ইউনিক লেগেছে। কারণ কচু ফুলের ভর্তা কখনো খাওয়া হয়নি আমার। দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব ইয়াম্মি লেগেছে। গরম ভাতের সাথে এই ভর্তাটি খেতে দারুণ লাগবে। রেসিপিটা অবশ্যই একদিন বাসায় ট্রাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

 last year 

আজকের ফিচারড আর্টিকেল নাঈমু আপুর রেসিপি পোস্ট দেখে খুব ভালো লাগলো। ভর্তা আমার খুব পছন্দের। ভর্তা রেসিপিটি আমার ভীষণ ভালো লেগেছিলো। নাঈমু আপুর প্রায় সময় আমাদের মাঝে চমৎকার রেসিপি উপস্থাপন করে থাকে। আপুর রেসিপি গুলো সত্যি অসাধারণ হয়ে থাকে। আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 last year 

ফিচার্ড আর্টিকেলে নাঈমু আপুর রেসিপি পোস্টটি বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপুর পোস্ট গুলো অনেক সুন্দর হয়। তবে আজকের পোস্টটি দেখে আসলেই লোভ সামলানো যাচ্ছে না। এভাবে কখনো ভর্তা খাওয়া হয়নি। তবে ভর্তাটি দেখে অনেক লোভনীয় এবং সুস্বাদু মনে হয়েছে। আপুর কাছ থেকে ইউনিক একটি ভর্তার রেসিপি শিখতে পেরে অনেক ভালো লেগেছে। আপুর জন্য অনেক শুভকামনা রইল।

 last year 

নাঈমু আপুর পোস্ট ফিচার্ড আর্টিকেলে বাছাই করা দেখে খুব ভালো লাগলো। সত্যিকার অর্থেই বোম্বাই মরিচের সাথে কচুর ফুলের ভর্তা রেসিপিটি খুব ইউনিক রেসিপি ছিল। আমি নাঈমু আপুর এই রেসিপি পোস্ট দেখে রেসিপিটি শিখে নিয়েছিলাম। অনেক অনেক ধন্যবাদ, নাইমু আপুর এই রেসিপি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66745.34
ETH 3326.92
USDT 1.00
SBD 2.71