আমার বাংলা ব্লগ: টার্গেট ডিসেম্বর সিজন - ২ || ১০ স্টিম পাওয়ার আপ by @kawsar

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম!
আশা করি সবাই অনেক ভাল আছেন।
আমি ঢাকা, বাংলাদেশ থেকে মোঃ কাওসার হোসেন ।

আজকে আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির টার্গেট ডিসেম্বর সিজন-২ পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। steemit প্লাটফর্মে পাওয়ার আপ করার মাধ্যমে আমরা নিজেকে অনেক শক্তিশালী করতে পারি। পাওয়ার আপ এর মাধ্যমে সবচেয়ে বেশি সুবিধা আমার নিজেরই হবে, তাই আমাদের উচিত আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চটুকু পাওয়ার আপ করা।

20220824_161958.jpg

Design With Pixellab




পূর্বের এসপি৭২২৯
পাওয়ার আপ১০
বর্তমান এসপি৭২৩৯
টার্গেট ডিসেম্বর১০,০০০

আমি প্রতিনিয়তই পাওয়ার আপ করে থাকি। সব সময় হয়তো পাওয়ার আপ যে করি সেটার পোস্ট দেয়া হয় না। আর আমি ডিসেম্বর মাসের মধ্যে ১০০০০ এস পি সম্পন্ন করতে চাই।



পাওয়ার আপ করার প্রতিটি ধাপ আমি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করছি।

Screenshot_3.png

Screenshot Taken From steemitwallet.com

ধাপ-১: প্রথমে আমি steemitwallet.com লগইন করেছি, আমি আজকে ১০ স্টিম পাওয়ার আপ করব।



Screenshot_4.png

Screenshot Taken From steemitwallet.com

ধাপ-২: এর পর steem এ ক্লিক করে পাওয়ার আপ বাটনে ক্লিক করব। আমি অ্যামাউন্ট ১০ বসিয়ে দিয়েছি এবং পাওয়ার আপ বাটনে ক্লিক করেছি।



Screenshot_5.png

Screenshot Taken From steemitwallet.com

ধাপ-৩: ১০ পাওয়ার আপ করার পর আমার টোটাল পাওয়ার আপ হলো ৭২৩৯।




সবাইকে ধন্যবাদ
@kawsar

Sort:  
 2 years ago 

পাওয়ার আপ মানেই নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া।পাওয়ার আপ আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ইউজারের জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। কিন্তু অনেকে এটি বোঝেনা।

 2 years ago 

কিন্তু আপু এখন অনেকেই এটা বোঝে

 2 years ago 

পাওয়ার আপ পোষ্ট মানে নিজের স্টিমেট একাউন্টে সক্রিয়তা বৃদ্ধি করা। পাওয়ার আপ পোস্টের মাধ্যমে নিজেকে একজন ভালো ব্লগার হিসেবে প্রমাণ করা যায়। ভোটিং ভালো বৃদ্ধি পাবে পাওয়ার আপ পোষ্টের মাধ্যমে। ১০ স্টিম পাওয়ার আপ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনি কথা গুলে একদমই ঠিক বলেছেন ভাই। কথা গুলো সত্যি, ধন্যবাদ আপনাকে

 2 years ago 

পাওয়ার বৃদ্ধি করে আপনি খুব ভালো একটি কাজ করেছেন। প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ। এভাবে পাওয়ার বৃদ্ধি করলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

জি ভাই, সেই জন্য পাওয়ার আপ করে যাচ্ছি, দোয়া করবেন

 2 years ago 

পাওয়ার আপ পোষ্ট মানে নিজের সক্ষমতা বৃদ্ধি অর্জন করা। এভাবে পাওয়ার বৃদ্ধি করলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন খুব তাড়াতাড়ি। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

জি ভাই আসলেই আপনি ঠিক বলেছেন, ধন্যবাদ আপনাকে

 2 years ago 

এই একটু একটু করে জমাতে জামাতেই তো বিন্দু থেকে সিন্ধু হয় ,এভাবে এগিয়ে চলুন। ভালো থাকুন।

 2 years ago 

জি আপু একটু একটু করেই এগিয়ে যেতে চাই

 2 years ago 

পাওয়ার আপ করতে ভালোবাসি। পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। যত বেশি পাওয়ার তত বেশি সক্ষমতা। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

পাওয়ার আপের গুরুত্ব আসলেই অপরীসিম

 2 years ago 

পাওয়ার আপ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ন ভাই। আপনি নিয়মিত পাওয়ার আপ করেন এটা খুবই ভালো ব্যাপার। দোয়া রইলো।

 2 years ago 

ধন্যবাদ প্রিয় ভাই, আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল

 2 years ago 

ভাইয়া আপনি ১০ স্টিম পাওয়ার আপ দিয়েছেন তার জন্য অভিনন্দন জানাচ্ছি। আসলে পাওয়ার আপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আপনি ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

জি আপু দোয়া করবেন যেন, এভাবেই এগিয়ে যেতে পারি

 2 years ago 

পাওয়ার আপ মানে নিজের সক্ষমতাকে বৃদ্ধি করা। নিজের শক্তিকে বাড়ানো। এভাবে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যান ভাই। আশা করছি অতিদ্রুত আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। শুভকামনা রইলো আপনার ভবিষ্যতের জন্য।

 2 years ago 

ইনশাআল্লাহ ভাই দোয়া করবেন,। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

১০ স্টিম সংগ্রহ করে আপনি আরও একটি ধাপ এগিয়ে গেলেন শুভকামনা আপনার জন্য, দোয়া করি খুব শীঘ্রই টার্গেট পূরণ করতে পারবে।

 2 years ago 

আপনার কমেন্ট পড়ে উৎসাহ পেলাম ভাই। শুভকামনা রইল

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66647.09
ETH 3474.84
USDT 1.00
SBD 3.20