DIY-এসো নিজে করি: মেহেদী ডিজাইন আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম
আমি ঢাকা, বাংলাদেশ থেকে মোঃ কাওসার হোসেন ।

আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি আলহামদুলিল্লাহ। বৃষ্টি হচ্ছে তাই আসলে ভালো লাগছে। বৃষ্টির রিমঝিম শব্দ শুনছি আর পোস্ট লিখছি তো ভালো লাগছে। আজ আমি আপনাদের মাঝে একটি পোস্ট করতে চলে এসেছি। অনেকদিন পর আজক মেহেদী আর্ট শেয়ার করবো। যদিও ভালো পারি না তবে চেষ্টা করি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

PSX_20220907_163342.jpg



উপকরণ:

  • একটি সাদা কাগজ
  • একটি পেনসিল

অংকন পদ্ধতি:


ধাপ ১:


20220907_160353.jpg


মেহেদী ডিজাইন একটি সাদা কাগজে করে নেব। প্রথমে আমি একটি সাদা কাগজ নেবো এবং একটি পেন্সিল এর সাহায্যে সাদা কাগজের উপরে ছোট ছোট পাপড়ি দিয়ে একটি ফুল একে নিতে হবে এবং এই ফুলটি অবশ্যই সময় নিয়ে খুব সুন্দর করে একে নিতে হবে।


ধাপ ২:


20220907_160532.jpg


যখন ছোট পাপড়ি গুলো দিয়ে ফুল একে নেওয়া হবে তখন চারপাশে বড় বড় কিছু পাপড়ি বড় একটি ফুল একে নিতে হবে। এতে এটা দেখতে ভালো লাগবে এবং এটি দেখতে অনেক বড় লাগবে।


ধাপ ৩:


20220907_160947.jpg


যখন এই বড় পাপড়ি দেওয়া হয়ে যাবে তখন এই বড় পাপড়ি গুলের ভিতরে পেন্সিল দিয়ে হালকা হালকা ভরাট করে নিতে হবে। এটা যদি মেহেদি দিয়ে হাতে যখন দেওয়া হয় তখন কিন্তু এটা দেখতে আরো বেশি ভালো লাগে।


ধাপ ৪:


20220907_161348.jpg


যখন এই ফুলটা আকা কমপ্লিট হয়ে যাবে এই ফুলের মধ্যে ছোট ছোট পাপড়ি দিয়েছিলাম সেটা একটু ডিজাইন করে নিতে হবে এবং এই ফুলের নিচে আর একটি ফুল একে নিতে হবে।


ধাপ ৫:


20220907_161614.jpg


এই ফুল একে নেওয়ার পরে মাঝখানে ফাঁকা জায়গা থাকবে সেখানে তিনটি পাতা থেকে নিতে হবে ও ফুলে চারপাশে পাপড়ি গুলোতে কিছু ডিজাইন করে নিতে হবে।


ধাপ ৬:


20220907_161750.jpg


এরপরে তিনটি পাতা একে এই ফুলটির নিচে কিছু ডাল দিয়ে তার মাথায় ছোট করে পাতা একে দিতে হবে। এটা এমনভাবে করতে হবে যেন এরা দেখতে ভালো লাগে।


ধাপ ৭:


20220907_162022.jpg


ফুলের নিচে এই ডিজাইন টা করে একই পদ্ধতিতে প্রথম যে ফুল এঁকেছিলাম তার ডানপাশে আরো ২টি ফুল একে দিতে হবে। এগুলো ছোট পাপড়ি দিয়ে আকতে হবে।


ধাপ ৮:


20220907_162354.jpg

20220907_162400.jpg


ফুল গুলো আকা হলে এর পাশ দিয়ে ও প্রথম একে নেওয়া ফুলের উপরে কিছু ডিজাইন করে নেব। এতে এটা দেখতে বেশি ভালো লাগবে।


শেষধাপ


20220907_162811.jpg


এটা কমপ্লিট হবে তখন আগে যে ফুল একে রেখেছিলাম তার মধ্যে বিভিন্ন ডিজাইন দিতে হবে এবং এর চারপাশে ডিজাইন দিতে হবে এবং মাঝখানে ফাঁকা স্থান সেখানে তিনটি করে পাতা দিয়ে মেহেদী ডিজাইন তৈরি হয়ে যাবে। এটা দেখতে সুন্দর লাগছিল ও আমার কাছে খুব ভালো লেগেছে।



আজ এই পর্যন্তই আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি। আগামী কাল আরো কোন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন।


image.png


আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে পোস্টটি পড়ার জন্য।
@kawsar

Sort:  
 2 years ago 

মেহেদীর ডিজাইন আর্ট অনেক সুন্দর হয়েছে।আপনি অনেক সুন্দর একটি ডিজাইন শেয়ার করেছেন। এভাবে হাতে মেহেদি পড়লে দেখতে ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে এই সুন্দর ডিজাইনটি আমাদের সকলের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

মেহেদী ডিজাইন আর্টটি অনেক সুন্দর হয়েছে।কাগজ টা আরো একটু মোটা হলে ডিজাইনটি করতে বেশি সুবিধা হয়। তাছাড়া কাগজ গুলো পাশে এলোমেলো হয়ে যায়। ধাপগুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত।এই ধরনের আর্ট করতে বেশ ভালো লাগে আমার কাছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া আপনার মতো আমার কাছেও বৃষ্টির রিমঝিম শব্দ শুনতে শুনতে লেখালেখি করতে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর একটি মেহেদির ডিজাইন করেছেন।এই ডিজাইন যদি মেহেদী দিয়ে হাতে পড়া যায় তাহলে খুব সুন্দর লাগবে।প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি তো দেখছি অনেক সুন্দর সুন্দর মেহেদী ডিজাইন আর্ট করা শুরু করেছেন। এটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। এভাবে হাতে মেহেদী পরলে দেখতে খুবই সুন্দর লাগবে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ দারুন তো ফুলের মতো করে ডিজাইন করে মেহেদি ডিজাইন হয়ে গেল, আমি কয়েকবার চেষ্টা করেছিলাম বাচ্চাদেরকে মেহেদী দেয়ার জন্য তবে আমার খুব একটা ভালো হয় না , খুবই ভালো লাগলো আপনার আজকের ডিজাইন শুভকামনা রইল.

 2 years ago 

আপনি তো অনেক সুন্দর মেহেদী ডিজাইন করতে পারেন ৷ আপনার এই মেহেদী ডিজাইন অনেক সুন্দর হয়েছে ৷ অনেক ভালো লাগলো আমার এই মেহেদি ডিজাইন দেখে ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য

 2 years ago 

অসাধারণ একটি মেহেদী ডিজাইন করেছেন ভাইয়া। যা দেখতে খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর এবং মনমুগ্ধকর একটি মেহেদী ডিজাইন আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67640.82
ETH 3784.93
USDT 1.00
SBD 3.51