HWC Contest #48|| POWERUP & WIN WEEK 38 by @memamun (88.365 sp)"

in Hindwhale Community19 days ago (edited)

আসসালামু আলাইকুম

আমি @memamun
#Bangladesh থেকে এসেছি


Blue & White Futuristic Gaming Youtube Thumbnail_20240428_000011_0000.png

Image Created From Canva app

প্রিয় বন্ধুরা। আশা করছি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে আসলাম প্রান প্রিয় দিদি @jyoti-thelight এর পাওয়ার আপ কনটেস্টে। তার এই আয়োজন সবসময় আমাদের জন্য অনুপ্রেরণা দেয়। পাওয়ার আপের প্রতি আগ্রহ দেন। তাই আমি আমার পাওয়ার আপটি আপনাদের সাথে শেয়ার করবো। চলুন তাহলে শুরু করি।


বর্তমান আমার ওয়ালেটের অবস্থা

প্রিয় বন্ধুরা, আমি আবারও পাওয়ার আপ নিয়ে চলে আসলাম এই প্রতিযোগিতায়। আজ আমি আমার লিকুইড স্টিমগুলো পাওয়ার আপ করেছি। তাই আমি আমার পাওয়ার প্রসেসিং টা সকলের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তার আগে আমার ওয়ালেটের অবস্থা টা সবাইকে দেখিয়ে নেই। নিচে দেখতে পারছেন আমার ওয়ালেটের বর্তমান অবস্থা। এখানে আগে থেকেই এসপি আছে ৪,০৭৩.৫১৮ এবং লিকুইড স্টিম রয়েছে ১৭৫.৩৬৫, এই হলো আমার পাওয়ার আপ করার আগের অবস্থা।

IMG_20240427_231533.jpg



পাওয়ার আপ করার পদ্ধতি

চলে আসলাম আমার লিকুইড স্টিম থেকে পাওয়ার আপ করার পদ্ধতিতে। এখান থেকে আমি ৮৮.৩৬৫ স্টিম পাওয়ারে পরিনত করবো ইনশাআল্লাহ। চলুন প্রতিটি ধাপে ধাপে শেয়ার করা যাক।

১ ধাপ

IMG_20240427_231605.jpg

আমি ওয়ালেটে প্রবেশ করার পর পাওয়ার আপ করার জন্য লিকুইড স্টিমের উপর ক্লিক করি। ক্লিক করার পর এরকম বেশ কয়েকটি অপশন চলে আসে। যেহেতু আমি পাওয়ার আপ করবো। তাই পাওয়ার আপ অপশনে ক্লিক করবো।

২ ধাপ

IMG_20240427_231703.jpg

পাওয়ার আপ অপশনে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসলো। এখানে আমাকে বলছে খালি ঘরে পাওয়ার আপ করার সংখ্যা টি বসাতে। যেহেতু আমি ৮৮.৩৬৫ স্টিম পাওয়ার আপ করবো। তাই এই সংখ্যা টি বসিয়ে দিলাম। তারপরে পাওয়ার আপ অপশনে ক্লিক করলাম।

৩ ধাপ

IMG_20240427_231735.jpg

পাওয়ার আপে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। এখানে আমাকে বলছে যে পাওয়ার নিশ্চিত হতে হলে ওকে অপশনে ক্লিক করতে। তাই আমি ওকে অপশনে ক্লিক করলাম।

৪ ধাপ

IMG_20240427_231814.jpg

ওকে অপশনে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। এখানে আমাকে পাওয়ার সম্পন্ন করতে হলে সংরক্ষিত পাসওয়ার্ড টি ব্যবহার করতে হবে। তাই আমি সংরক্ষণ করে রাখা পাসওয়ার্ড টি কপি করে এনে এখানে বসিয়ে দিলাম। তারপর সাইন ইনে ক্লিক করলাম।

সর্বশেষ

IMG_20240427_231854.jpg

সর্বশেষ সাইন ইন এ ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসলো। দেখে বুঝতে পারলাম আমার পাওয়ার আপ সম্পন্ন হয়েছে। পাওয়ার আপ সম্পন্ন হয়ে স্টিম পাওয়ার বৃদ্ধি পেয়েছে। সংখ্যা বৃদ্ধি হয়ে দাড়িয়েছে ৪,১৬১.৮৯৬ এসপি। আলহামদুলিল্লাহ।

Screenshot_2024-04-27-23-38-25-71_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

দেখতে পারছেন হিস্ট্রি থেকে যে এখানে পাওয়ার কমপ্লিট। আমার পাওয়ার সম্পন্ন করে। এভাবেই বৃদ্ধি করে থাকি। আলহামদুলিল্লাহ।



পাওয়ার আপের গুরুত্ব

পাওয়ার আপের গুরুত্ব সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। এই যে আমার মধ্যে একটা অনুভূতি জাগছে যে আমার পাওয়ার আপ করে করে এখন বেশি এসপির মালিক হতে পেরেছি। আবার আরও আসলে আরও করবো। এটাই একমাত্র পাওয়ার।

পাওয়ার আপ করার দ্বারা নিজেদের একাউন্টকে শক্তিশালী করা। যত বেশি অর্থ দিয়ে বিজনেসকে গ্রো করবো ততোই বিজনেস বা একাউন্ট ভালো হবে। এর দীর্ঘদিন ধরে পাওয়ার থাকবে।

কারো পাশে দাড়ানো। আমাদের এসপি যখন বৃদ্ধি পাবে। তখন আমাদের একাউন্ট থেকে অন্যকোনো পোস্টে ভোট দিলে ডলার যাবে। তাহলে তো সেই পোস্ট কারীর উপকার হলো। যেটা আমার কাছে খুবই পছন্দনীয়। এভাবেই আমার একাউন্টে পাওয়ারে পরিনত করে অনেক দুর পর্যন্ত নিয়ে যাবো ইনশাআল্লাহ।


SEPARADOR C.png

আমি আমন্ত্রণ জানাচ্ছি @zulkarnain @arinaz08 and @iqra-rubab বন্ধুদেরকে। যাদের পাওয়ার আপ করার মাধ্যম আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

SEPARADOR C.png



Thank you everyone

Good Bye



Picsart_23-03-29_21-48-05-415.jpg

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 65852.33
ETH 2958.72
USDT 1.00
SBD 3.73