"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২৮২ [তারিখ : ২১-০৪-২০২৪]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @razuan12


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথর: মোঃ রেজুওয়ান আহমেদ। জাতীয়তা: বাংলাদেশি। মেহেরপুর জেলার গাংনী থানার বামুন্দীর বাসিন্দা রেজুওয়ান ভাই অনার্স ফার্স্ট ইয়ারে পাঠরত। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তার স্টিমিট যাত্রা শুরু। রেজুওয়ান ভাই ঘুরতে যেতে ভালোবাসেন। পাশাপাশি বিভিন্ন রেস্টুরেন্টে যেতেও তার ভালো লাগে। আর তার যে ভালোলাগাটি আমরা মোটামুটি সবাই জানি তা হলো ফটোগ্রাফি।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20240421-194823~2.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Screenshot_20240421-192341~2.png

আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি by @razuan12 (তারিখ 20.04.2024 )

আজকে আপনাদের মাঝে আমি সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি করার চেষ্টা করব। পশু পাখির ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি ভালো পাখি ও কবুতরের ফটোগ্রাফি করার জন্য। এর আগে আমি কিছু কবুতরের ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করেছি। আজকে রেনডম ফটোগ্রাফি করব আশা করি আপনারা মন্তব্য করে জানাবেন। যারা আমার ফটোগ্রাফি দেখে থাকেন তারা বুঝতে পারবেন। কতটা সময় ও দক্ষতা নিয়ে ফটোগ্রাফি গুলো করি।আজকেও কিছু অসম্ভব সুন্দর রেনডম ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। বিশেষ করে পশুপাখি ফটোগ্রাফি করতে ভালো লাগে। আশা করি দেখবেন। আস্তে আস্তে চমৎকার কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরবো।…


আমরা প্রত্যেকেই অল্পবিস্তর ছবি তুলতে থাকি। যারা আগে কম ছবি তুলতেন তাদের মধ্যে বর্তমানে আমার বাংলা ব্লগের সুবাদে ছবি তোলার প্রবণতা বেড়েছে। কারণ যেটাই হোক ছবি তোলা এখন সবার কাছেই ভালো লাগার জায়গা। সেই ভালো লাগা থেকে আমরা প্রত্যেকেই ছবি তুলি। নিয়মিত না হলেও যখন বিশেষ কোথাও যখন ঘুরতে যাই বা বিশেষ কিছু নজর টানলে তখন অবশ্যই ছবি তুলি। ছবি নিয়ে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে বেশ কয়েকটি ভালো ভালো প্রতিযোগিতাও হয়েছে তাতে সদস্যরা আমাদের মাঝে খুব সুন্দর ফটোগ্রাফি করে দেখিয়েছেন।

ভালো ছবি তোলা এক ধরণের আর্ট। আজ আমার বাংলা ব্লগের স্ক্রল করতে করতে সেরম কিছু ছবি নজরে এলো। মূলত পোস্টে বিভিন্ন মুহূর্তে পায়রা ও শালিক পাখিদের নিয়ে তোলা। সেখানে একটি শালিক থেকে দল বেঁধে থাকা পায়রাদের ছবি রয়েছে। পাখির ছবি তোলা আসলে একটু শক্তই। আমাদের মোবাইল ফোন থেকে সেটা তোলা খুবই কঠিন। সেজন্য রেজুওয়ান ভাইয়ের ছবি গুলো বেশি ভালো লেগেছে। আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন তিনি ফটোগ্রাফি গুলো একটি ডিজিটাল ক্যামেরার মাধ্যমে করেছেন। যেটা ছবির কোয়ালিটিতে স্পষ্ট। আশা করছি আপনাদের সব ছবিই ভালো লাগবে। পাখির ছবি গুলো দেখে মুগ্ধ হয়ে পোস্টের একদম শেষের সিম ফুলের ছবিটি দেখতে ভুলবেন না।


Screenshot_20240421-192341.png

ছবিটি রেজুওয়ান ভাইয়ের ব্লগ থেকে নেওয়া

ধন্যবাদ

Sort:  
 2 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। রেজোয়ান ভাইয়া সত্যি দারুন ফটোগ্রাফার। উনার ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লাগে। দারুন সব ফটোগ্রাফি গুলো দেখেও অনেক ভালো লাগলো।

 2 months ago 

ফিচারড আর্টিকেলে দারুনএকটি পোস্ট সিলেক্ট করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। রেজওয়ান ভাই আমার বাংলা ব্লগেরবেশ ভালো একজন ইউজার। ভাইয়া সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন তার ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। অসাধারণ ছিল প্রত্যেকটি ফটোগ্রাফি। অনেক ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 2 months ago 

প্রথমে যখন আপনার ভোট দেখলাম। তখন মনে মনে ভাবছিলাম যে কিছু একটা তো রহস্য আছে, দাদা আজকে হঠাৎ পোস্টে ভোট দিল। মনে মনে ভাবছিলাম যে এই পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে মনোনীত হবে। অবশেষে সেটাই পূরণ হয়ে গেল। আমার এত দিনের ফটোগ্রাফি করা সার্থক হয়ে গেল। প্রতিটা ইউজার আমাকে নিয়ে বেশ ভালো মন্তব্য করছে। এটা আমার অনেক ভালো লাগতেছে। নিজের কাছে ভীষণ ভালো লাগা কাজ করতেছে। অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে সিলেক্ট করার জন্য। চেষ্টা করব প্রতিনিয়ত ভালো ফটোগ্রাফি করার জন্য।

 2 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে রেজুওয়ান ভাইয়ার নাম দেখে অনেক বেশি ভালো লাগলো। তিনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকেন। যেগুলো আমি বেশিরভাগ সময় দেখি। উনার এই পোস্ট আগে না দেখা হলেও, ফিচারড আর্টিকেলে দেখে ভালো লাগলো। এরকম পাখির ফটোগ্রাফি আমি এর আগেও উনার পোস্টে দেখেছি। অনেক সুন্দর হয় উনার সবগুলো ফটোগ্রাফি। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি ফটোগ্রাফি করে থাকেন। অসংখ্য ধন্যবাদ এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 2 months ago 

রেজওয়ান ভাইয়ের ফটোগ্রাফি গুলো দেখেছি প্রত্যেকটা ফটোগ্রাফি অসম্ভব সুন্দর ছিল। পাখির দৃশ্য খুব সুন্দর করে ক্যামেরাবন্দি করেছেন। যেটা দেখতে দারুন লাগছে। আজকের সেরা আর্টিকেলে ফটোগ্রাফি পোস্ট সিলেক্ট করায় খুবই ভালো লাগলো। যেটা করতে আমিও পছন্দ করি। ফটোগ্রাফি আমার খুবই প্রিয়। আজকের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 65157.25
ETH 3492.49
USDT 1.00
SBD 2.44