লোক ঠকানোও যেনো আর্ট!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের চারপাশে একেবারে ঠকানোর ব্যাপারটা যেনো খুব অতিরিক্ত বেড়ে চলেছে। আর এই বেড়ে চলার মধ্যে আমাদের সমাজ এবং আমাদের প্রশাসনও যেনো একেবারে নীরব ভূমিকা পালন করছে। কারণ আজকালকার রাস্তাঘাটের যে পরিমাণ ছিনতাই বেড়েছে। সেই পরিমাণ চোর ডাকাতি আগেকার যুগে কখনো হয়েছে বলে শোনা যায়নি। যেহেতু আগেকার যুগে অনেক বেশি অভাব ছিলো।সেহেতু তখনকার যুগে এসব হওয়ার কথা ছিলো,কিন্তু এসব হচ্ছে বর্তমান যুগে যেটা সত্যি খুব কষ্টের।

যেমন আজকালকার এমন অনেক পদ্ধতি বের হয়েছে। যে পদ্ধতিগুলো ফলো করে কিছু মানুষ খুব সহজে অনৈতিক কাজ করছে। এবং তারা এই লোক ঠকানোটাকে একেবারে একটা আর্টের পর্যায়ে নিয়ে গিয়েছে। যেটা ভাবলেই আমার কাছে বেশ অবাক লাগে।

যেমন ধরুন, আপনি রাস্তাতে হাঁটছেন।হুট করে আপনার সাথে একজন নিজেকে ধাক্কা দিয়ে তার হাত থেকে একটা ফোন ফেলে দিয়ে ভেঙে ফেললো। অর্থাৎ ফোনটা আগে থেকেই ভাঙ্গা ছিলো। আর এর পরে আপনাকে তার জন্য জরিমানাও দিতে হবে এবং সেটা আবার মানুষজন হা করে তাকিয়ে তাকিয়ে দেখবে। আর এক্ষেত্রেও স্বাভাবিকভাবেই প্রশাসন নীরব ভূমিকা পালন করে।

আসলে মানুষ যখন কোনো একটা কাজ টানা করতে থাকে। তখন সে সব সময় সেই কাজটাকে তার আর্টের পর্যায়ে নিয়ে যায়। অর্থাৎ অসম্ভব নিখুঁত করে ফেলে। এই খারাপ কাজ গুলো আমাদের সমাজে ঠিক ততোটাই নিখুঁত হয়ে উঠেছে। যতোটা নিঁখুত হলে তাদের আর ধরা ছোঁয়া যায় না।

কিন্তু এতে আসলে আমাদের কিছুই করার নেই। কারণ আমরা সমাজের কাছে জিম্মি অনেকটা কিংবা আমরা প্রশাসনের কাছে জিম্মি। তাই আমরা যতটুকু করতে পারি। তা হলো, খারাপ মানুষগুলোর কাছ থেকে দূরে থাকা।
Sort:  
 27 days ago 

বর্তমানে লোক ঠকানোর জন্য বিভিন্ন ধরনের অভিনব কৌশল বের করা হয়েছে। প্রতারকরা সেই কৌশল গুলো এপ্লাই করতে করতে একেবারে এক্সপার্ট হয়ে গিয়েছে। তাদের মতলব খারাপ হলেও,এতে করে তারা কিন্তু দক্ষ হয়ে গিয়েছে। সুতরাং এটাকে এক ধরনের আর্ট বলা যেতেই পারে। তবে প্রশাসন যদি প্রতারণা বন্ধ করার জন্য যথাযথ পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু সাধারণ মানুষের চলাফেরা করাটা খুবই কষ্টকর হয়ে যাবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.12
JST 0.030
BTC 69611.55
ETH 3706.33
USDT 1.00
SBD 3.30