DIY-এসো নিজে করি: কালো কলম দিয়ে আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম
আমি ঢাকা, বাংলাদেশ থেকে মোঃ কাওসার হোসেন ।


আশা করি সবাই অনেক ভাল আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজ আমি আপনাদের সামনে আরো একটি পোস্ট শেয়ার করতে চলে এসেছি। তো আজ আমি আপনাদের মাঝে আমার করা কালো কলম দিয়ে সুন্দর একটি আর্ট শেয়ার করব। এই আর্ট গুলো করতে আসলে অনেক ভালো লাগে। আর আট করার পরও দেখতেও ভালো লাগে। আশা করি আপনাদের কাছে আমার এই আর্ট ভালো লাগবে। তো আর কথা না বলে চলুন এটা কিভাবে করেছি সেটি আপনার সামনে ধাপে ধাপে উপস্থাপন করি।

PSX_20220825_194904.jpg



উপকরণ:

  • একটি সাদা কাগজ
  • একটা পেনসিল


অংকন পদ্ধতি:


ধাপ ১:


20220825_165616.jpg


আজকে আমি আপনাদের সামনে যে কোন অঙ্কনটি শেয়ার করব সেটি আমি কালো কলম দিয়ে করেছি। তো প্রথমে আমি একটি সাদা পৃষ্ঠা নিয়েছি এবং একটি কালে কলমের সাহায্যে সোজা দুইটি দাগ দিয়ে এর উপরে ছোট ছোট পাপড়ি দিয়ে একটি ফুলে একে নিয়েছে।


ধাপ ২:


20220825_165940.jpg


যখন আমি ছোট ছোট পাপড়ি দিয়ে ঐ ফুলটি একে নিয়েছি তখন এর উপরে আমি পাঁচটি ছোট করে ডিজাইন করে দিয়েছি। ডিজাইন করার কারণে এটা দেখতে বেশি ভালো লাগবে।


ধাপ ৩:


20220825_171227.jpg


ডিজাইন টি যখন করা শেষ হয়েছে তখন আমি এই ডিজাইন টি মাঝখানে রেখে একটি করে পাতা এঁকে দিয়েছি এবং প্রত্যেকটির একটি করে পাতা একে মোট পাঁচটি পাতা একে নিয়েছি।


ধাপ ৪:


20220825_171401.jpg


যখন পাতাগুলো একে নেওয়া হয়েছে তখন প্রথম যে ফুল একেছিলাম সেগুলোর ভিতরে আমি কালো কলম দিয়ে সোজা সোজা দাগ দিয়ে ভরাট করে দিয়েছি।


ধাপ ৫:


20220825_171904.jpg


যখন সেগুলোতে ভরাট করা কমপ্লিট তখন আমি যে পাতাগুলোতে একেছিলাম সেই পাতাগুলো তে আমি কালো কলম দিয়ে সোজা দাগ দিয়ে ভরাট করে দিয়েছি। এতে এটা আমার কাছে বেশী ভালো লাগছে।


ধাপ ৬:


20220825_172119.jpg


যখন এটা কমপ্লিট তখন আমি এই প্রথমে যে পাতা এঁকে ছিলাম সেই পাতার মাঝখানে মাঝখানে আবারো চারটি পাতা একে দিয়েছি। পাতাগুলো যখন একে দেওয়া হয়েছে তখন সেই পাতাগুলো কে আমি কালো কলম দিয়ে সোজা দাগ দিয়ে ভরাট করে নিয়েছি।


শেষধাপ


20220825_174240.jpg

20220825_172332.jpg


তাহলে এভাবেই কিন্তু তৈরি হয়ে গেছে আমার এই কালো কলম দিয়ে অঙ্কন। আসলে আমার কাছে খুব ভালো লাগে।যদিও ভালো আর্ট করতে পারি না, তবুও করার চেষ্টা করেছি। আশা করি সামনে আরো ভালো হবে।



আজ এই পর্যন্তই আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি। আগামী কাল আরো কোন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন।


image.png


আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে পোস্টটি পড়ার জন্য।
@kawsar

Sort:  
 2 years ago 

কালো কলম দিয়ে অনেক সুন্দর একটি ফুলের আর্ট করেছেন। অনেক ভালো লাগলো আপনার আর্ট টি দেখে। ধাপগুলো শুরু থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দর ভাবে উপস্থাপনা ককরেছেন।উপস্থাপনাটি বেশ চমৎকার হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের এরকম কমেন্ট পড়ে উৎসাহ পাই আপু। ধন্যবাদ আপনাকে

 2 years ago (edited)

আমার ভীষণ ভালো লাগে মান্ডালা আর্ট গুলো। আপনার তৈরি করার ডিজাইন টিও বেশ ভালো ছিল। আর্ট করতে অনেক সময়ের প্রয়োজন হয়।

 2 years ago 

ঠান্ডা লাট তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়।

কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তবে উপরের দুটি শব্দ আমি বুঝতে পারিনি আপু

 2 years ago 

দুঃখিত ভুল ছিলো।

 2 years ago 

কালো কলম দিয়ে বেশ সুন্দর একটি ফুল এঁকেছেন।দেখতে ভালোই লাগছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। ভালো লাগলো

 2 years ago 

কালো কলম দিয়ে আপনি খুব সুন্দর একটি আর্ট করেছেন। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছ। আপনার আর্ট টি দেখে আমি খুবই মুগ্ধ হলাম। দেখেই বোঝা যাচ্ছে আপনি খুব সময় নিয়ে আর্ট টি করেছেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু এটা করতে আসলে অনেক সময়ের দরকার ছিল।

 2 years ago 

কালো কলম দিয়ে আপনি বেশ ভালোই আর্ট করেছেন। এ ধরনের ফুল দেখতে খুবই চমৎকার হয়। কিন্তু ব্যক্তিগতভাবে আমি এ ধরনের আর্ট একদমই করতে পারি না।

 2 years ago 

আমিও ভালো পারি না আপু। তবে চেষ্টা করলে অবশ্যই পারবেন আপু

 2 years ago 

আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে কালো কলম দিয়ে একটি ফুলের আর্ট তৈরি করে শেয়ার করেছেন। ভাইয়া আপনার হাতের কাজ দেখতে অনেক চমৎকার। এত সুন্দর ভাবে একটি ফুলের আর্ট তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমার হাতের কাজ আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ভাই

 2 years ago 

বলপেন ব্যবহার করে খুবই সুন্দর একটি ফুলের নকশা প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে।।

 2 years ago 

কালো কলমের এ আর্ট গুলো আমার কাছে ও ভালো লাগে

 2 years ago 

কালো কলম দিয়ে অনেক দক্ষতার সাথে আপনি এই আর্টটি করেছেন।আসলে আপনার কলমের কালি দিয়েই সৌন্দর্যময় আর্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। শুভকামনা রইল।

 2 years ago 

ভালো হয়েছে দাদা, কিন্তু একটু চেপে এঁকেছেন মনে হচ্ছে। খাতার পৃষ্ঠা ছিঁড়ে যাবে তো। প্রেসার কম দেবেন দাদা, নাহলে হাতে ব্যাথা হবে।

 2 years ago 

ধন্যবাদ আপু। সামনে থেকে চেষ্টা করবো।

 2 years ago 

কলম দিয়ে দারুন ভাবে অসাধারণ একটি আর্ট করেছেন ভাই। হার্টের ধাপ গুলো খুবই গোছালো ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 67706.99
ETH 3495.25
USDT 1.00
SBD 3.21