You are viewing a single comment's thread from:

RE: আসন্ন "আমার বাংলা ব্লগ" এর দ্বিবর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ লোগো কনটেস্ট

in আমার বাংলা ব্লগlast year (edited)

বাপরে এতগুলো স্টিম পুরস্কার। একেবারে $৬০০ এর আপভোট। তা যাই হোক দাদা আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষকে সামনে রেখে আমাদের জন্য একটি কন্টেস্টের ব্যবস্থা করেছেন। আশা করি কমিউনিটির ভালো ভালো ইউজাররা এই কন্টেস্ট অংশগ্রহণ করবেন। দাদা ২০২১ সালের জুন মাসে যাত্রা শুরু করে আমার বাংলা ব্লক আজ একটি সম্মানজনক স্থানে পৌঁছে গেছে। যা কেবলমাত্র আপনার অক্লান্ত পরিশ্রমের দ্বারাই সম্ভব হয়েছে। আশা করি দ্বিতীয় বর্ষপূর্তিতে যে প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে তাতে সকল ইউজাররা অংশগ্রহণ করবে। ধন্যবাদ দাদা।

Sort:  
 last year 

600 Steem পুরস্কার কোথায় পেলেন ? বলেছি $৬০০ এর আপভোট । তার মানে $৩০০ এর সমান স্টিম । অর্থাৎ, ৩০০ X ৫ = ১৫০০ স্টিম পুরস্কার ।

 last year 

ঠিক করে দিয়েছি।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67666.95
ETH 3775.61
USDT 1.00
SBD 3.55