"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #১৭৭ [তারিখ : ০২-০১-২০২৪]

image.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @

nevlu123


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

উনার ভাষ্যমতে ----
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার - ২০১৮ সালের জানুয়ারী মাসে স্টিমিটে জয়েন করেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

IMG_20240102_201932.jpg

Screenshot_2024-01-02-20-19-07-70.jpg

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovTWfW88kFEmtpxe5YX48E8w8gQBrxK8SdoWL5jHjpCBU4ZySBADkMYfhGj8Ycvov3X3oS39XQgXEL8BEEFdUK2w8.jpeg

স্বরচিত কবিতাঃ হ্যাপি নিউ ইয়ার...... by @nevlu123 by.• 2 January 2024||

[হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।…](https://steemit.com/hive-129948/@nevlu123/6ascff)

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovTWfW88kFEmtpxe5YX48E8w8gQBrxK8SdoWL5jHjpCBU4ZySBADkMYfhGj8Ycvov3X3oS39XQgXEL8BEEFdUK2w8.jpeg

ছবিটি নেওয়া হয়েছে ইমদাদ হোসেন নিভলু ভাইয়ের পোস্ট থেকে

স্বরচিত কবিতা মানে নতুন কোনো লেখা, নতুন কোনো লাইন আর নতুন বছরের নতুন দিন উপলক্ষে যদি এই নতুন বছরকে নিয়ে নতুন কিছু লাইন লেখা হয় তাহলে বেশ ভালো লাগে। কবিতা আমি নিজেও বেশ আগ্রহ নিয়ে ও ভালোবাসা নিয়ে লিখে থাকি। আর এই নতুন বছরকে নিয়ে আমাদের প্রত্যেকের মনে নতুন কোনো আশা, নতুন কোনো ভালো দিককে চিন্তা করেই ও অতীতের সকল কিছু ভুলে গিয়ে ভালো কিছু হওয়ায় উদ্দ্যেশে কবিতার প্রতিটি লাইন।

আমি আজকের ফিচারড আর্টিকেল পোস্ট খুঁজতে গিয়ে নিভলু ভাইয়ের লেখা স্বরচিত কবিতাঃ হ্যাপি নিউ ইয়ার কবিতাটি খুবই ভালো লাগে। উনার লেখা কবিতার প্রতিটি লাইনে অতীতের সকল দুঃখকে ভুলে গিয়ে নতুন করে জীবনকে আরো সুন্দর ভাবে সাজিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আশা দিয়েছেন।

অতীতের আছে যত,
দুঃখ দুর্দশা আর গ্লানি।
ধুয়ে মুছে শেষ হোক,
এটাই নতুন বছরের বাণী।

হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে,
একে অন্যের কাঁধে হাত দিয়ে।
সব মানুষ ভাই ভাই বলে
চলবো মোরা দলে দলে।


এছাড়াও নিভলু ভাইয়া নিজের প্রতিভা দিয়ে বেশ সুন্দর ও ভালো কিছু পোস্ট আমাদের মাঝে প্রতিনিয়িত শেয়ার করছেন যা সত্যি প্রশংসনীয়। আমি আশা করবো এভাবেই প্রতিনিয়ত উনি আমাদের মাঝে নতুন নতুন প্রতিভা গুলো তুলে ধরবে আমার বাংলা ব্লগের মাধ্যমে।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 6 months ago 

তিনি তার অসাধারণ প্রতিভা আমাদের মাঝে উঠিয়ে তোলে, আজকে ফিচার আর্টিকেলে নেভলু ভাইয়ের পোস্ট দেখে খুবই ভালো লাগলো। সত্যিই তিনি চমৎকার ভাবে প্রত্যেকটা কমিউনিটিতে ভালো এক্টিভিটি ধরে রাখে, আমার খুবই পছন্দের একজন ব্লগার।

 6 months ago 

অনেক অনেক ভালোবাসা রইলো ভাই।

 6 months ago 

নতুন বছরের উপলক্ষে নিভলু ভাইয়া খুবই সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। তার প্রতি টা পোস্ট আমার কাছে ভীষণ ভালো লাগে।যাইহোক আজকের ফিচারড আর্টিকেলে নিভলু ভাইয়ার পোস্ট সিলেক্ট হয়েছে এটা খুবই ভালো।ধন্যবাদ সুন্দর একটি পোস্ট মননীত করার জন্য।

 6 months ago 

নেভলু ভাই সব সময় কবিতা লিখেন পড়ে খুবই ভালো লাগে। এবারে হ্যাপি নিউ ইয়ারে খুব সুন্দর একটি কবিতা লিখলেন। সেই কবিতাটি ফিচারড আর্টিকেলে সিলেক্ট করা হলো। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য।

 6 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে নিভলু ভাইয়ার নামটা দেখে খুব ভালো লাগলো। তিনি অনেক সুন্দর করে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে একটা কবিতা লিখেছেন। উনার লেখা এই কবিতাটা খুবই সুন্দর ছিল। আর উনার এই কবিতা পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখে সত্যি অসম্ভব ভালো লাগলো। ধন্যবাদ এই পোস্টটা সিলেক্ট করার জন্য।

 6 months ago 

নতুন বছর কে কেন্দ্র করে আমার এই কবিতাটি আমার বাংলা ব্লগের আজকের ফিচারড আর্টিকেলে দেখে খুব বেশি খুশি হলাম।আমার পোস্টটি সিলেক্ট করার জন্য ধন্যবাদ।আর এই মহৎ উদ্যোগের সাধুবাদ জানাই।

 6 months ago 

নববর্ষ কে কেন্দ্র করে নিভলু ভাই একটি চমৎকার কবিতা লিখেছেন।যেটা আজকের ফিচার্ড আর্টিকেল পোস্ট হিসেবে মনোনীত হয়েছে।খুবই ভালো লাগলো পোস্টটি।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 6 months ago 

নতুন বছরকে কেন্দ্র করে ভাইয়া খুব দারুণ একটি কবিতা লিখেছেন। ভাইয়া খুব সুন্দর কবিতা লেখেন ভাইয়ার কবিতা গুলো পড়ে আমার অনেক ভালো লাগে। নিভলু ভাইয়ার পোস্ট ফিচার আর্টিকেল মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 6 months ago 

নিভলু ভাইয়া কিন্তু খুবই ভালো কবিতা লিখে থাকে।উনার লেখা কবিতাগুলো আমার সব সময় ভালো লাগে। নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে তিনি সব রকমের কাজ করার চেষ্টা করে প্রতিনিয়ত। আর তেমনি আজকে একটা কবিতা লিখেছিল হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে যেটা অনেক সুন্দর হয়েছে। আর এই কবিতাটা কে ফিচারড আর্টিকেলে দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ জানাই উনার এই কবিতা পোস্টটিকে ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 6 months ago 

নিভলু ভাইয়া পোস্টে আসলেই অনেক সুন্দর হয়েছে। আমার কাছে ভাইয়া কবিতা গুলো পড়তে অনেক ভালো লাগে। তাছাড়া ভাইয়া প্রতিনিয়ত আমাদের মাঝে সুন্দর পোস্টগুলো তুলে ধরে। নতুন বছর কে কেন্দ্র করে এবারেও বেশ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করলো। তাছাড়া আজকে ভাইয়ের পোস্টে ফিচারড আর্টিকেলে দেখে আরো অনেক ভালো লাগলো।

আমাদের প্রিয় নিভলু ভাই বরাবরই খুব ভালো মানের একজন ইউজার। তার পোস্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তার লেখা হ্যাপি নিউ ইয়ার এর কবিতাটিও ভীষণ সুন্দর হয়েছে। যদিও বা সময় সুযোগের কারণে আমার আগে কবিতাটি দেখা হয়নি, তবে ফিচার্ড আর্টিকেলে কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। ফিচার্ড আর্টিকেলে নিভলু ভাইয়ের চমৎকার এই কবিতাটি নির্বাচন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57839.82
ETH 3132.70
USDT 1.00
SBD 2.43